ETV Bharat / state

Pradip Bhattacharya on Rahul Gandhi: 'এই লড়াইয়ে পাশে দাঁড়ান', রাহুলের 'শাস্তি'র পর বার্তা প্রদীপের - দুর্গাপুর

রাহুল গান্ধির সাজাপ্রাপ্তি এবং সাংসদ পদ খারিজ নিয়ে মুখ খুললেন প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya on Rahul Gandhi) ৷ দুর্গাপুরে এসে কী বললেন তিনি ?

Pradip Bhattacharya appeal people to join in a movement with Congress after Rahul Gandhi disqualification as MP
ফাইল ছবি
author img

By

Published : Mar 26, 2023, 12:45 PM IST

প্রদীপের ডাক

দুর্গাপুর, 26 মার্চ: "আমরা অন্য়ায়ের প্রতিবাদ করছি ৷ আপনারা আমাদের পাশে দাঁড়ান ৷" আমজনতার উদ্দেশে এই বার্তা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য ৷ অপরাধমূলক মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর 2 বছরের কারাদণ্ড হয়েছে রাহুল গান্ধির ৷ রবিবার দুর্গাপুরে এসে সেই ইস্যুতেই মুখ খুললেন প্রদীপ (Pradip Bhattacharya on Rahul Gandhi) ৷ রাহুল-সহ কংগ্রেসের অন্যান্য নেতানেত্রীর মতো প্রদীপও মনে করেন, আদানি ইস্যুতে সরব হওয়াতেই রাহুলের উপর নেমে এসেছে 'শাস্তির খাঁড়া' !

এদিন দুর্গাপুরে একটি কর্মিসভা আয়োজন করেছিল কংগ্রেস ৷ সেই কর্মসূচিতে যোগ দেন প্রদীপ ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তাঁর বিশ্বাস, আগামী দিনে মোদি সরকারের বিরুদ্ধে গণআন্দোলন আরও জোরদার হবে ৷ প্রদীপ মনে করেন, রাহুল গান্ধির সাজাপ্রাপ্তি বা তাঁর সম্ভাব্য জেলযাত্রা মূল ইস্যু নয় ৷ প্রকৃত ইস্যু হল, বর্তমান 'কেন্দ্রীয় সরকারের সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী গোপন বোঝাপড়া' ! সম্প্রতি রাজ্যসভা এবং লোকসভায় এ নিয়ে বারবার সরব হয়েছে কংগ্রেস ৷ রাহুল নিজে আদানি গোষ্ঠীকে নিয়ে অসংখ্য প্রশ্ন তুলেছেন ৷ নরেন্দ্র মোদির সঙ্গে গৌতম আদানির ব্যক্তিগত সখ্য নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ আর সেই কারণেই আজ তাঁকে কারাবাসে পাঠানোর ব্যবস্থা পাকা করা হচ্ছে !

Pradip Bhattacharya appeal people to join in a movement with Congress after Rahul Gandhi disqualification as MP
দুর্গাপুরে কংগ্রেসের কর্মিসভা

প্রদীপ বলেন, রাহুল গান্ধি তাঁর কারাবাস নিয়ে এতটুকুও চিন্তিত নন ৷ শনিবারের সাংবাদিক বৈঠকেই তা স্পষ্ট করে দিয়েছেন তিনি ৷ জানিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে ও সত্যের পক্ষে তাঁর লড়াই অব্যাহত থাকবে ৷ তার জন্য যদি তাঁকে জেলেও যেতে হয়, তাহলেও তিনি ভীত নন ৷ এরই প্রেক্ষিতে প্রদীপ বলেন, কংগ্রেস মানুষের স্বার্থে লড়াই করছে ৷ এই লড়াইয়ে তাই মানুষকেই পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি ৷ বলেন, সোমবারও আদানি ইস্যুতে লোকসভা ও রাজ্যসভায় বলার অনুমতি চাইবেন তাঁরা ৷ কিন্তু, সরকারপক্ষ সেই অনুমতি দেবে বলে আশাবাদী নন প্রদীপ ৷ আর সেই কারণেই সংসদের বাইরে অন্য়ায়ের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করবে কংগ্রেস ৷

আরও পড়ুন: টুইটারে নয়া বায়ো ! রাহুল জানালেন তিনি এখন পদচ্য়ুত সাংসদ

এর পাশপাশি, এদিন রাজ্যে 'বাম আমলের শিক্ষা দুর্নীতি' নিয়েও মুখ খোলেন প্রবীণ কংগ্রেস সাংসদ ৷ তাঁর বক্তব্য, অডিট রিপোর্টে দুর্নীতি নাকি আগেই ধরা পড়েছিল ! তাহলে এতদিন রাজ্যের সরকার কোনও পদক্ষেপ করেনি কেন ? হঠাৎ আজই তারা কেন এ নিয়ে সরব হচ্ছে ? কারণ, তারা নিজেদের অন্য়ায় ঢাকার চেষ্টা করছে ৷ এটা প্রতিহিংসাপরায়ণ মনোভাব ছাড়া আর কিছুই নয় ৷

