ETV Bharat / state

Durgapur road reconstruction starts: 9 কোটি ব্যয়ে সংস্কারের পথে দুর্গাপুরের আতঙ্কের বনফুল সরণি - দুর্গাপুরের খবর

প্রায় 9 কোটি টাকা ব্যয়ে দুর্গাপুরের আতঙ্কের বনফুল সরণির (Durgapur road reconstruction) রাস্তা সংস্কার হতে চলেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের হাত ধরে ৷ সংস্কার হচ্ছে অম্বুজা নগরীর রাস্তাও (Banaful Sarani road reconstruction)৷

reconstruction Banaful Sarani road starts in Durgapur
9 কোটি ব্যয়ে সংস্কারের পথে দুর্গাপুরের আতঙ্কের বনফুল সরণি
author img

By

Published : May 15, 2022, 12:04 PM IST

দুর্গাপুর, 15 মে: দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের ঘন বসতিপূর্ণ এলাকা বনফুল সরণি (Durgapur road reconstruction starts)। এলাকার পাশেই রয়েছে ছোট-বড় বেসরকারি কারখানা । এলাকার মাঝ বরাবর চলে গিয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা । ওই রাস্তায় হামেশাই যাওয়া আসা ট্রাক ও ডাম্পারের । কোথাও বিরাট গর্ত আবার কোথাও খানা-খন্দে জমে জল । সেই রাস্তাতেই যাতায়াত করছে সব ভারী গাড়ি । যার জেরে কোনওদিন গাড়িতে যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে, আবার কোনওদিন গাড়ি উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা (Banaful Sarani road reconstruction)।

নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ে আন্দোলন-বিক্ষোভ করেছেন স্থানীয়রা । একাধিকবার সংস্কারের আশ্বাস মিলেছিল কিন্তু তা হয়নি । এ বার দাবি পূরণ হতে চলেছে ৷ রাস্তা সংস্কার করতে চলেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ । 8 কোটি 69 লক্ষ 29 হাজার 744 টাকা ব্যয়ে হচ্ছে সংস্কার, দাবি আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের । ইতিমধ্য়ে টেন্ডারও ডাকা হয়ে গিয়েছে বলে দাবি করেছেন তিনি ।

আরও পড়ুন: Durpagur Fishplate Stealing : রাজবাঁধে রেললাইনের ফিশপ্লেট চুরি, আরপিএফের হাতে ধরা পড়ল দু‘জন

বনফুল সরণিতে সংস্কার

চেয়ারম্যান আরও বলেন, এখন শুধু কাজ শুরুর অপেক্ষা । এলাকাবাসীরা জানান, এই রাস্তা সংস্কার হলে কমবে দুর্ঘটনা, উন্নয়ন হবে এলাকার । দুর্গাপুরের অম্বুজা নগরীর রাস্তা দুটি ভাগে 5 লক্ষ টাকা ব্যয় করে সংস্কার করা হবে বলেও জানিয়েছেন তিনি । অম্বুজা নগরীর রাস্তা সংস্কারের জট কাটাতে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভূমিকায় খুশি এলাকাবাসীও (reconstruction of Banaful Sarani road starts in Durgapur)।

দুর্গাপুর, 15 মে: দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের ঘন বসতিপূর্ণ এলাকা বনফুল সরণি (Durgapur road reconstruction starts)। এলাকার পাশেই রয়েছে ছোট-বড় বেসরকারি কারখানা । এলাকার মাঝ বরাবর চলে গিয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা । ওই রাস্তায় হামেশাই যাওয়া আসা ট্রাক ও ডাম্পারের । কোথাও বিরাট গর্ত আবার কোথাও খানা-খন্দে জমে জল । সেই রাস্তাতেই যাতায়াত করছে সব ভারী গাড়ি । যার জেরে কোনওদিন গাড়িতে যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে, আবার কোনওদিন গাড়ি উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা (Banaful Sarani road reconstruction)।

নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ে আন্দোলন-বিক্ষোভ করেছেন স্থানীয়রা । একাধিকবার সংস্কারের আশ্বাস মিলেছিল কিন্তু তা হয়নি । এ বার দাবি পূরণ হতে চলেছে ৷ রাস্তা সংস্কার করতে চলেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ । 8 কোটি 69 লক্ষ 29 হাজার 744 টাকা ব্যয়ে হচ্ছে সংস্কার, দাবি আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের । ইতিমধ্য়ে টেন্ডারও ডাকা হয়ে গিয়েছে বলে দাবি করেছেন তিনি ।

আরও পড়ুন: Durpagur Fishplate Stealing : রাজবাঁধে রেললাইনের ফিশপ্লেট চুরি, আরপিএফের হাতে ধরা পড়ল দু‘জন

বনফুল সরণিতে সংস্কার

চেয়ারম্যান আরও বলেন, এখন শুধু কাজ শুরুর অপেক্ষা । এলাকাবাসীরা জানান, এই রাস্তা সংস্কার হলে কমবে দুর্ঘটনা, উন্নয়ন হবে এলাকার । দুর্গাপুরের অম্বুজা নগরীর রাস্তা দুটি ভাগে 5 লক্ষ টাকা ব্যয় করে সংস্কার করা হবে বলেও জানিয়েছেন তিনি । অম্বুজা নগরীর রাস্তা সংস্কারের জট কাটাতে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভূমিকায় খুশি এলাকাবাসীও (reconstruction of Banaful Sarani road starts in Durgapur)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.