ETV Bharat / state

Samik Bhattacharya on Hiran Chatterjee: হিরণের সঙ্গে তৃণমূলের ভাইরাল হওয়া ছবি পুরনো, সাফাই শমীক ভট্টাচার্যের - দূর্গাপুরে বিজেপির কার্যকারিণীর বৈঠক

শনিবার দূর্গাপুরে বিজেপির কার্যকারিণীর বৈঠকের দ্বিতীয় দিন ৷ সেই বৈঠকে অনুপস্থিত খড়গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ৷ বিদেশ যাত্রার কারণেই বৈঠকে থাকবেন না হিরণ ৷ এমনটাই জানিয়েছেন, বিজেপি-র মুখপাত্র শমিক ভট্টাচার্য (Reaction of Samik Bhattacharya) ৷ তার মধ্যেই তৃণমূল নেতার সঙ্গে হিরণের ভাইরাল ছবি ঘিরে জল্পনা ৷

Samik Bhattacharya
দুর্গাপুরে বিজেপির কার্যকারিণী বৈঠক
author img

By

Published : Jan 20, 2023, 10:56 PM IST

Updated : Jan 20, 2023, 11:01 PM IST

দুর্গাপুরে বিজেপির কার্যকারিণী বৈঠক

দুর্গাপুর, ২০ জানুয়ারি: খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতির ছবি ভাইরাল ৷ অভিনেতা তথা বিজেপি বিধায়কের দলত্যাগের ইঙ্গিতকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা (Hiran Chatterjee Viral Picture With TMC Youth Leader) । শনিবার দুর্গাপুরে কার্যকারিণী বৈঠকে যোগ দেবেন না হিরণ চট্টোপাধ্যায় । যা এক প্রকার আগুনে ঘৃতাহুতি ৷ তবে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমিক ভট্টাচার্যের দাবি, হিরণ চট্টোপাধ্যায় বিদেশ যাত্রা করবেন সে জন্যই এই বৈঠকে আসতে পারবেন না । বিজেপি নিজের গতিতে চলছে । ভাইরাল হওয়া ছবি পুরনো বলেই 'সাফাই' শমীক ভট্টাচার্যের ৷

তবে কি এবার বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগদান শুধুই সময়ের অপেক্ষা ? শুক্রবার বিজেপির কার্যকারিণী বৈঠকের প্রথম দিনের শেষ সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য, বিজেপি নেতা রাজু বিস্তা । কেন এই বৈঠকে যোগ দিলেন না বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ? যদিও হিরণ ছাড়াই সভা হতে পারে, অনেকটা এইরকম 'ভাব' বিজেপির প্রথম সারির নেতাদের ৷

আরও পড়ুন : পদ্ম ছেড়ে ফের ঘাসফুলে হিরণ ! তৃণমূল নেতার সঙ্গে ছবি ঘিরে জল্পনা

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে বারংবার বলেছিলেন "সামান্য দরজা খুলবে এবার।" l তবে কি তৃণমূলের সেই খোলা দরজা দিয়েই পদ্ম ছেড়ে ঘাস ফুলে প্রবেশ করতে চলেছেন টলিউডের এই অভিনেতা তথা বিজেপি বিধায়ক ? যদিও হিরণ চট্টোপাধ্যায় যে তৃণমূলে যোগ দেবেন, এই বিষয়ে এখনও রাজ্যের শাসক শিবিরের পক্ষ থেকেও স্পষ্ট করে কোনও বার্তা দেওয়া হয়নি । বিজেপির দুর্গাপুরে দু’দিনের যে কার্যকারিণী বৈঠকে হিরণের অনুপস্থিতি পদ্ম শিবিরের প্রথম সারির নেতাদের আলোচনোচনার বিষয়বস্তু, তা বলাইবাহুল্য । সামনে পঞ্চায়েত নির্বাচন ৷ ভিত মজবুত করার পাশাপাশি রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতে শুরু করেছে । আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি বিজেপির এই তারকা বিধায়কের 'ঘর ওয়াপসি'র সম্ভাবনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে ওয়াকিবহালমহল।

দুর্গাপুরে বিজেপির কার্যকারিণী বৈঠক

দুর্গাপুর, ২০ জানুয়ারি: খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতির ছবি ভাইরাল ৷ অভিনেতা তথা বিজেপি বিধায়কের দলত্যাগের ইঙ্গিতকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা (Hiran Chatterjee Viral Picture With TMC Youth Leader) । শনিবার দুর্গাপুরে কার্যকারিণী বৈঠকে যোগ দেবেন না হিরণ চট্টোপাধ্যায় । যা এক প্রকার আগুনে ঘৃতাহুতি ৷ তবে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমিক ভট্টাচার্যের দাবি, হিরণ চট্টোপাধ্যায় বিদেশ যাত্রা করবেন সে জন্যই এই বৈঠকে আসতে পারবেন না । বিজেপি নিজের গতিতে চলছে । ভাইরাল হওয়া ছবি পুরনো বলেই 'সাফাই' শমীক ভট্টাচার্যের ৷

তবে কি এবার বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগদান শুধুই সময়ের অপেক্ষা ? শুক্রবার বিজেপির কার্যকারিণী বৈঠকের প্রথম দিনের শেষ সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য, বিজেপি নেতা রাজু বিস্তা । কেন এই বৈঠকে যোগ দিলেন না বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ? যদিও হিরণ ছাড়াই সভা হতে পারে, অনেকটা এইরকম 'ভাব' বিজেপির প্রথম সারির নেতাদের ৷

আরও পড়ুন : পদ্ম ছেড়ে ফের ঘাসফুলে হিরণ ! তৃণমূল নেতার সঙ্গে ছবি ঘিরে জল্পনা

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে বারংবার বলেছিলেন "সামান্য দরজা খুলবে এবার।" l তবে কি তৃণমূলের সেই খোলা দরজা দিয়েই পদ্ম ছেড়ে ঘাস ফুলে প্রবেশ করতে চলেছেন টলিউডের এই অভিনেতা তথা বিজেপি বিধায়ক ? যদিও হিরণ চট্টোপাধ্যায় যে তৃণমূলে যোগ দেবেন, এই বিষয়ে এখনও রাজ্যের শাসক শিবিরের পক্ষ থেকেও স্পষ্ট করে কোনও বার্তা দেওয়া হয়নি । বিজেপির দুর্গাপুরে দু’দিনের যে কার্যকারিণী বৈঠকে হিরণের অনুপস্থিতি পদ্ম শিবিরের প্রথম সারির নেতাদের আলোচনোচনার বিষয়বস্তু, তা বলাইবাহুল্য । সামনে পঞ্চায়েত নির্বাচন ৷ ভিত মজবুত করার পাশাপাশি রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতে শুরু করেছে । আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি বিজেপির এই তারকা বিধায়কের 'ঘর ওয়াপসি'র সম্ভাবনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে ওয়াকিবহালমহল।

Last Updated : Jan 20, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.