রানিগঞ্জ, 10 অগাস্ট : শয্যা নেই তাই ভরতি নেবে না । এই অভিযোগ উঠল রানিগঞ্জের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে । এর জেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিবারের সদস্যরা । 60 নম্বর জাতীয় সড়কও অবরোধ করেন তাঁরা । পরিস্থিতি সামাল দিতে আসে রানিগঞ্জ থানার পুলিশ । তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ।
রতন কুমার সিং নামে একজন বলেন, "রানিগঞ্জের ওই বেসরকারি হাসপাতালে বাবাকে ডায়ালিসিস করাচ্ছি । হাসপাতালে এসে জানতে পারি আজ থেকে হাসপাতাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । এখন সেখানে 40 জন ডায়ালিসিস রোগী রয়েছে । হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের নিয়ে অন্যত্র যাওয়ার জায়গা নেই ।"
এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, "কোরোনা মহামারির কারণে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অসুস্থ হয়ে পড়েছেন । প্রতিদিনই রানিগঞ্জে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । ইতিমধ্যে রানিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা প্রশাসনের পক্ষ থেকে সিল করা হয়েছে । এই পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা ও নার্সরা কাজে যোগ দিতে চাইছেন না । তাই বাধ্য হয়ে হাসপাতাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"
প্রশাসনের তরফে ইতিমধ্যে রানিগঞ্জ শহরের 4টি এলাকা সিল করে দেওয়া হয়েছে । সেগুলি হল- রানিগঞ্জের 88 নম্বর ওয়ার্ড, 89 নম্বর ওয়ার্ড, রানিগঞ্জ বাজার এলাকা এবং শিশু বাগান । শহরে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে । এখনও পর্যন্ত প্রায় 100 জনের বেশি আক্রান্ত হয়েছে । আক্রান্তরা দুর্গাপুরের কোরোনা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে ।