ETV Bharat / state

আসানসোলে আটকে, আত্মহত্যার হুমকি কাশ্মীরের বাসিন্দাদের - Kashmiris stranded in Asansol threaten suicide

প্রশাসন ব্যবস্থা না নিলে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার হুমকি দিলেন আসানসোলে আটকে থাকা কাশ্মীরের ফেরিওয়ালারা ৷

Kashmiris stranded in Asansol threaten suicide
আসানসোলে আটকে থাকা কাশ্মিরীদের আত্মহত্যার হুমকি
author img

By

Published : May 13, 2020, 9:43 PM IST

আসানসোল, 13মে : কাশ্মীর থেকে শাল সোয়েটার কম্বল বিক্রি করতে এসেছিলেন ওঁরা । কিন্তু লকডাউনের কারণে আর কেউ ফিরে যেতে পারেনি । প্রশাসনের বিভিন্ন দপ্তরে থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন । লাভ হয়নি । এবার তাই হুঁশিয়ারির পথেই হাঁটল । আগামী 3-4 দিনের মধ্যে কোনও ব্যবস্থা না হলে তাঁরা লকডাউন ভেঙে রাস্তায় বেরিয়ে পড়বেন । যদি কেউ বাধা দিতে আসেন, তাহলে গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করবেন তাঁরা ।

প্রতি বছর শীতের আগে বাংলায় আসেন কাশ্মীরের ফেরিওয়ালারা । তাঁরা মূলত শাল, সোয়েটার, ব্ল্যাঙ্কেট ইত্যাদি বিক্রি করতে আসেন । বছরের পর বছর একই রুটিন । পুজোর পরেই সবাই চলে আসে। মার্চ মাস নাগাদ ফিরে যায় । এবার আর ফিরতে পারেননি । লকডাউনের কারণে মার্চ মাস থেকে আটকে পড়ে আছে 50 জন কাশ্মীরি । আসানসোলের চেলিডাঙা এলাকায় ঘর ভাড়া করে আছেন ৷ গ্রীষ্মকালে ব্যবসা হয়না । হাতের টাকা শেষ । এমত অবস্থায় তাঁরা কী করবেন ? প্রশাসনিক সব মহলে জানানো হয়েছে । কিন্তু কোনও জায়গা থেকে কিছুই সাড়া মেলেনি । আর তাই কার্যত অসহায় ভাবেই দিন কাটছে ওই 50 জন কাশ্মীরের বাসিন্দার । কিন্তু কতদিন? আর তাই ধৈর্য ভেঙে ক্ষোভ বেরিয়ে আসছে ভেতর থেকে ।

কাশ্মীরের প্রবীণ বাসিন্দা মহম্মদ সিফি আহমেদ ভাট বলেন, ‘‘50 বছরের বেশি সময় ধরে আসানসোলে আসছি ব্যবসা করতে । কখনও এরকম হয়নি । এ বছর আটকে পড়েছি । জেলা প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সবার কাছে আবেদন জানিয়েছি । কোনও জায়গা থেকে কোনও সাড়া মিলছে না ৷ বাড়ি ফিরতে চাই । জেলা প্রশাসন আমাদের বলছে বাস দিয়ে দেব । বাসে এতদূর রাস্তা ভ্রমণ করা সম্ভব নয় । কিন্তু সবই কথার কথা । ব্যবস্থা হচ্ছে না কিছুই । আমাদের হাতে টাকা পয়সা শেষ । আমরা কি করব, খুঁজে পাচ্ছি না ।’’

দেখুন ভিডিয়ো

অন্য আরেক বাসিন্দা আজাদ আহমেদ শাহ ক্ষোভের সঙ্গে জানালেন, ‘‘কেউ আমাদের খোঁজ নিতে আসেনি । আমরা মরেছি না বেঁচে আছি কেউ জানতে চাইছে না । কাশ্মীর রাজ্যের সরকারের কাছেও আমরা জানিয়েছি । সেখান থেকেও সাড়া মেলেনি । এখানকার জেলা প্রশাসনের কাছ থেকে তেমন সাড়া পাচ্ছি না । আর তিন-চার দিন দেখব । তার মধ্যে যদি আমাদের কোনও ব্যবস্থা না হয়, তাহলে আমরা লকডাউন ভেঙে রাস্তায় নেমে পড়ব এবং কেউ বাধা দিতে এলে আমরা সেখানে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করব ।’’

