রানিগঞ্জ, 12 অক্টোবর: খোলামুখ খনির দেওয়ালে গর্ত করে বেআইনি উপায়ে কয়লা সংগ্রহ করতে গিয়ে ধসে চাপা পড়েছেন বেশ কয়েকজন গ্রামবাসী। বুধবার বিকেল থেকে রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলা মুখ খনিতে এমন খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় পৌঁছে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। চাপা পড়া গ্রামবাসীদের মৃতদেহ উদ্ধারের দাবিতে গভীর রাত পর্যন্ত তিনি অবস্থান বিক্ষোভ করেন। যদিও ধস কিংবা চাপা পড়ার ঘটনা বুধবার গভীর রাত পর্যন্ত সরকারিভাবে স্বীকার করা হয়নি।
ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার অন্তর্গত রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলা মুখ খনিতে দেওয়ালে গর্ত করে চলত বেআইনি উপায়ে কয়লা সংগ্রহ। স্থানীয় গ্রামবাসীরাই এখান থেকে এইভাবে কয়লা সংগ্রহ করে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বুধবার বিকেলে খবর রটে যায় নারায়ণকুড়ি খনির ওই সুরঙ্গ পথে ধস নেমেছে। আর যার ফলে চাপা পড়েছে বেশ কয়েকজন। এই খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাক্তন বাম সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিটু নেতা বংশগোপাল চৌধুরী বলেন, "কয়লা চুরি করতে গিয়ে ধসে চাপা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। বাকি আরও 4 জন নিখোঁজ রয়েছে। আমি জেলাশাসককে পুরো বিষয়টি জানিয়েছি। জেলাশাসক নিজেও ইসিএলে কর্তৃপক্ষের কাছে অবিলম্বে গোটা বিষয়টি জানতে চেয়েছেন।"
বংশগোপাল বাবুর দাবি, বিভিন্ন খোলামুখ খনি এইভাবে ফেলে রেখেছে ইসিএল। যেখানে চুরি করতে গিয়ে মানুষজন চাপা পড়ে মারা যাচ্ছে। এর দায় নিতে হবে ইসিএলকেই।" অন্যদিকে, কয়লা তুলতে গিয়ে ধসে চাপা পড়ে বেশ কয়েকজন মানুষের নিখোঁজ থাকার খবর শুনেই এলাকায় পৌঁছে যান স্থানীয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি বেশ কয়েকটি পরিবারের সঙ্গেও দেখা করেন। পরিবারগুলি অগ্নিমিত্রাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। যদিও পরিবারের লোকেদের নিখোঁজ থাকার কথা ক্যামেরার সামনে কেউ বলতে রাজি হয়নি ।
অগ্নিমিত্রা পল বলেন, "গরিব মানুষরা কয়লা সংগ্রহ করতে গিয়ে চাপা পড়ছে। ইসিএল কি এই বিষয়টা এতদিন জানত না? পুলিশ জানত না? তাহলে বন্ধ হয়নি কেন? আমি কাউকেই ছেড়ে কথা বলব না। ভিতরে কতজন চাপা আছে আমরা কেউ জানি না। অন্যদিকে, এলাকা অন্ধকার করে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত মৃতদেহ উদ্ধার না-হয় আমি এই এলাকায় ছেড়ে যাব না।" গভীর রাতে রানিগঞ্জের সাহেবগঞ্জ এলাকায় অবরোধ শুরু করেন অগ্নিমিত্রা পল।
সরকারিভাবে ইসিএল কিংবা পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি। রানিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে ধসে চাপা পড়ে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। আমরা ইসিএলের রেসকিউ টিমকে ডেকেছি। উদ্ধারকার্য না-হলে বিষয়টি কি তা বোঝা যাচ্ছে না।
আরও পড়ুন: দু'দিন থেকে টানা বৃষ্টির জের, কালিম্পংয়ে জাতীয় সড়কে ধসে বিপাকে পর্যটকরা