ETV Bharat / state

Agitation against ECL: অস্থায়ী নিরাপত্তারক্ষীদের ছাঁটাই ঘিরে ইসিএলের বিরুদ্ধে বিক্ষোভ, কয়লাশিল্পে ক্ষতির সম্ভাবনা

author img

By

Published : Dec 1, 2022, 4:41 PM IST

Updated : Dec 1, 2022, 6:28 PM IST

অস্থায়ী নিরাপত্তারক্ষীদের বসিয়ে দিচ্ছে ইসিএল (ECL) ৷ এমন আশঙ্কা থেকে থেকে বৃহস্পতিবার আসানসোল ও দুর্গাপুরের ইসিএলের বিভিন্ন কোলিয়ারিতে বিক্ষোভ দেখান অস্থায়ী নিরাপত্তারক্ষীরা ৷ তবে এই নিয়ে ইসিএলের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

protest-against-ecl-over-layoff-of-temporary-security-guards-loss-for-coal-industry
Agitation against ECL: অস্থায়ী নিরাপত্তারক্ষীদের ছাঁটাই ঘিরে ইসিএলের বিরুদ্ধে বিক্ষোভ, কয়লাশিল্পে ক্ষতির সম্ভাবনা

আসানসোল ও দুর্গাপুর, 1 ডিসেম্বর: বেসরকারি নিরাপত্তারক্ষীদের (Private Security Guard) প্রত্যাহার করতে চলেছে রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থা ইসিএল (ECL) কর্তৃপক্ষ । ইসিএলের সমস্ত এরিয়ায় দু’হাজারের বেশি অস্থায়ী নিরাপত্তারক্ষীকে বসিয়ে দেওয়া হচ্ছে বলে খবর মিলেছে ৷ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন খনির উৎপাদন ও পরিবহণ বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন অস্থায়ী নিরাপত্তারক্ষীরা । এর ফলে কয়লা শিল্পে প্রভূত ক্ষতির সম্ভাবনা রয়েছে । প্রভাব পড়বে বিভিন্ন কল কারখানায় এবং তাপবিদ্যুৎ উৎপাদনে ।

Protest against ECL over layoff of temporary security guards, Loss for coal industry
ইসিএলের কোলিয়ারিতে বিক্ষোভ

হঠাৎ করেই অস্থায়ী নিরাপত্তা কর্মীদের ইসিএল নোটিশ দিয়েছে যে তাঁদের কাজ থেকে বরখাস্ত করা হল । আর এই ঘটনার পরেই ইসিএলের বিভিন্ন খনিতে চলছে বিক্ষোভ । বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমানের সালানপুর (Salanpur) এরিয়ার সমস্ত কয়লা খনি বন্ধ করে বিক্ষোভে নামেন নিরাপত্তারক্ষীরা (Agitation against ECL) ।

Protest against ECL over layoff of temporary security guards, Loss for coal industry
ইসিএলের কোলিয়ারিতে বিক্ষোভ

যদিও এক ঘণ্টা পরে উৎপাদনে বাধা না দিয়ে সরে আসেন বিক্ষোভকারীরা । কিন্তু পরিবহণ সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া হয়েছে । অস্থায়ী নিরাপত্তারক্ষীদের দাবি, যদি তাঁদের কাজে পুনর্বহাল না করা হয়, তাহলে পরিবহণ বন্ধ থাকবে এবং আগামিদিনে প্রয়োজনে উৎপাদন বন্ধ করা হতে পারে ।

Protest against ECL over layoff of temporary security guards, Loss for coal industry
ইসিএলের কোলিয়ারিতে বন্ধ পরিবহণ

সালানপুর এরিয়ায় মোট 173 জন অস্থায়ী নিরাপত্তারক্ষী রয়েছে । যারা প্রায় 25-30 বছর ধরে অস্থায়ী নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করে আসছেন । কিন্তু হঠাৎ করেই ইসিএল নোটিশ পাঠিয়েছে, অতিরিক্ত কর্মী হয়ে যাওয়ার কারণেই নিরাপত্তারক্ষীদের কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে । নিরাপত্তারক্ষীদের দাবি, ইসিএল ম্যানেজমেন্ট চুরি করার জন্যই নিরাপত্তারক্ষীদের সরিয়ে দিচ্ছে । আর তাই বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন খনিতে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷ তাঁরা তৃণমূলের পতাকা নিয়েই এই আন্দোলন করছেন ।

Protest against ECL over layoff of temporary security guards, Loss for coal industry
ইসিএলের কোলিয়ারিতে বন্ধ পরিবহণ

তবে শুধু সালানপুর এরিয়াই নয় ইসিএলের বিভিন্ন এরিয়ায় এই বিক্ষোভ চলছে । বন্ধ রয়েছে কয়লার পরিবহণ । এর ফলে একদিকে যেমন কয়লা শিল্পে প্রভূত ক্ষতি হচ্ছে, পাশাপাশি কয়লার উপর নির্ভরশীল বিভিন্ন কল কারখানায় উৎপাদনেও ভাঁটা পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে । তাপবিদ্যুৎ উৎপাদনেও ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । যদিও এই বিষয়ে ইসিএলের পক্ষ থেকে কিছু মন্তব্য পাওয়া যায়নি ।

