আসানসোল, 30 অগস্ট: মঙ্গলবার পুরুলিয়ায় একটি গয়নার শো-রুমে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় নড়েচড়ে বসল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট । বুধবার শহরের বড় গয়নার শো-রুম থেকে শুরু করে পেট্রোল পাম্প, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাল পুলিশ । খতিয়ে দেখা হল নিরাপত্তা ব্যবস্থা ৷
অবশ্য এর আগে আসানসোলেও বেশ কয়েকবার ঋনদানকারী সংস্থা থেকে শুরু করে বিভিন্ন বড় প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। বেশ কয়েকটির কিনারাও করতে পেরেছে পুলিশ । কিন্তু প্রতিবেশী জেলায় দুঃসাহসিক ডাকাতির ঘটনার পর আরও তৎপর হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আসানসোল শহরে যাতে এই ধরনের কোনও ঘটনা না-ঘটে তাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের নির্দেশে নিরাপত্তা বিষয়গুলি খতিয়ে দেখতে নেমেছে আসানসোল দক্ষিণ থানা । পুলিশ আধিকারিক কৌশিক কুণ্ডুর নেতৃত্বে শহরের বাজার অঞ্চলে বেশ কয়েকটি বড় গয়নার শো-রুমে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ চলল বুধবার ৷
কৌশিক কুণ্ডু বলেন, "বেশিরভাগ দোকানেই সিসিটিভি রয়েছে । নিরাপত্তারক্ষী রয়েছে । যদিও সব দোকানে গানম্যান নেই । আমরা বলেছি, গয়নার শো-রুমগুলির প্রত্যেকটিতে গানম্যান থাকা আবশ্যিক। বেশ কয়েকটি শোরুম জানিয়েছে, কোম্পানির পক্ষ থেকে গানম্যান তাদের দেওয়া হয় না।" পাশাপাশি আরও বেশ কিছু আভ্যন্তরীণ বিষয় নিয়েও পুলিশি পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে বলে খবর । যদিও সে বিষয়ে খুব বেশি কিছু কথা বলতে রাজি হননি এই পুলিশ আধিকারিক ।
আরও পড়ুন: দিনদুপুরে একই সংস্থার দু'টি গয়নার শো-রুমে দুঃসাহসিক ডাকাতি, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গ্রেফতার 4
তিনি জানান, বুধবার বিকেলে সমস্ত গয়নার দোকানের মালিক, প্রতিনিধি এবং পেট্রোল পাম্পের প্রতিনিধি-সহ ব্যাংকের প্রতিনিধিদের ডাকা হয়েছে ৷ একটি গুরুত্বপূর্ণ বৈঠক করা হবে । আসানসোল শহরের যাতে কোনওরকমভাবে অপরাধ না ঘটে, সে বিষয়ে সচেষ্ট রয়েছে পুলিশ । উৎসবের মুহূর্তে আসানসোলবাসীরা যাতে নিরাপদে থাকে, তা নিয়েও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সচেষ্ট আছে বলে কৌশিক কুণ্ডু জানান ।