দুর্গাপুর, 12 জুলাই : "মাস্ক পরেননি কেন ? বাজার থেকে মাস্ক কিনে তারপরই ফাঁড়ি থেকে নিয়ে আসবেন গাড়ি ৷" এভাবেই মাস্ক না পরে বাজারে বেরোতেই পুলিশের কড়া ধমকের মুখে পড়ল অনেকেই । এই ছবি দেখা গেল দুর্গাপুরের বেনাচিতি বাজার, চণ্ডীদাস বাজার সহ দুর্গাপুরের একাধিক বাজারে ।
প্রতিদিনই দুর্গাপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কিন্তু, কয়েকদিন ধরেই দুর্গাপুরের বেনাচিতি বাজারে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করার ছবি ধরা পড়ছিল । গত শুক্রবার এই নিয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি ও আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুরেশ জৈন একটি বৈঠক করেন । স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে পুলিশ ও জেলা প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করার নির্দেশ দেন তিনি ।
সেই মতো আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ACP(পূর্ব ) স্বপন দত্তের নেতৃত্বে আজ দুর্গাপুরের বেনাচিতি বাজারে চলে ধরপাকড় । মাস্ক না পরলেই বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি । এই অভিযানে ছিলেন দুর্গাপুর থানার OC রাজশেখর মুখোপাধ্যায় ও A-জ়োন ফাঁড়ির OC নির্মল সরকার সহ অন্য পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা । মাস্ক কিনে তা পরে তারপরই A-জোন ফাঁড়ি থেকে পাওয়া গেল বাজেয়াপ্ত করা গাড়ি । শুধুমাত্র মোটর বাইকের চালকদের নয়, গাড়ির চালকদেরও ধমক দিতে দেখা গেল পুলিশকে । অনেককেই মাস্ক কিনে পরিয়েও দিতেও দেখা যায় পুলিশকর্মীদের।
ACP (পূর্ব )স্বপন দত্ত জানান, "কলকাতায় কোরোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে । দুর্গাপুরেও বাড়ছে সংক্রমিতর সংখ্যা । মানুষকে সচেতন করলাম তাই আজ । কিন্তু এরপর থেকে পুলিশকে কড়া অবস্থান নিতেই হবে । সরকারি স্বাস্থ্যবিধি না মানলে পুলিশ আরও শক্ত হাতে এর মোকাবিলা করবে । এরকম অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে ।মাস্ক না পরলেই জরিমানা দিতে হবে।"