প্রদীপের ডাক

দুর্গাপুর, 26 মার্চ: "আমরা অন্য়ায়ের প্রতিবাদ করছি ৷ আপনারা আমাদের পাশে দাঁড়ান ৷" আমজনতার উদ্দেশে এই বার্তা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য ৷ অপরাধমূলক মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর 2 বছরের কারাদণ্ড হয়েছে রাহুল গান্ধির ৷ রবিবার দুর্গাপুরে এসে সেই ইস্যুতেই মুখ খুললেন প্রদীপ (Pradip Bhattacharya on Rahul Gandhi) ৷ রাহুল-সহ কংগ্রেসের অন্যান্য নেতানেত্রীর মতো প্রদীপও মনে করেন, আদানি ইস্যুতে সরব হওয়াতেই রাহুলের উপর নেমে এসেছে 'শাস্তির খাঁড়া' !

এদিন দুর্গাপুরে একটি কর্মিসভা আয়োজন করেছিল কংগ্রেস ৷ সেই কর্মসূচিতে যোগ দেন প্রদীপ ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তাঁর বিশ্বাস, আগামী দিনে মোদি সরকারের বিরুদ্ধে গণআন্দোলন আরও জোরদার হবে ৷ প্রদীপ মনে করেন, রাহুল গান্ধির সাজাপ্রাপ্তি বা তাঁর সম্ভাব্য জেলযাত্রা মূল ইস্যু নয় ৷ প্রকৃত ইস্যু হল, বর্তমান 'কেন্দ্রীয় সরকারের সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী গোপন বোঝাপড়া' ! সম্প্রতি রাজ্যসভা এবং লোকসভায় এ নিয়ে বারবার সরব হয়েছে কংগ্রেস ৷ রাহুল নিজে আদানি গোষ্ঠীকে নিয়ে অসংখ্য প্রশ্ন তুলেছেন ৷ নরেন্দ্র মোদির সঙ্গে গৌতম আদানির ব্যক্তিগত সখ্য নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ আর সেই কারণেই আজ তাঁকে কারাবাসে পাঠানোর ব্যবস্থা পাকা করা হচ্ছে !

Pradip Bhattacharya appeal people to join in a movement with Congress after Rahul Gandhi disqualification as MP
দুর্গাপুরে কংগ্রেসের কর্মিসভা

প্রদীপ বলেন, রাহুল গান্ধি তাঁর কারাবাস নিয়ে এতটুকুও চিন্তিত নন ৷ শনিবারের সাংবাদিক বৈঠকেই তা স্পষ্ট করে দিয়েছেন তিনি ৷ জানিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে ও সত্যের পক্ষে তাঁর লড়াই অব্যাহত থাকবে ৷ তার জন্য যদি তাঁকে জেলেও যেতে হয়, তাহলেও তিনি ভীত নন ৷ এরই প্রেক্ষিতে প্রদীপ বলেন, কংগ্রেস মানুষের স্বার্থে লড়াই করছে ৷ এই লড়াইয়ে তাই মানুষকেই পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি ৷ বলেন, সোমবারও আদানি ইস্যুতে লোকসভা ও রাজ্যসভায় বলার অনুমতি চাইবেন তাঁরা ৷ কিন্তু, সরকারপক্ষ সেই অনুমতি দেবে বলে আশাবাদী নন প্রদীপ ৷ আর সেই কারণেই সংসদের বাইরে অন্য়ায়ের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করবে কংগ্রেস ৷

আরও পড়ুন: টুইটারে নয়া বায়ো ! রাহুল জানালেন তিনি এখন পদচ্য়ুত সাংসদ

এর পাশপাশি, এদিন রাজ্যে 'বাম আমলের শিক্ষা দুর্নীতি' নিয়েও মুখ খোলেন প্রবীণ কংগ্রেস সাংসদ ৷ তাঁর বক্তব্য, অডিট রিপোর্টে দুর্নীতি নাকি আগেই ধরা পড়েছিল ! তাহলে এতদিন রাজ্যের সরকার কোনও পদক্ষেপ করেনি কেন ? হঠাৎ আজই তারা কেন এ নিয়ে সরব হচ্ছে ? কারণ, তারা নিজেদের অন্য়ায় ঢাকার চেষ্টা করছে ৷ এটা প্রতিহিংসাপরায়ণ মনোভাব ছাড়া আর কিছুই নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.