ETV Bharat / state

কোভিড হাসপাতালের বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে পিপিই কিট ও চিকিৎসার সরঞ্জাম - covid hospital

একেবারে অস্বাস্থ্যকর অবস্থায় মলানদিঘি কোভিড হাসপাতাল ৷ যত্রতত্র ছড়িয়ে পড়ে পিপিই কিট ও চিকিৎসার সরঞ্জাম ৷ সাংবাদিক সূত্রে খবর পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান ৷

corona
corona
author img

By

Published : May 8, 2021, 11:37 AM IST

দুর্গাপুর , 8 মে : বেহাল অবস্থা দুর্গাপুরের কাঁকসার মলানদিঘি কোভিড হাসপাতালের ৷ হাসপাতাল চত্বরেই অবাঞ্চিতভাবে পড়ে পিপিই কিট ও চিকিৎসার একাধিক সরঞ্জাম । ছড়াচ্ছে রোগ, বাড়াচ্ছে দূষণ ৷

অথচ এই বিষয় কিছুই জানতে পারেননি মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "এই মুহূর্তে আমাদের কাছে সেরকম কোনও খবর নেই ৷ যেহেতু আপনাদের মাধ্যমে আমরা খবর পেয়েছি, সেহেতু এই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখব ৷ আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা বলব ৷"

করোনা
ছড়িয়ে ছিটিয়ে পিপিই কিট

আরও পড়ুন : দৈনিক মৃত্যুতে নয়া রেকর্ড, প্রথমবার 4 হাজার পার

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই প্রথমবার নয়, এর আগেও বহুবার মলানদিঘির দিক থেকে মুচিপাড়া যাওয়ার রাস্তার দুই দিকে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে ব্যাবহৃত পিপিই কিট, মাস্ক ও চিকিৎসা সরঞ্জাম ৷ তবুও কোনও পদক্ষেপ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷

প্রতিদিনই যেখানে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা পজি়টিভের সংখ্যা ৷ সেই রকম একটি পর্যায়ে দাঁড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদাসীনতা আতঙ্ক সৃষ্টি করছে মানুষের মনে ৷ রোগ সারাতে গিয়ে রোগ বাধানোর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন ৷

দুর্গাপুর , 8 মে : বেহাল অবস্থা দুর্গাপুরের কাঁকসার মলানদিঘি কোভিড হাসপাতালের ৷ হাসপাতাল চত্বরেই অবাঞ্চিতভাবে পড়ে পিপিই কিট ও চিকিৎসার একাধিক সরঞ্জাম । ছড়াচ্ছে রোগ, বাড়াচ্ছে দূষণ ৷

অথচ এই বিষয় কিছুই জানতে পারেননি মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "এই মুহূর্তে আমাদের কাছে সেরকম কোনও খবর নেই ৷ যেহেতু আপনাদের মাধ্যমে আমরা খবর পেয়েছি, সেহেতু এই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখব ৷ আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা বলব ৷"

করোনা
ছড়িয়ে ছিটিয়ে পিপিই কিট

আরও পড়ুন : দৈনিক মৃত্যুতে নয়া রেকর্ড, প্রথমবার 4 হাজার পার

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই প্রথমবার নয়, এর আগেও বহুবার মলানদিঘির দিক থেকে মুচিপাড়া যাওয়ার রাস্তার দুই দিকে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে ব্যাবহৃত পিপিই কিট, মাস্ক ও চিকিৎসা সরঞ্জাম ৷ তবুও কোনও পদক্ষেপ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷

প্রতিদিনই যেখানে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা পজি়টিভের সংখ্যা ৷ সেই রকম একটি পর্যায়ে দাঁড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদাসীনতা আতঙ্ক সৃষ্টি করছে মানুষের মনে ৷ রোগ সারাতে গিয়ে রোগ বাধানোর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.