দুর্গাপুর, 16 জুলাই: 1993 সালের একুশে জুলাই "নো আই কার্ড, নো ভোট" এই দাবিতেই তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযান করেন। তখন পুলিশের গুলি চালানোর ঘটনায় 13 জন যুব কংগ্রেস কর্মীর প্রাণ যায় (Thirteen TMC Workers Rally pandobeswar)। সেই থেকে প্রতিবছর মমতার নেতৃত্বে ধর্মতলায় শহিদ সমাবেশ আয়োজিত হয় । রাজ্যের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ দলীয় নেতাকর্মী সেই সমাবেশে উপস্থিত হন । দলের নেতা-কর্মীদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ ৷ মমতাও কোনও বড় ঘোষণা করতে বেছে নেন এই দিনটাকেই ৷
এবার এই শহিদ দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ নিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী ৷ তাঁর উদ্যোগে 13 জন তৃণমূল কর্মী একুশে জুলাই ধর্মতলায় যোগ দেওয়ার জন্য পাণ্ডবেশ্বর থেকে হেঁটে রওনা দিলেন শনিবার। প্রায় 255 কিলোমিটার পথ হেঁটে শহীদ তর্পণ করতে পৌঁছবেন ধর্মতলায় । এই উপলক্ষে সকাল থেকেই সরগরম ছিল পাণ্ডবেশ্বরের বহুলা অঞ্চল ।
আরও পড়ুন: একুশে জুলাই নিয়ে মদন-অর্জুন বৈঠক
বিধায়কও পদযাত্রায় অংশ নিয়ে বেশ কিছুটা রাস্তা হাঁটলেন । সাংবাদিকদের তিনি বলেন, "13 জন শহীদের স্মৃতি রক্ষার্থে এই পদযাত্রা । আমরা 13 জন শহিদকে সামনে রেখেই শান্তির বার্তা দিতে চাই গোটা দেশকে । পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে নতুন লড়াই শুরু হয়েছে আমাদের । প্রায় 255 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা সেই বার্তাই ছড়িয়ে দেবেন।" মমতার উন্নয়নকে হাতিয়ার করেই লোকসভা নির্বাচনে ফ্যাসিস্ট সরকারের পরাজয় হবে বলে মনে করেন বিধায়ক ৷