ETV Bharat / state

রাহুল সিনহা বাংলার মুখ, বললেন মুকুল রায় - মুকুল রায়

মুকুল রায় বলেন, রাহুলবাবু দু'একটা কথা বলে ফেলেছেন ৷ তবে এর কোনও প্রভাব পড়বে না ৷ মানুষ তাঁর সঙ্গে রয়েছেন ৷

ছবি
ছবি
author img

By

Published : Sep 27, 2020, 2:09 PM IST

Updated : Sep 27, 2020, 2:35 PM IST

দুর্গাপুর, ২৭ সেপ্টেম্বর : দলের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়ায় গতকালই ক্ষোভপ্রকাশ করেছিলেন রাহুল সিনহা । এনিয়ে আজ মুকুল রায় বলেন, রাহুল সিনহা বাংলার মুখ ।

আজ পুরুলিয়া যাওয়ার পথে কাঁকসার বাসকোপা টোলপ্লাজ়াতে কিছুক্ষণের জন্য দাঁড়ান মুকুল রায় । সেখানে তিনি বলেন, রাহুলবাবু দু'একটা কথা বলে ফেলেছেন ৷ তবে এর কোনও প্রভাব পড়বে না ৷ মানুষ তাঁর সঙ্গে রয়েছেন ৷ পাশাপাশি, 2021 নির্বাচনের জন্য BJP জোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি ৷

কী বললেন মুকুল রায় ?

গতকাল রাহুল সিনহা বলেছিলেন, "40 বছর ধরে BJP-র একজন সৈনিক হিসেবে কাজ করে এসেছি । জন্মলগ্ন থেকে BJP করার পুরস্কার এটাই । তৃণমূল কংগ্রেসের নেতারা আসছেন, তাই আমাকে সরতে হবে । এর থেকে বড় দুর্ভাগ্যের কিছু হতে পারে না ।"

দুর্গাপুর, ২৭ সেপ্টেম্বর : দলের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়ায় গতকালই ক্ষোভপ্রকাশ করেছিলেন রাহুল সিনহা । এনিয়ে আজ মুকুল রায় বলেন, রাহুল সিনহা বাংলার মুখ ।

আজ পুরুলিয়া যাওয়ার পথে কাঁকসার বাসকোপা টোলপ্লাজ়াতে কিছুক্ষণের জন্য দাঁড়ান মুকুল রায় । সেখানে তিনি বলেন, রাহুলবাবু দু'একটা কথা বলে ফেলেছেন ৷ তবে এর কোনও প্রভাব পড়বে না ৷ মানুষ তাঁর সঙ্গে রয়েছেন ৷ পাশাপাশি, 2021 নির্বাচনের জন্য BJP জোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি ৷

কী বললেন মুকুল রায় ?

গতকাল রাহুল সিনহা বলেছিলেন, "40 বছর ধরে BJP-র একজন সৈনিক হিসেবে কাজ করে এসেছি । জন্মলগ্ন থেকে BJP করার পুরস্কার এটাই । তৃণমূল কংগ্রেসের নেতারা আসছেন, তাই আমাকে সরতে হবে । এর থেকে বড় দুর্ভাগ্যের কিছু হতে পারে না ।"

Last Updated : Sep 27, 2020, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.