আসানসোল, 13মে : কাশ্মীর থেকে শাল সোয়েটার কম্বল বিক্রি করতে এসেছিলেন ওঁরা । কিন্তু লকডাউনের কারণে আর কেউ ফিরে যেতে পারেনি । প্রশাসনের বিভিন্ন দপ্তরে থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন । লাভ হয়নি । এবার তাই হুঁশিয়ারির পথেই হাঁটল । আগামী 3-4 দিনের মধ্যে কোনও ব্যবস্থা না হলে তাঁরা লকডাউন ভেঙে রাস্তায় বেরিয়ে পড়বেন । যদি কেউ বাধা দিতে আসেন, তাহলে গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করবেন তাঁরা ।

প্রতি বছর শীতের আগে বাংলায় আসেন কাশ্মীরের ফেরিওয়ালারা । তাঁরা মূলত শাল, সোয়েটার, ব্ল্যাঙ্কেট ইত্যাদি বিক্রি করতে আসেন । বছরের পর বছর একই রুটিন । পুজোর পরেই সবাই চলে আসে। মার্চ মাস নাগাদ ফিরে যায় । এবার আর ফিরতে পারেননি । লকডাউনের কারণে মার্চ মাস থেকে আটকে পড়ে আছে 50 জন কাশ্মীরি । আসানসোলের চেলিডাঙা এলাকায় ঘর ভাড়া করে আছেন ৷ গ্রীষ্মকালে ব্যবসা হয়না । হাতের টাকা শেষ । এমত অবস্থায় তাঁরা কী করবেন ? প্রশাসনিক সব মহলে জানানো হয়েছে । কিন্তু কোনও জায়গা থেকে কিছুই সাড়া মেলেনি । আর তাই কার্যত অসহায় ভাবেই দিন কাটছে ওই 50 জন কাশ্মীরের বাসিন্দার । কিন্তু কতদিন? আর তাই ধৈর্য ভেঙে ক্ষোভ বেরিয়ে আসছে ভেতর থেকে ।

কাশ্মীরের প্রবীণ বাসিন্দা মহম্মদ সিফি আহমেদ ভাট বলেন, ‘‘50 বছরের বেশি সময় ধরে আসানসোলে আসছি ব্যবসা করতে । কখনও এরকম হয়নি । এ বছর আটকে পড়েছি । জেলা প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সবার কাছে আবেদন জানিয়েছি । কোনও জায়গা থেকে কোনও সাড়া মিলছে না ৷ বাড়ি ফিরতে চাই । জেলা প্রশাসন আমাদের বলছে বাস দিয়ে দেব । বাসে এতদূর রাস্তা ভ্রমণ করা সম্ভব নয় । কিন্তু সবই কথার কথা । ব্যবস্থা হচ্ছে না কিছুই । আমাদের হাতে টাকা পয়সা শেষ । আমরা কি করব, খুঁজে পাচ্ছি না ।’’

দেখুন ভিডিয়ো

অন্য আরেক বাসিন্দা আজাদ আহমেদ শাহ ক্ষোভের সঙ্গে জানালেন, ‘‘কেউ আমাদের খোঁজ নিতে আসেনি । আমরা মরেছি না বেঁচে আছি কেউ জানতে চাইছে না । কাশ্মীর রাজ্যের সরকারের কাছেও আমরা জানিয়েছি । সেখান থেকেও সাড়া মেলেনি । এখানকার জেলা প্রশাসনের কাছ থেকে তেমন সাড়া পাচ্ছি না । আর তিন-চার দিন দেখব । তার মধ্যে যদি আমাদের কোনও ব্যবস্থা না হয়, তাহলে আমরা লকডাউন ভেঙে রাস্তায় নেমে পড়ব এবং কেউ বাধা দিতে এলে আমরা সেখানে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করব ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.