ETV Bharat / state

Sex Racket in Durgapur: অভিজাত সিটি সেন্টারে রাতে পার্টির আড়ালে মধুচক্র, গ্রেফতার 9 - বিউটি পার্লারের আড়ালে দেহ ব্যবসা

বাইরে থেকে দেখে মনে হবে পার্টি চলছে ৷ পুলিশ ভিতরে ঢুকতেই মধুচক্রের পর্দা ফাঁস হল ৷ ঘটনাটি দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার ৷

ETV Bharat
মধুচক্র
author img

By

Published : Jun 10, 2023, 12:16 PM IST

Updated : Jun 10, 2023, 12:40 PM IST

দুর্গাপুর, 10 জুন: শহরের অভিজাত এলাকা বলেই পরিচিত দুর্গাপুরের সিটি সেন্টার ৷ এখানে বহু তিনতারা হোটেল রয়েছে ৷ হোটেলগুলি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গেই ব্যবসা চালিয়ে যাচ্ছে ৷ হঠাৎ তাতে ছন্দপতন ঘটল ৷ এরকমই একটি হোটেলের রুদ্ধদ্বার কক্ষে নাইট পার্টি চলছিল ৷ এদিকে তার অন্তরালে টাকা আর মদের ফোয়ারা উড়িয়ে মধুচক্রের কারবার চলছিল বলে অভিযোগ৷

শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পায় দুর্গাপুর থানার পুলিশ ৷ মহিলা পুলিশ-সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালানো হয় সিটি সেন্টারের সবচেয়ে বড় শপিং মলের পাশের ওই হোটেলে ৷ আচমকা এই অভিযানে উদ্ধার হয় টাকা, গ্রেফতার 9 জন ৷ এর মধ্যে চার জন যুবতী ও 5 জন যুবক ৷ এই হোটেলটি তৈরি করেছিল টাটা গোষ্ঠী ৷ তারপর তাদের কাছ থেকে একটি বে-সরকারি অর্থ লগ্নি সংস্থা এই হোটেলটি কিনে নেয় ৷ এদিকে একটি চিটফান্ড সংস্থা সিবিআই তদন্তের আওতায় চলে যাওয়ার পর বর্তমানে এই হোটেলটির মালিক বদলেছে ৷ শুক্রবার রাতভর ওই হোটেলে অভিযান চলে ৷

আরও পড়ুন: নন্দীগ্রামে রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে মধুচক্র ! বিজেপির বিক্ষোভ

হোটেলের ঘরে ঢুকে দেখা যায় চারিদিকে পড়ে আছে মদের বোতল আর রাশি রাশি টাকা ৷ হোটেলের রুম থেকে উদ্ধার হয় ডিজে লাইট ৷ দুর্গাপুরে সিটি সেন্টারে বিউটি পার্লারের আড়ালে দেহ ব্যবসার মিস্টার অভিযোগ উঠেছে আগেই ৷ দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে একবার সিটি সেন্টারের বেশ কিছু বিউটি পার্লারগুলিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল ৷ বিউটি পার্লারের আড়ালে দেহ ব্যবসায় কিছুটা লাগাম টানা গিয়েছিল ৷

এবার দুর্গাপুরের হোটেলগুলির দিকে কড়া নজরদারি চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ ৷ কয়েকদিন আগেই দুর্গাপুর স্টিল টাউনশিপের একটি হোটেলে অভিযান চালিয়ে বড়সড়ো জুয়ার আসরের খোঁজ পায় দুর্গাপুর থানার পুলিশ ৷ 11 জন গ্রেফতার হয়, উদ্ধার হয় প্রায় 11 লক্ষ টাকা ৷ এরপর এবার হোটেলে নাইট পার্টির আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র ৷ দুর্গাপুরের আর কোন কোন জায়গায় হোটেলগুলিতে এইরকম নাইট পার্টির আড়ালে চলছে দেহ ব্যবসা ? কোনও বড় চক্র জড়িয়ে রয়েছে কি না, সেটা তদন্ত করে দেখছে দুর্গাপুর থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া যুবক ও যুবতীদের পুর মহকুমা আদালতে তোলা হবে ৷

