ETV Bharat / state

Scanner Camera in Pandaveswar: পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বীরভূম ও পশ্চিম বর্ধমানের সীমানা এলাকায় বসল স্ক্যানার ক্যামেরা - আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার সীমানা পাণ্ডবেশ্বরে বসল স্ক্যানার ক্যামেরা ৷ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এই ক্যামেরা বসানো হল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 25, 2023, 5:15 PM IST

দুই জেলার সীমানায় বসল স্ক্যানার ক্যামেরা

দুর্গাপুর, 25 ফেব্রুয়ারি: সামনে পঞ্চায়েত নির্বাচন। বিরোধীদের বরাবরের অভিযোগ, নির্বাচনের সময় বিহার, ঝাড়খণ্ড ও বীরভূম জেলার দুষ্কৃতীরা এসে পশ্চিম বর্ধমান জেলার বিশেষ করে খনি অঞ্চলের নির্বাচনকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ বহু নেশাদ্রব্য পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার সীমানা পাণ্ডবেশ্বরের অজয় নদীর সেতু দিয়ে পারাপার করে। এর আগে দুর্গাপুর থেকে একজনকে অপহরণ করে এই সীমানাবর্তী এলাকা দিয়েই বীরভূম নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশি তৎপরতায় সে যাত্রায় সেই অপহরণের ঘটনায রুখে দেওয়া হয়। তাই এবার বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার সীমানাবর্তী অজয় নদীর সেতুর আগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (Asansol–Durgapur Police Commissionerate) উদ্যোগে বসানো হল স্ক্যানার ক্যামেরা (ANPR) ৷

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে তাদের যে 16টি থানা রয়েছে, সেই থানা এলাকায় জেলার সীমানাবর্তী এলাকাগুলিতে এই ধরনের ক্যামেরা বসানো হবে বলে জানা যাচ্ছে। ক্যামেরাগুলিতে কোনও গাড়ি পাঁচ থেকে একশো কুড়ি কিলোমিটার ঘণ্টায় গতিবেগে যাতায়াত করলেও সেই গাড়ির নম্বর প্লেট এই ক্যামেরাতে ধরা পড়বে। অর্থাৎ, দুই জেলায় কেউ কোনও অপরাধমূলক কাজ করে যদি এই রাস্তা দিয়ে পারাপার করে তাহলে তাঁর গাড়ির নম্বর প্লেট এই স্ক্যানার ক্যামেরায় ধরা থাকবে। ফলত সহজেই চিহ্নিত করা যাবে অপরাধীকে।

এর পাশাপাশি রাতের দিকে অথবা ভোরের দিকে জেলার সীমানাবর্তী রাস্তাগুলি দিয়ে বেপরোয়া গাড়ি যাতায়াত করে। যার জেরে বহু বড় বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িগুলি পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। অনেক সময় তাদেরকে ধরা যায় না। এবার কিন্তু তারা ধরা পড়ে যাবে। এই ক্যামেরা সম্পর্কে জানাতে গিয়ে ক্যামেরা বসানোর কাজের সঙ্গে যুক্ত এক আধিকারিক ঋদ্ধ পাল সিং জানান, 16টা ক্যাপচার মেশিন থাকছে এই একটি ক্যামেরার জন্য। গাড়ির গতি যদি পাঁচ কিমি থেকে একশো কুড়ি কিমি প্রতি ঘণ্টায় হয়ে থাকে তাহলে তার নম্বর প্লেট অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে।

আরও পড়ুন: রণক্ষেত্র পৌর ভবন! পুলিশ কমিশনারের সময় চাইলেন দিল্লির মেয়র

খনি অঞ্চলে কাজের জন্য যেমন বীরভূম জেলা থেকে প্রতিদিন কয়েক মানুষ যাতায়াত করেন ঠিক তেমনই পশ্চিম বর্ধমান জেলা থেকেও বীরভূম ও তার পার্শ্ববর্তী বহু জেলাতে যাতায়াতের অন্যতম প্রধান রাস্তা এই অজয় নদীর ওপর সেতু। শুধু এই রাজ্যে নয় বীরভূম লাগোয়া ঝাড়খণ্ড, বিহার রাজ্যের বহু মানুষ যেমন এই জেলাগুলিতে আসে ঠিক তেমনই আবার সেই সমস্ত রাজ্যগুলিতে এই দিকের মানুষ পথ দিয়েই যাতায়ার করেন। সব মিলিয়ে তাই নিরাপত্তার জন্য এই স্ক্যানার ক্যামেরা যে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে, তা কিন্তু অনেকেই বলছেন।

