ETV Bharat / state

AMC Election 2022 : আসানসোলে পৌরভোটের প্রচারে সুকান্ত-অগ্নিমিত্রা - পৌর নির্বাচনের প্রচারে আসানসোলে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধায়িকা অগ্নিমিত্রা পল

পৌরনির্বাচনের প্রচারে আসানসোলে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধায়ক অগ্নিমিত্রা পল (Sukanta Majumdar Agnimitra Paul are at Asansol) ৷

AMC Election 2022
আসানসোলে পৌরভোটের প্রচারে সুকান্ত-অগ্নিমিত্রা
author img

By

Published : Feb 8, 2022, 8:01 PM IST

আসানসোল, 8 ফেব্রুয়ারি : আসানসোল পৌরনির্বাচনের প্রচারে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । আজ দুপুরে 84 নম্বর ওয়ার্ডের ইসমাইল এলাকায় পায়ে হেঁটে প্রচার করলেন তিনি । প্রচারে যোগ দেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পলও । যদিও লোক জড়ো করে কার্যত কোভিড-বিধি উপেক্ষা করে মিছিল করায় বিতর্কে জড়িয়েছেন দুই শীর্ষ নেতাই (Sukanta Majumdar Agnimitra Paul are at Asansol) ৷

মুখ্যমন্ত্রীর উত্তরপ্রদেশ সফরকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, ‘‘যোগীজির শাসনে উত্তরপ্রদেশ এখন উত্তমপ্রদেশে পরিণত হয়েছে । মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ফের অশান্তি লাগানোর চেষ্টা করছেন ।’’ খড়্গপুর থেকে পৌরভোটে প্রার্থী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায় ৷ বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘হিরণ'দা দাঁড়িয়েছে ৷ ওঁর নেতৃত্বে খড়্গপুর পৌরসভা আমরা দখল করব ।’’

পৌর নির্বাচনের প্রচারে আসানসোলে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল

কয়েকদশক পর ফের অধিকারী-হীন ভোট দেখবে কাঁথি পৌরসভা ৷ অধিকারী পরিবারের কাউকে টিকিট না দেওয়ায় ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে রাজ্য-রাজনীতিতে । যা নিয়ে গেরুয়াশিবিরকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিমও ৷ পালটা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতিও ৷ বলেন ‘‘সবার সঙ্গে আলোচনা করেই প্রার্থী ঠিক করা হয়েছে । ববি হাকিম অনেক কিছুই বলেন । পার্টিতে ওঁর আর কোনও গুরুত্ব নেই । একটা মেয়র করে বসিয়ে রেখে দেওয়া হয়েছে । পিছন থেকে কলকাঠি অন্যরা নাড়ছেন ।’’

আরও পড়ুন : আসানসোল পৌরভোটে শাসক-বিরোধী সকলের মুখেই নদী ও খাল সংস্কারের প্রতিশ্রুতি

দিনকয়েক আগেই মদন মিত্র অভিযোগ করেছিলেন, কংগ্রেস এবং বিজেপি মিলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিভাজন করার চক্রান্ত করছে । তা নস্যাৎ করে বালুরঘাটের বিধায়ক বলেন, ‘‘কারও পরিবারের মধ্যে বিভাজন করার সদিচ্ছা আমাদের নেই । তৃণমূলের মধ্যেই বিভাজন রয়েছে ।’’

আসানসোল, 8 ফেব্রুয়ারি : আসানসোল পৌরনির্বাচনের প্রচারে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । আজ দুপুরে 84 নম্বর ওয়ার্ডের ইসমাইল এলাকায় পায়ে হেঁটে প্রচার করলেন তিনি । প্রচারে যোগ দেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পলও । যদিও লোক জড়ো করে কার্যত কোভিড-বিধি উপেক্ষা করে মিছিল করায় বিতর্কে জড়িয়েছেন দুই শীর্ষ নেতাই (Sukanta Majumdar Agnimitra Paul are at Asansol) ৷

মুখ্যমন্ত্রীর উত্তরপ্রদেশ সফরকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, ‘‘যোগীজির শাসনে উত্তরপ্রদেশ এখন উত্তমপ্রদেশে পরিণত হয়েছে । মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ফের অশান্তি লাগানোর চেষ্টা করছেন ।’’ খড়্গপুর থেকে পৌরভোটে প্রার্থী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায় ৷ বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘হিরণ'দা দাঁড়িয়েছে ৷ ওঁর নেতৃত্বে খড়্গপুর পৌরসভা আমরা দখল করব ।’’

পৌর নির্বাচনের প্রচারে আসানসোলে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল

কয়েকদশক পর ফের অধিকারী-হীন ভোট দেখবে কাঁথি পৌরসভা ৷ অধিকারী পরিবারের কাউকে টিকিট না দেওয়ায় ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে রাজ্য-রাজনীতিতে । যা নিয়ে গেরুয়াশিবিরকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিমও ৷ পালটা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতিও ৷ বলেন ‘‘সবার সঙ্গে আলোচনা করেই প্রার্থী ঠিক করা হয়েছে । ববি হাকিম অনেক কিছুই বলেন । পার্টিতে ওঁর আর কোনও গুরুত্ব নেই । একটা মেয়র করে বসিয়ে রেখে দেওয়া হয়েছে । পিছন থেকে কলকাঠি অন্যরা নাড়ছেন ।’’

আরও পড়ুন : আসানসোল পৌরভোটে শাসক-বিরোধী সকলের মুখেই নদী ও খাল সংস্কারের প্রতিশ্রুতি

দিনকয়েক আগেই মদন মিত্র অভিযোগ করেছিলেন, কংগ্রেস এবং বিজেপি মিলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিভাজন করার চক্রান্ত করছে । তা নস্যাৎ করে বালুরঘাটের বিধায়ক বলেন, ‘‘কারও পরিবারের মধ্যে বিভাজন করার সদিচ্ছা আমাদের নেই । তৃণমূলের মধ্যেই বিভাজন রয়েছে ।’’

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.