আরও পড়ুন: বাড়িতে রমরমিয়ে চলছিল মধুচক্র, স্থানীয়দের তৎপরতায় মালদায় আটক স্কুলশিক্ষক

দুর্গাপুর, 10 জুন: শহরের অভিজাত এলাকা বলেই পরিচিত দুর্গাপুরের সিটি সেন্টার ৷ এখানে বহু তিনতারা হোটেল রয়েছে ৷ হোটেলগুলি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গেই ব্যবসা চালিয়ে যাচ্ছে ৷ হঠাৎ তাতে ছন্দপতন ঘটল ৷ এরকমই একটি হোটেলের রুদ্ধদ্বার কক্ষে নাইট পার্টি চলছিল ৷ এদিকে তার অন্তরালে টাকা আর মদের ফোয়ারা উড়িয়ে মধুচক্রের কারবার চলছিল বলে অভিযোগ৷

শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পায় দুর্গাপুর থানার পুলিশ ৷ মহিলা পুলিশ-সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালানো হয় সিটি সেন্টারের সবচেয়ে বড় শপিং মলের পাশের ওই হোটেলে ৷ আচমকা এই অভিযানে উদ্ধার হয় টাকা, গ্রেফতার 9 জন ৷ এর মধ্যে চার জন যুবতী ও 5 জন যুবক ৷ এই হোটেলটি তৈরি করেছিল টাটা গোষ্ঠী ৷ তারপর তাদের কাছ থেকে একটি বে-সরকারি অর্থ লগ্নি সংস্থা এই হোটেলটি কিনে নেয় ৷ এদিকে একটি চিটফান্ড সংস্থা সিবিআই তদন্তের আওতায় চলে যাওয়ার পর বর্তমানে এই হোটেলটির মালিক বদলেছে ৷ শুক্রবার রাতভর ওই হোটেলে অভিযান চলে ৷

আরও পড়ুন: নন্দীগ্রামে রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে মধুচক্র ! বিজেপির বিক্ষোভ

হোটেলের ঘরে ঢুকে দেখা যায় চারিদিকে পড়ে আছে মদের বোতল আর রাশি রাশি টাকা ৷ হোটেলের রুম থেকে উদ্ধার হয় ডিজে লাইট ৷ দুর্গাপুরে সিটি সেন্টারে বিউটি পার্লারের আড়ালে দেহ ব্যবসার মিস্টার অভিযোগ উঠেছে আগেই ৷ দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে একবার সিটি সেন্টারের বেশ কিছু বিউটি পার্লারগুলিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল ৷ বিউটি পার্লারের আড়ালে দেহ ব্যবসায় কিছুটা লাগাম টানা গিয়েছিল ৷

এবার দুর্গাপুরের হোটেলগুলির দিকে কড়া নজরদারি চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ ৷ কয়েকদিন আগেই দুর্গাপুর স্টিল টাউনশিপের একটি হোটেলে অভিযান চালিয়ে বড়সড়ো জুয়ার আসরের খোঁজ পায় দুর্গাপুর থানার পুলিশ ৷ 11 জন গ্রেফতার হয়, উদ্ধার হয় প্রায় 11 লক্ষ টাকা ৷ এরপর এবার হোটেলে নাইট পার্টির আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র ৷ দুর্গাপুরের আর কোন কোন জায়গায় হোটেলগুলিতে এইরকম নাইট পার্টির আড়ালে চলছে দেহ ব্যবসা ? কোনও বড় চক্র জড়িয়ে রয়েছে কি না, সেটা তদন্ত করে দেখছে দুর্গাপুর থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া যুবক ও যুবতীদের পুর মহকুমা আদালতে তোলা হবে ৷

আরও পড়ুন: বাড়িতে রমরমিয়ে চলছিল মধুচক্র, স্থানীয়দের তৎপরতায় মালদায় আটক স্কুলশিক্ষক

Last Updated : Jun 10, 2023, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.