ETV Bharat / state

ঝাড়খণ্ড, বিহার সীমান্তে দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে বৈঠক - meeting

আসন্ন লোকসভা নির্বাচনে ব্যাঘাত এড়াতে দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় বিভিন্ন রাজ্যের পুলিশ আধিকারিকদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হয় আজ

বৈঠক
author img

By

Published : Mar 6, 2019, 3:27 PM IST

দুর্গাপুর, ৬ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনে ব্যাঘাত এড়াতে দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় বিভিন্ন রাজ্যের পুলিশ আধিকারিকদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হয় আজ। বিহার ও ঝাড়খণ্ডের যে জেলাগুলি পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকার সঙ্গে সংলগ্ন সেই জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন IG(পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র।

এই বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন জেলার পুলিশ আধিকারিক ও রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ আধিকারিকর। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া ও বীরভূম জেলার পুলিশ সুপার সহ অন্য পুলিশকর্তারা।

বহিরাগত দুষ্কৃতীরা অশান্তি করছে এই অভিযোগ জানায় শাসকদল। আসন্ন লোকসভা নির্বাচনে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা যাতে এরাজ্যে প্রবেশ করতে না পারে তাই এই বৈঠক করেন পুলিশ আধিকারিকরা। আজ দুপুর ১২ টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপাররা সমস্যার কথা আদান-প্রদান করেন। পাশাপাশি পুলিশের কাছে যে সমস্ত দাগি অপরাধীদের তথ্য রয়েছে তাদের নির্বাচনের সময় পুলিশ যাতে নিজেদের হেপাজতে নিয়ে নেয়, তা নিয়েও আলোচনা হয়। বৈঠকে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে নাকাচেকিং আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুষ্কৃতীরা কোন কোন এলাকা দিয়ে প্রবেশ করতে পারে সে বিষয়েও প্রোজেক্টরের মাধ্যমে দেখানো হয়।

undefined

দুর্গাপুর, ৬ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনে ব্যাঘাত এড়াতে দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় বিভিন্ন রাজ্যের পুলিশ আধিকারিকদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হয় আজ। বিহার ও ঝাড়খণ্ডের যে জেলাগুলি পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকার সঙ্গে সংলগ্ন সেই জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন IG(পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র।

এই বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন জেলার পুলিশ আধিকারিক ও রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ আধিকারিকর। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া ও বীরভূম জেলার পুলিশ সুপার সহ অন্য পুলিশকর্তারা।

বহিরাগত দুষ্কৃতীরা অশান্তি করছে এই অভিযোগ জানায় শাসকদল। আসন্ন লোকসভা নির্বাচনে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা যাতে এরাজ্যে প্রবেশ করতে না পারে তাই এই বৈঠক করেন পুলিশ আধিকারিকরা। আজ দুপুর ১২ টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপাররা সমস্যার কথা আদান-প্রদান করেন। পাশাপাশি পুলিশের কাছে যে সমস্ত দাগি অপরাধীদের তথ্য রয়েছে তাদের নির্বাচনের সময় পুলিশ যাতে নিজেদের হেপাজতে নিয়ে নেয়, তা নিয়েও আলোচনা হয়। বৈঠকে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে নাকাচেকিং আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুষ্কৃতীরা কোন কোন এলাকা দিয়ে প্রবেশ করতে পারে সে বিষয়েও প্রোজেক্টরের মাধ্যমে দেখানো হয়।

