ETV Bharat / state

রানিগঞ্জে বজ্রপাতে আহত 6 যুবক - lightning strike in Raniganj

রানিগঞ্জে বাজ পড়ে আহত ছয় যুবক ৷ হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা ।

Raniganj
রানিগঞ্জ
author img

By

Published : May 1, 2020, 11:39 PM IST

রানিগঞ্জ , 1 মে : রানিগঞ্জে বাজ পড়ে আহত হলেন ছয় যুবক । আহতদের রানিগঞ্জের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ রানিগঞ্জের 33 নম্বর ওয়ার্ডের রানিসায়ের 5 নম্বর কোলিয়ারির এলাকার ঘটনা ৷

আজ বিকেল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয় সেখানে । সেই সঙ্গে ক্রমাগত বাজ পড়তে থাকে । সেই সময় রানিগঞ্জের 33 নম্বর ওয়ার্ডের রানিসায়ের 5 নম্বর কোলিয়ারি এলাকায় খেলার মাঠের পাশে‌ টিনের চালাতে আশ্রয় নেন ছয় যুবক । সেই সময় মাঠে বাজ পড়ায় আহত হন তাঁরা । এরপর স্থানীয় বাসিন্দারা খেলার মাঠে গিয়ে আহত ওই ছয় যুবককে রানিগঞ্জের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ।

হাসপাতালেই এখন চিকিৎসাধীন তাঁরা । তাঁরা আপাতত সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷

রানিগঞ্জ , 1 মে : রানিগঞ্জে বাজ পড়ে আহত হলেন ছয় যুবক । আহতদের রানিগঞ্জের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ রানিগঞ্জের 33 নম্বর ওয়ার্ডের রানিসায়ের 5 নম্বর কোলিয়ারির এলাকার ঘটনা ৷

আজ বিকেল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয় সেখানে । সেই সঙ্গে ক্রমাগত বাজ পড়তে থাকে । সেই সময় রানিগঞ্জের 33 নম্বর ওয়ার্ডের রানিসায়ের 5 নম্বর কোলিয়ারি এলাকায় খেলার মাঠের পাশে‌ টিনের চালাতে আশ্রয় নেন ছয় যুবক । সেই সময় মাঠে বাজ পড়ায় আহত হন তাঁরা । এরপর স্থানীয় বাসিন্দারা খেলার মাঠে গিয়ে আহত ওই ছয় যুবককে রানিগঞ্জের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ।

হাসপাতালেই এখন চিকিৎসাধীন তাঁরা । তাঁরা আপাতত সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.