আসানসোল, 24 জানুয়ারি: বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়নি । বরং তিনি ভারতেই ফিরেছিলেন । কখনও ফৈজাবাদে, কখনও নৈমিষারণ্য, আবার কখনও অযোধ্যা কিমবা সীতাপুরে তাঁর অস্তিত্ব পাওয়া গিয়েছে বলে নানা দাবি ওঠে । প্রমাণ সাপেক্ষে সামনে কিছু না এলেও নেতাজি সুভাষচন্দ্র বসু (In Search of Netaji) নিয়ে নানা রহস্য, জল্পনা ও উৎসাহে মানুষের অন্ত নেই । সেই রহস্যকে উসকে দিতেই সুদূর রাজস্থান থেকে আসানসোলে এসে চমকে দিলেন এক ব্যাক্তি । তাঁর নাম করণ সিং চৌধুরী ।
তিনি নিজেই জানালেন, বয়স এখন প্রায় 78 বছর । আশ্চর্যের বিষয় তিনি জুটের বস্তার পোশাক (Man wearing jute sackcloth) পরে থাকেন গত 45 বছরেরও বেশি সময় ধরে । কিন্তু কেন ? ছদ্মবেশী নেতাজিকে লুকোতে এবং আমেরিকান গোয়েন্দা বিভাগকে বিভ্রান্ত করতেই নাকি এই চটের বস্তা পরেন করণ সিংয়ের মত অনেকেই । এমনটাই দাবি আগন্তুকের ।
রাজস্থান থেকে আসা করণ সিং চৌধুরীর দাবি, তাঁর জন্মের তারিখও 23 জানুয়ারি । কিন্তু প্রতি বছর তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বাংলায় চলে আসেন । এখানে বেশ কয়েকদিন কাটিয়ে ফিরে যান রাজস্থানে নিজের বাড়িতে ৷ মথুরার ধর্মগুরু প্রয়াত জয় গুরুদেবের বাণী এবং ধর্ম প্রচারই কাজ করণ সিং চৌধুরীর । আর সেই জয় গুরুদেবের নির্দেশেই জুটের বস্তার পোশাক পরা শুরু করেছিলেন তিনি ৷
কিন্তু কেন? করণ সিং চৌধুরী জানান, 1945 সালে বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়নি বরং তিনি ভারতে চলে এসেছিলেন । এখানে এসে ফৈজাবাদে যেমন গুমনামী সন্ন্যাসী হিসেবে বেশ কয়েকদিন ছিলেন, পাশাপাশি অনেক জায়গাতেই তিনি ছিলেন এবং সেই সময় তিনি চটের বস্তা পরে ছদ্মবেশ ধারণ করেছিলেন । সেই খবর পৌঁছে গিয়েছিল আমেরিকান গোয়েন্দা সংস্থার কাছে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধী বলে চিহ্নিত নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose) নাকি ধরতে তখন আমেরিকা তৎপর ছিল । আর তাই জয় গুরুদেব শয়ে শয়ে মানুষকে চটের বস্তা পরে নিতে এবং লম্বা দাড়ি রাখতে নির্দেশ দিয়েছিলেন । যাতে আমেরিকান গোয়েন্দা সংস্থা বিভ্রান্ত হয় । সেই তখন থেকেই নাকি চটের বস্তা পরে আসছেন করণ সিং চৌধুরীর মতো অনেকেই ।
আরও পড়ুন: ছদ্মবেশ দেখেছিলেন গোষ্ঠ পালের খেলা, প্রিয় ছিল আতর; চিনে নিন অচেনা সুভাষকে
78 বছর বয়সে এখনও শক্তসমর্থ করণ সিং চৌধুরী । জানালেন, নিয়মিত যোগ করেন । নেতাজির অনুপ্রেরণাতেই তিনি যোগের পথে হাঁটছেন বলে দাবি করেন ৷ শারীরিক কসরতও করে দেখান । করণ সিং চৌধুরী জানান, "আমরা এখনও বিশ্বাস করি তিনি বেঁচে আছেন এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ফিরে আসবেন ।"
নেতাজির কী হয়েছিল বা তিনি কোথায় গেলেন, সে সমস্ত রহস্য উদঘাটিত হবে কি না জানা নেই কিন্তু নেতাজির প্রতি এই প্রেম দেখে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়েছেন । রাজস্থানের প্রত্যন্ত অঞ্চল থেকে করণ সিং চৌধুরী শুধুমাত্র নেতাজির জন্মদিন উপলক্ষে এই বাংলায় আসেন এবং তিনি নেতাজির জন্য জুটের বস্তা পরে ঘুরে বেড়াচ্ছেন 45 বছর ধরে । কম কথা নয় । নেতাজির প্রতি তাঁর এই শ্রদ্ধা, এই আনুগত্য কুর্নিশ করার মতো ৷