undefined
Intro:নির্বাচনের সময় এরাজ্যের প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড ও বিহার থেকে সশস্ত্র দুষ্কৃতিরা সীমান্ত পার করে এসে নির্বাচনে হিংসা ছড়ায়।এমন অভিযোগ বারেবারেই উঠেছে।গত পঞ্চায়েত নির্বাচনেও বীরভূম জেলায় বহিরাগত দুষ্কৃতিরা অশান্তি করেছে এমন অভিযোগ রাজ্যের বর্তমান শাসকদলের পক্ষ থেকেও জানানো হয়।সামনেই লোকসভা নির্বাচন। আর তাই এবার সীমান্ত ডিঙ্গিয়ে এসে সশস্ত্র দুষ্কৃতিরা যাতে এরাজ্যে বা এরাজ্য থেকেও যাতে করে কেও প্রতিবেশী রাজ্যগুলির নির্বাচনে ব্যাঘাত না ঘটাতে পারে তার জন্য বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় এক উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়।এই বৈঠকে বিহার ও ঝাড়খণ্ডের যে যে জেলাগুলির সাথে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা মিশেছে সেই সেই জেলার পুলিশ সুপার দের সাথে বৈঠক করেন আই জি (পশ্চিমাঞ্চল)রাজীব মিশ্রা।বৈঠকে বোকারো,জামতাড়া,রাঁচী সহ বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন জেলার পুলিশ আধিকারিকরা ছাড়াও এরাজ্যের আসানসোল -দুর্গাপুরের পুলিশ কমিশনার লক্ষীনারায়ন মিনা,ঝাড়্গ্রাম,দুই মেদিনীপুর,পুরুলিয়া ও বীরভূম জেলার পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ কর্তারা উপস্তিত আছেন।এদিন দুপুর ১২ টায় এই বৈঠক শুরু হয়।সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপাররা তাদের সমস্যার কথা আদানপ্রদান করেন।এছাড়াও যেসব দাগী অপরাধীদের তথ্য রয়েছে তাদের কে নির্বাচনের সময় যাতে বিহার,ঝাড়খন্ড পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নেয় তা নিয়ে আলোচনা হয়।এই বৈঠকে সীমান্তঘেঁষা এলাকা গুলিতে নাকাচেকিং আরো জোরদার করার প্রসঙ্গ উঠে আসে।প্রোজেক্টারের মাধ্যমে বর্ডার এলাকাগুলি দেখিয়ে কোথা কোথা দিয়ে কিভাবে এই দুষ্কৃতিকারীরা প্রবেশ করতে পারে তাও দেখানো হয়।আগামী লোকসভা নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে করানো যায় এবং তাতে সীমান্তপার করে আসা দুষ্কৃতিকারীরা যাতে কোনওরকম অশান্তি ছড়াতে না পারে তার জন্য এই ম্যারাথন বৈঠক দীর্ঘক্ষন চলে।।Body:নির্বাচনের সময় এরাজ্যের প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড ও বিহার থেকে সশস্ত্র দুষ্কৃতিরা সীমান্ত পার করে এসে নির্বাচনে হিংসা ছড়ায়।এমন অভিযোগ বারেবারেই উঠেছে।গত পঞ্চায়েত নির্বাচনেও বীরভূম জেলায় বহিরাগত দুষ্কৃতিরা অশান্তি করেছে এমন অভিযোগ রাজ্যের বর্তমান শাসকদলের পক্ষ থেকেও জানানো হয়।সামনেই লোকসভা নির্বাচন। আর তাই এবার সীমান্ত ডিঙ্গিয়ে এসে সশস্ত্র দুষ্কৃতিরা যাতে এরাজ্যে বা এরাজ্য থেকেও যাতে করে কেও প্রতিবেশী রাজ্যগুলির নির্বাচনে ব্যাঘাত না ঘটাতে পারে তার জন্য বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় এক উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়।এই বৈঠকে বিহার ও ঝাড়খণ্ডের যে যে জেলাগুলির সাথে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা মিশেছে সেই সেই জেলার পুলিশ সুপার দের সাথে বৈঠক করেন আই জি (পশ্চিমাঞ্চল)রাজীব মিশ্রা।