অস্থায়ী নিরাপত্তারক্ষীদের ছাঁটাই ঘিরে ইসিএলের বিরুদ্ধে বিক্ষোভ, কয়লাশিল্পে ক্ষতির সম্ভাবনা

আরও পড়ুন: পরিবেশের কথা ভেবেই প্রধানমন্ত্রীর দেওয়া কয়লা উত্তোলনের লক্ষ্যপূরণ হবে, জানালেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী

আসানসোল ও দুর্গাপুর, 1 ডিসেম্বর: বেসরকারি নিরাপত্তারক্ষীদের (Private Security Guard) প্রত্যাহার করতে চলেছে রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থা ইসিএল (ECL) কর্তৃপক্ষ । ইসিএলের সমস্ত এরিয়ায় দু’হাজারের বেশি অস্থায়ী নিরাপত্তারক্ষীকে বসিয়ে দেওয়া হচ্ছে বলে খবর মিলেছে ৷ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন খনির উৎপাদন ও পরিবহণ বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন অস্থায়ী নিরাপত্তারক্ষীরা । এর ফলে কয়লা শিল্পে প্রভূত ক্ষতির সম্ভাবনা রয়েছে । প্রভাব পড়বে বিভিন্ন কল কারখানায় এবং তাপবিদ্যুৎ উৎপাদনে ।

Protest against ECL over layoff of temporary security guards, Loss for coal industry
ইসিএলের কোলিয়ারিতে বিক্ষোভ

হঠাৎ করেই অস্থায়ী নিরাপত্তা কর্মীদের ইসিএল নোটিশ দিয়েছে যে তাঁদের কাজ থেকে বরখাস্ত করা হল । আর এই ঘটনার পরেই ইসিএলের বিভিন্ন খনিতে চলছে বিক্ষোভ । বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমানের সালানপুর (Salanpur) এরিয়ার সমস্ত কয়লা খনি বন্ধ করে বিক্ষোভে নামেন নিরাপত্তারক্ষীরা (Agitation against ECL) ।

Protest against ECL over layoff of temporary security guards, Loss for coal industry
ইসিএলের কোলিয়ারিতে বিক্ষোভ

যদিও এক ঘণ্টা পরে উৎপাদনে বাধা না দিয়ে সরে আসেন বিক্ষোভকারীরা । কিন্তু পরিবহণ সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া হয়েছে । অস্থায়ী নিরাপত্তারক্ষীদের দাবি, যদি তাঁদের কাজে পুনর্বহাল না করা হয়, তাহলে পরিবহণ বন্ধ থাকবে এবং আগামিদিনে প্রয়োজনে উৎপাদন বন্ধ করা হতে পারে ।

Protest against ECL over layoff of temporary security guards, Loss for coal industry
ইসিএলের কোলিয়ারিতে বন্ধ পরিবহণ

সালানপুর এরিয়ায় মোট 173 জন অস্থায়ী নিরাপত্তারক্ষী রয়েছে । যারা প্রায় 25-30 বছর ধরে অস্থায়ী নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করে আসছেন । কিন্তু হঠাৎ করেই ইসিএল নোটিশ পাঠিয়েছে, অতিরিক্ত কর্মী হয়ে যাওয়ার কারণেই নিরাপত্তারক্ষীদের কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে । নিরাপত্তারক্ষীদের দাবি, ইসিএল ম্যানেজমেন্ট চুরি করার জন্যই নিরাপত্তারক্ষীদের সরিয়ে দিচ্ছে । আর তাই বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন খনিতে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷ তাঁরা তৃণমূলের পতাকা নিয়েই এই আন্দোলন করছেন ।

Protest against ECL over layoff of temporary security guards, Loss for coal industry
ইসিএলের কোলিয়ারিতে বন্ধ পরিবহণ

তবে শুধু সালানপুর এরিয়াই নয় ইসিএলের বিভিন্ন এরিয়ায় এই বিক্ষোভ চলছে । বন্ধ রয়েছে কয়লার পরিবহণ । এর ফলে একদিকে যেমন কয়লা শিল্পে প্রভূত ক্ষতি হচ্ছে, পাশাপাশি কয়লার উপর নির্ভরশীল বিভিন্ন কল কারখানায় উৎপাদনেও ভাঁটা পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে । তাপবিদ্যুৎ উৎপাদনেও ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । যদিও এই বিষয়ে ইসিএলের পক্ষ থেকে কিছু মন্তব্য পাওয়া যায়নি ।

অস্থায়ী নিরাপত্তারক্ষীদের ছাঁটাই ঘিরে ইসিএলের বিরুদ্ধে বিক্ষোভ, কয়লাশিল্পে ক্ষতির সম্ভাবনা

আরও পড়ুন: পরিবেশের কথা ভেবেই প্রধানমন্ত্রীর দেওয়া কয়লা উত্তোলনের লক্ষ্যপূরণ হবে, জানালেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী

Last Updated : Dec 1, 2022, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.