ETV Bharat / state

সামাজিক দূরত্ব বজায় রাখতে থানায় জামিন, মুক্তি আটকদের

লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হল । 3 মে পর্যন্ত লকডাউন থাকবে ৷ ইতিমধ্যেই লকডাউন অমান্যকারীদেরকে গ্রেফতার করছে বিভিন্ন থানার পুলিশ । দুর্গাপুর থানার পুলিশ গত তিন দিনে প্রায় 50 জনের বেশি লকডাউন অমান্যকারীরকে গ্রেপ্তার করেছে । সোমবার রাতে আরও 12 জনকে গ্রেপ্তার করা হয় দুর্গাপুর থানার বিভিন্ন এলাকা থেকে ৷

durgapur
দুর্গাপুর
author img

By

Published : Apr 14, 2020, 6:02 PM IST

দুর্গাপুর, 14 এপ্রিল : লকডাউন জারি হওয়ার পর একশ্রেণির মানুষ নানাভাবে আইন ভেঙেছে ৷ পুলিশ প্রশাসনকে তাই কড়া হাতে তাদের দমন করতে হয়েছে ৷ করতে হয়েছে লাঠি চার্জ ৷ দিতে হয়েছে কান ধরে ওঠ-বোসের মত শাস্তিও ৷ আবার বাধ্য হয়ে তাদের জেলে রাখতে হয়েছে ৷ দিন বাড়ার সঙ্গে সঙ্গে এই আইন অমান্যকারীদের সংখ্যা ক্রমশই বাড়ছিল ৷ অসুবিধা হচ্ছিল এই ব্যক্তিদের জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ৷ সেই সময় মানা যাচ্ছিল না সামাজিক দূরত্বকে । একসঙ্গে গাদাগাদি করে আদালতে তোলা হচ্ছিল 15-16 জন কে । এর ফলে কোরোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা ছিল । আর এই আশঙ্কায় আজ থেকে লকডাউন অমান্যকারী আসামিদেরকে থানা থেকে জামিন দেওয়া শুরু হল । আর্থিক জরিমানা দিয়ে কোনও আইনজীবীর মাধ্যমে থানা থেকে ব্যক্তিগত বন্ডে মিলছে মুক্তি ।

durgapur
এইভাবেই লঙ্ঘিত হচ্ছিল সামাজিক দূরত্ব ৷ তারফলেই দেওয়া হচ্ছে ব্যক্তিগত বন্ডে জামিন ৷

লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হল । 3 মে পর্যন্ত লকডাউন থাকবে ৷ ইতিমধ্যেই লকডাউন অমান্যকারীদেরকে গ্রেফতার করছে বিভিন্ন থানার পুলিশ । দুর্গাপুর থানার পুলিশ গত তিন দিনে প্রায় 50 জনের বেশি লকডাউন অমান্যকারীরকে গ্রেপ্তার করেছে । সোমবার রাতে আরও 12 জনকে গ্রেপ্তার করা হয় দুর্গাপুর থানার বিভিন্ন এলাকা থেকে ৷ কিন্তু প্রশ্ন উঠেছিল এই আইন ভঙ্গকারীর প্রায় 16 -17 জন একসঙ্গে আদালতে পাঠানো নিয়ে । কারণ সেখানে সামাজিক দূরত্ব বজায় থাকছিল না । তাই আর লকডাউন অমান্যকারীদের আদালতে পাঠানো হচ্ছে না । থানাতেই আর্থিক জরিমানা দিয়ে মিলছে মুক্তি । তবে লকডাউন অমান্যকারীদের যদি কারও বাইক বা অন্য কোনও গাড়ি বাজেয়াপ্ত করা হয় সেই গাড়ি কিন্তু ছাড়া হবে আদালতের নির্দেশে এমনটাই জানানো হয়েছে পুলিশ সূত্রে । দুর্গাপুর মহকুমার যে আটটি থানা রয়েছে সেই থানার অন্তগর্ত এলাকাগুলিতে জোর কদমে চলছে পুলিশি নজরদারি । বিশেষ করে সন্ধ্যার পর থেকে অকারণে বাড়ির বাইরে কাউকে ঘোরাফেরা করতে দেখলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে এবং বিপর্যয় মোকাবিলার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে । তবে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণেই আজ থেকে আর লকডাউন ভঙ্গকারী আসামিদেরকে আদালতে নয় আর্থিক জরিমানা দিয়ে কোনও আইনজীবীর মাধ্যমে থানা থেকে ব্যক্তিগত বন্ডে মিলছে মুক্তি ।