দুই জেলার সীমানায় বসল স্ক্যানার ক্যামেরা

দুর্গাপুর, 25 ফেব্রুয়ারি: সামনে পঞ্চায়েত নির্বাচন। বিরোধীদের বরাবরের অভিযোগ, নির্বাচনের সময় বিহার, ঝাড়খণ্ড ও বীরভূম জেলার দুষ্কৃতীরা এসে পশ্চিম বর্ধমান জেলার বিশেষ করে খনি অঞ্চলের নির্বাচনকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ বহু নেশাদ্রব্য পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার সীমানা পাণ্ডবেশ্বরের অজয় নদীর সেতু দিয়ে পারাপার করে। এর আগে দুর্গাপুর থেকে একজনকে অপহরণ করে এই সীমানাবর্তী এলাকা দিয়েই বীরভূম নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশি তৎপরতায় সে যাত্রায় সেই অপহরণের ঘটনায রুখে দেওয়া হয়। তাই এবার বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার সীমানাবর্তী অজয় নদীর সেতুর আগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (Asansol–Durgapur Police Commissionerate) উদ্যোগে বসানো হল স্ক্যানার ক্যামেরা (ANPR) ৷

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে তাদের যে 16টি থানা রয়েছে, সেই থানা এলাকায় জেলার সীমানাবর্তী এলাকাগুলিতে এই ধরনের ক্যামেরা বসানো হবে বলে জানা যাচ্ছে। ক্যামেরাগুলিতে কোনও গাড়ি পাঁচ থেকে একশো কুড়ি কিলোমিটার ঘণ্টায় গতিবেগে যাতায়াত করলেও সেই গাড়ির নম্বর প্লেট এই ক্যামেরাতে ধরা পড়বে। অর্থাৎ, দুই জেলায় কেউ কোনও অপরাধমূলক কাজ করে যদি এই রাস্তা দিয়ে পারাপার করে তাহলে তাঁর গাড়ির নম্বর প্লেট এই স্ক্যানার ক্যামেরায় ধরা থাকবে। ফলত সহজেই চিহ্নিত করা যাবে অপরাধীকে।

এর পাশাপাশি রাতের দিকে অথবা ভোরের দিকে জেলার সীমানাবর্তী রাস্তাগুলি দিয়ে বেপরোয়া গাড়ি যাতায়াত করে। যার জেরে বহু বড় বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িগুলি পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। অনেক সময় তাদেরকে ধরা যায় না। এবার কিন্তু তারা ধরা পড়ে যাবে। এই ক্যামেরা সম্পর্কে জানাতে গিয়ে ক্যামেরা বসানোর কাজের সঙ্গে যুক্ত এক আধিকারিক ঋদ্ধ পাল সিং জানান, 16টা ক্যাপচার মেশিন থাকছে এই একটি ক্যামেরার জন্য। গাড়ির গতি যদি পাঁচ কিমি থেকে একশো কুড়ি কিমি প্রতি ঘণ্টায় হয়ে থাকে তাহলে তার নম্বর প্লেট অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে।

আরও পড়ুন: রণক্ষেত্র পৌর ভবন! পুলিশ কমিশনারের সময় চাইলেন দিল্লির মেয়র

খনি অঞ্চলে কাজের জন্য যেমন বীরভূম জেলা থেকে প্রতিদিন কয়েক মানুষ যাতায়াত করেন ঠিক তেমনই পশ্চিম বর্ধমান জেলা থেকেও বীরভূম ও তার পার্শ্ববর্তী বহু জেলাতে যাতায়াতের অন্যতম প্রধান রাস্তা এই অজয় নদীর ওপর সেতু। শুধু এই রাজ্যে নয় বীরভূম লাগোয়া ঝাড়খণ্ড, বিহার রাজ্যের বহু মানুষ যেমন এই জেলাগুলিতে আসে ঠিক তেমনই আবার সেই সমস্ত রাজ্যগুলিতে এই দিকের মানুষ পথ দিয়েই যাতায়ার করেন। সব মিলিয়ে তাই নিরাপত্তার জন্য এই স্ক্যানার ক্যামেরা যে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে, তা কিন্তু অনেকেই বলছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.