বৈঠকে বোকারো,জামতাড়া,রাঁচী সহ বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন জেলার পুলিশ আধিকারিকরা ছাড়াও এরাজ্যের আসানসোল -দুর্গাপুরের পুলিশ কমিশনার লক্ষীনারায়ন মিনা,ঝাড়্গ্রাম,দুই মেদিনীপুর,পুরুলিয়া ও বীরভূম জেলার পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ কর্তারা উপস্তিত আছেন।এদিন দুপুর ১২ টায় এই বৈঠক শুরু হয়।সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপাররা তাদের সমস্যার কথা আদানপ্রদান করেন।এছাড়াও যেসব দাগী অপরাধীদের তথ্য রয়েছে তাদের কে নির্বাচনের সময় যাতে বিহার,ঝাড়খন্ড পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নেয় তা নিয়ে আলোচনা হয়।এই বৈঠকে সীমান্তঘেঁষা এলাকা গুলিতে নাকাচেকিং আরো জোরদার করার প্রসঙ্গ উঠে আসে।প্রোজেক্টারের মাধ্যমে বর্ডার এলাকাগুলি দেখিয়ে কোথা কোথা দিয়ে কিভাবে এই দুষ্কৃতিকারীরা প্রবেশ করতে পারে তাও দেখানো হয়।আগামী লোকসভা নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে করানো যায় এবং তাতে সীমান্তপার করে আসা দুষ্কৃতিকারীরা যাতে কোনওরকম অশান্তি ছড়াতে না পারে তার জন্য এই ম্যারাথন বৈঠক দীর্ঘক্ষন চলে।।Conclusion:নির্বাচনের সময় এরাজ্যের প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড ও বিহার থেকে সশস্ত্র দুষ্কৃতিরা সীমান্ত পার করে এসে নির্বাচনে হিংসা ছড়ায়।এমন অভিযোগ বারেবারেই উঠেছে।গত পঞ্চায়েত নির্বাচনেও বীরভূম জেলায় বহিরাগত দুষ্কৃতিরা অশান্তি করেছে এমন অভিযোগ রাজ্যের বর্তমান শাসকদলের পক্ষ থেকেও জানানো হয়।সামনেই লোকসভা নির্বাচন। আর তাই এবার সীমান্ত ডিঙ্গিয়ে এসে সশস্ত্র দুষ্কৃতিরা যাতে এরাজ্যে বা এরাজ্য থেকেও যাতে করে কেও প্রতিবেশী রাজ্যগুলির নির্বাচনে ব্যাঘাত না ঘটাতে পারে তার জন্য বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় এক উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়।এই বৈঠকে বিহার ও ঝাড়খণ্ডের যে যে জেলাগুলির সাথে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা মিশেছে সেই সেই জেলার পুলিশ সুপার দের সাথে বৈঠক করেন আই জি (পশ্চিমাঞ্চল)রাজীব মিশ্রা।বৈঠকে বোকারো,জামতাড়া,রাঁচী সহ বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন জেলার পুলিশ আধিকারিকরা ছাড়াও এরাজ্যের আসানসোল -দুর্গাপুরের পুলিশ কমিশনার লক্ষীনারায়ন মিনা,ঝাড়্গ্রাম,দুই মেদিনীপুর,পুরুলিয়া ও বীরভূম জেলার পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ কর্তারা উপস্তিত আছেন।এদিন দুপুর ১২ টায় এই বৈঠক শুরু হয়।সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপাররা তাদের সমস্যার কথা আদানপ্রদান করেন।এছাড়াও যেসব দাগী অপরাধীদের তথ্য রয়েছে তাদের কে নির্বাচনের সময় যাতে বিহার,ঝাড়খন্ড পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নেয় তা নিয়ে আলোচনা হয়।এই বৈঠকে সীমান্তঘেঁষা এলাকা গুলিতে নাকাচেকিং আরো জোরদার করার প্রসঙ্গ উঠে আসে।প্রোজেক্টারের মাধ্যমে বর্ডার এলাকাগুলি দেখিয়ে কোথা কোথা দিয়ে কিভাবে এই দুষ্কৃতিকারীরা প্রবেশ করতে পারে তাও দেখানো হয়।আগামী লোকসভা নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে করানো যায় এবং তাতে সীমান্তপার করে আসা দুষ্কৃতিকারীরা যাতে কোনওরকম অশান্তি ছড়াতে না পারে তার জন্য এই ম্যারাথন বৈঠক দীর্ঘক্ষন চলে।।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.