ETV Bharat / state

প্রশান্তর নির্দেশ না মানায় বদলি কয়েকজন IAS : রাহুল সিনহা - durgapur

তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা । তাঁর অভিযোগ, রাজ্য সরকারের সচিবালয় নবান্ন পরিণত হয়েছে তৃণমূলের পার্টি অফিসে । প্রশান্ত কিশোরের আদেশ না মানার কারণে রাজ্যের কয়েকজন IAS অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে ।

রাহুল সিনহা
author img

By

Published : Aug 11, 2019, 1:19 PM IST

Updated : Aug 11, 2019, 3:00 PM IST

দুর্গাপুর, 11 অগাস্ট : তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা । তাঁর অভিযোগ, রাজ্য সরকারের সচিবালয় নবান্ন পরিণত হয়েছে তৃণমূলের পার্টি অফিসে । প্রশান্ত কিশোরের আদেশ না মানার কারণে রাজ্যের কয়েকজন IAS অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে ।

আজ দ্বিতীয় দিনে পড়ল BJP-র চিন্তন বৈঠক । দুর্গাপুরে চলছে সেই শিবির । বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, সুরেশ পূজারি, ও শিবপ্রকাশ । রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে রয়েছেন মুকুল রায়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চ্যাটার্জি, ভারতী ঘোষ, জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন ঘোষ প্রমুখ । এছাড়া রয়েছেন দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি ।

আজ চিন্তন শিবিরে যোগ দিতে এসে রাহুল সিনহা বলেন, "এটা সামনে এসেছে । কোনও পার্টির নিয়োগ হওয়া এজেন্সি সরকারের এজেন্সিতে পরিণত হতে পারে না । সেটাই হচ্ছে । কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারকে তাঁর পৈতৃক সম্পত্তি মনে করেন । আর লম্বা চওড়া কথা বলেন । তিনি বলেছিলেন, রাজভবন নাকি BJP-র অফিসে পরিণত হয়েছে । আর রাজ্য সরকার নবান্নকে তৃণমূলের অফিসে পরিণত করার চেষ্টা চলছে । আমরা জানি যে প্রশান্ত কিশোরদের নির্দেশ না মানার কারণে কয়েকজন IAS অফিসারকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ।"

শুনুন বক্তব্য

রাহুল আরও অভিযোগ করেন,"প্রশান্ত কিশোর অ্যান্ড কম্পানি এখন শুধুমাত্র তৃণমূল দল পরিচালনা করছে না । তারা সরকারি কার্যালয়ে বসে IAS ও IPS অফিসারদের নির্দেশ দিচ্ছে । এখন পশ্চিমবঙ্গ সরকার প্রশান্তময় । নবান্নে বসে প্রশান্ত কিশোর অ্যান্ড কম্পানি দল চালাবে এ মানা যায় না । এটা চলতে পারে না । এটা অন্যায় । আমরা প্রতিবাদে জনমত সংগ্রহে নামব ।" পাশাপাশি এনিয়ে আদালতে যাওয়ারও তিনি হুঁশিয়ারি দিয়েছেন ।

দুর্গাপুর, 11 অগাস্ট : তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা । তাঁর অভিযোগ, রাজ্য সরকারের সচিবালয় নবান্ন পরিণত হয়েছে তৃণমূলের পার্টি অফিসে । প্রশান্ত কিশোরের আদেশ না মানার কারণে রাজ্যের কয়েকজন IAS অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে ।

আজ দ্বিতীয় দিনে পড়ল BJP-র চিন্তন বৈঠক । দুর্গাপুরে চলছে সেই শিবির । বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, সুরেশ পূজারি, ও শিবপ্রকাশ । রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে রয়েছেন মুকুল রায়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চ্যাটার্জি, ভারতী ঘোষ, জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন ঘোষ প্রমুখ । এছাড়া রয়েছেন দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি ।

আজ চিন্তন শিবিরে যোগ দিতে এসে রাহুল সিনহা বলেন, "এটা সামনে এসেছে । কোনও পার্টির নিয়োগ হওয়া এজেন্সি সরকারের এজেন্সিতে পরিণত হতে পারে না । সেটাই হচ্ছে । কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারকে তাঁর পৈতৃক সম্পত্তি মনে করেন । আর লম্বা চওড়া কথা বলেন । তিনি বলেছিলেন, রাজভবন নাকি BJP-র অফিসে পরিণত হয়েছে । আর রাজ্য সরকার নবান্নকে তৃণমূলের অফিসে পরিণত করার চেষ্টা চলছে । আমরা জানি যে প্রশান্ত কিশোরদের নির্দেশ না মানার কারণে কয়েকজন IAS অফিসারকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ।"

শুনুন বক্তব্য

রাহুল আরও অভিযোগ করেন,"প্রশান্ত কিশোর অ্যান্ড কম্পানি এখন শুধুমাত্র তৃণমূল দল পরিচালনা করছে না । তারা সরকারি কার্যালয়ে বসে IAS ও IPS অফিসারদের নির্দেশ দিচ্ছে । এখন পশ্চিমবঙ্গ সরকার প্রশান্তময় । নবান্নে বসে প্রশান্ত কিশোর অ্যান্ড কম্পানি দল চালাবে এ মানা যায় না । এটা চলতে পারে না । এটা অন্যায় । আমরা প্রতিবাদে জনমত সংগ্রহে নামব ।" পাশাপাশি এনিয়ে আদালতে যাওয়ারও তিনি হুঁশিয়ারি দিয়েছেন ।

Intro:লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূল কংগ্রেসের ভোটগুরু হিসাবে প্রশান্ত কিশোর তৃণমূলকে চাঙ্গা করার জন্য যখন একের পর এক মাস্টার স্ট্রোক দিচ্ছেন। তখন তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। দুর্গাপুরে বিজেপি র দুদিনের চিন্তন শিবিরের দ্বিতীয় দিনে যোগ দিতে আসার সময় রাহুল সিনহা অভিযোগ করে বলেন,""প্রশান্ত কিশোর অ্যান্ড কোম্পানি এখন শুধুমাত্র তৃণমূল দল পরিচালনা করছেন না। তারা সরকারি কার্যালয়ে বসে আই এ এস ও আই পি এস অফিসার দের কে নির্দেশ দিচ্ছেন। এখন পশ্চিমবঙ্গ সরকার প্রশান্তময়।নবান্নে বসে প্রশান্ত কিশোর এণ্ড কোম্পানি দল চালাবে এ মানা যায়না।""রাহুল সিনহার আরো দাবী "" আই এ এস ও আই পি এস দের প্রশান্ত কিশোর এন্ড কোম্পানি দাসানুদাসে পরিনত করছে।তাদের কথা না শুনলে বদলী করে দেওয়া হচ্ছে।কিছু আই এ এস আধিকারিক এর প্রতিবাদ করছে।আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেব জনমত আদায় করব।""রাহুল সিনহা প্রশ্ন করলেন প্রশান্ত কিশোর এণ্ড কোম্পানি দল কে উন্নত কতে এসে সরকারি কাজে কেনও দখলদারী করছেন?""Body:হConclusion:গ
Last Updated : Aug 11, 2019, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.