ETV Bharat / state

Asansol School Demolition : শিক্ষাঙ্গনে বুলডোজার, আসানসোলে রাতের অন্ধকারে গুঁড়িয়ে দেওয়া হল স্কুল - বিবেকানন্দ স্কুলে বুলডোজার

রাতে শুনশান রাস্তাঘাট ৷ সেই সময় রেলের জমি পুনরুদ্ধারে নেমে 40 বছরের পুরনো বিবেকানন্দ স্কুল বুলডোজার দিয়ে ভেঙে দিল রেল কর্তৃপক্ষ ৷ কেউ কোনও প্রতিবাদের সুযোগ পেল না ৷ অনিশ্চিত পড়ুয়াদের ভবিষ্যৎ (Asansol School Demolition) ৷

Asansol Vivekananda School Demolition
ভেঙে গিয়েছে স্কুল
author img

By

Published : May 11, 2022, 7:37 AM IST

আসানসোল, 11 মে : রাতে লোকচক্ষুর আড়ালে গুঁড়িয়ে দেওয়া হল স্কুল ৷ কয়েকদিন আগে রেলের জমিতে গড়ে ওঠা বেসরকারি বিবেকানন্দ স্কুলের সমস্ত আসবাবপত্র বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছিল রেল । স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে জমি খালি করার কথা জানানো হয়েছিল । এরপর মঙ্গলবার রাতে অন্ধকারে পোকল্যান্ড মেশিন নিয়ে গিয়ে সেই বিবেকানন্দ স্কুল ধ্বংস করে দিল রেল কর্তৃপক্ষ । প্রতিবাদ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারা (Rail Authority demolishes School in Asansol at night) ।

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রেলের জমি থেকে জবরদখলকারীদের হটিয়ে সেই জমি পুনরুদ্ধার করতে হবে রেলকে । আর সেই লক্ষ্যে রেলের জমিতে গড়ে ওঠা প্রায় 40 বছরের পুরনো বেসরকারি স্কুলটি ভেঙে দেওয়া হল । অনিশ্চিত হয়ে গেল 250 জন পড়ুয়ার ভবিষ্যৎ ।

আরও পড়ুন : Jitendra Tweet Controversy : বিজেপির জিতেন্দ্রর সমর্থনে এগিয়ে এলেন তৃণমূলের দাশু, বাড়ল রাজনৈতিক জল্পনা

মঙ্গলবার রাতে দুটি পোকল্যান্ড মেশিন নিয়ে গিয়ে আরপিএফ প্রহরায় সাফ করে দেওয়া হল স্কুল । উপস্থিত ছিলেন রেলের বেশ কয়েকজন আধিকারিক । যদিও তাঁরা এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি । অন্যদিকে আধিকারিকদের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয় । বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় মিম নেতা দানিশ আজিজ । তিনি ঘটনাস্থলে পৌঁছে রেলের এই কাজের সমালোচনা করে বলেন, "এই স্কুলে দুস্থ বাচ্চাদের বিনামূল্যে পড়ানো হত । সেই স্কুলে বুলডোজার চালিয়ে দিল । বিজেপি এবং কেন্দ্রীয় সরকার আসলে শিক্ষার উপর এই বুলডোজার নামিয়ে আনল ।" তিনি জানান, গোটা দেশজুড়ে এর প্রতিবাদ হওয়া প্রয়োজন ।

আসানসোল, 11 মে : রাতে লোকচক্ষুর আড়ালে গুঁড়িয়ে দেওয়া হল স্কুল ৷ কয়েকদিন আগে রেলের জমিতে গড়ে ওঠা বেসরকারি বিবেকানন্দ স্কুলের সমস্ত আসবাবপত্র বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছিল রেল । স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে জমি খালি করার কথা জানানো হয়েছিল । এরপর মঙ্গলবার রাতে অন্ধকারে পোকল্যান্ড মেশিন নিয়ে গিয়ে সেই বিবেকানন্দ স্কুল ধ্বংস করে দিল রেল কর্তৃপক্ষ । প্রতিবাদ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারা (Rail Authority demolishes School in Asansol at night) ।

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রেলের জমি থেকে জবরদখলকারীদের হটিয়ে সেই জমি পুনরুদ্ধার করতে হবে রেলকে । আর সেই লক্ষ্যে রেলের জমিতে গড়ে ওঠা প্রায় 40 বছরের পুরনো বেসরকারি স্কুলটি ভেঙে দেওয়া হল । অনিশ্চিত হয়ে গেল 250 জন পড়ুয়ার ভবিষ্যৎ ।

আরও পড়ুন : Jitendra Tweet Controversy : বিজেপির জিতেন্দ্রর সমর্থনে এগিয়ে এলেন তৃণমূলের দাশু, বাড়ল রাজনৈতিক জল্পনা

মঙ্গলবার রাতে দুটি পোকল্যান্ড মেশিন নিয়ে গিয়ে আরপিএফ প্রহরায় সাফ করে দেওয়া হল স্কুল । উপস্থিত ছিলেন রেলের বেশ কয়েকজন আধিকারিক । যদিও তাঁরা এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি । অন্যদিকে আধিকারিকদের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয় । বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় মিম নেতা দানিশ আজিজ । তিনি ঘটনাস্থলে পৌঁছে রেলের এই কাজের সমালোচনা করে বলেন, "এই স্কুলে দুস্থ বাচ্চাদের বিনামূল্যে পড়ানো হত । সেই স্কুলে বুলডোজার চালিয়ে দিল । বিজেপি এবং কেন্দ্রীয় সরকার আসলে শিক্ষার উপর এই বুলডোজার নামিয়ে আনল ।" তিনি জানান, গোটা দেশজুড়ে এর প্রতিবাদ হওয়া প্রয়োজন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.