গত তিনদিন ধরে ধারাবাহিকভাবে দুর্গাপুর মহকুমার বিভিন্ন থানা এলাকায় লকডাউন অমান্যকারীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে । আর এমন খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে । তবুও এখনও এক শ্রেণির মানুষকে দেখা যাচ্ছে অযথা ,অকারণে রাস্তায় ঘোরাফেরা করতে । পুলিশের পক্ষ থেকে বারবার মানবিক আবেদন করার পরেও মানছে না নিয়ম ৷ এবার পুলিশ আর আবেদন -অনুরোধ করতে নারাজ । শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছে দুর্গাপুর পুলিশ ।

দুর্গাপুর, 14 এপ্রিল : লকডাউন জারি হওয়ার পর একশ্রেণির মানুষ নানাভাবে আইন ভেঙেছে ৷ পুলিশ প্রশাসনকে তাই কড়া হাতে তাদের দমন করতে হয়েছে ৷ করতে হয়েছে লাঠি চার্জ ৷ দিতে হয়েছে কান ধরে ওঠ-বোসের মত শাস্তিও ৷ আবার বাধ্য হয়ে তাদের জেলে রাখতে হয়েছে ৷ দিন বাড়ার সঙ্গে সঙ্গে এই আইন অমান্যকারীদের সংখ্যা ক্রমশই বাড়ছিল ৷ অসুবিধা হচ্ছিল এই ব্যক্তিদের জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ৷ সেই সময় মানা যাচ্ছিল না সামাজিক দূরত্বকে । একসঙ্গে গাদাগাদি করে আদালতে তোলা হচ্ছিল 15-16 জন কে । এর ফলে কোরোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা ছিল । আর এই আশঙ্কায় আজ থেকে লকডাউন অমান্যকারী আসামিদেরকে থানা থেকে জামিন দেওয়া শুরু হল । আর্থিক জরিমানা দিয়ে কোনও আইনজীবীর মাধ্যমে থানা থেকে ব্যক্তিগত বন্ডে মিলছে মুক্তি ।

durgapur
এইভাবেই লঙ্ঘিত হচ্ছিল সামাজিক দূরত্ব ৷ তারফলেই দেওয়া হচ্ছে ব্যক্তিগত বন্ডে জামিন ৷

লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হল । 3 মে পর্যন্ত লকডাউন থাকবে ৷ ইতিমধ্যেই লকডাউন অমান্যকারীদেরকে গ্রেফতার করছে বিভিন্ন থানার পুলিশ । দুর্গাপুর থানার পুলিশ গত তিন দিনে প্রায় 50 জনের বেশি লকডাউন অমান্যকারীরকে গ্রেপ্তার করেছে । সোমবার রাতে আরও 12 জনকে গ্রেপ্তার করা হয় দুর্গাপুর থানার বিভিন্ন এলাকা থেকে ৷ কিন্তু প্রশ্ন উঠেছিল এই আইন ভঙ্গকারীর প্রায় 16 -17 জন একসঙ্গে আদালতে পাঠানো নিয়ে । কারণ সেখানে সামাজিক দূরত্ব বজায় থাকছিল না । তাই আর লকডাউন অমান্যকারীদের আদালতে পাঠানো হচ্ছে না । থানাতেই আর্থিক জরিমানা দিয়ে মিলছে মুক্তি । তবে লকডাউন অমান্যকারীদের যদি কারও বাইক বা অন্য কোনও গাড়ি বাজেয়াপ্ত করা হয় সেই গাড়ি কিন্তু ছাড়া হবে আদালতের নির্দেশে এমনটাই জানানো হয়েছে পুলিশ সূত্রে । দুর্গাপুর মহকুমার যে আটটি থানা রয়েছে সেই থানার অন্তগর্ত এলাকাগুলিতে জোর কদমে চলছে পুলিশি নজরদারি । বিশেষ করে সন্ধ্যার পর থেকে অকারণে বাড়ির বাইরে কাউকে ঘোরাফেরা করতে দেখলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে এবং বিপর্যয় মোকাবিলার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে । তবে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণেই আজ থেকে আর লকডাউন ভঙ্গকারী আসামিদেরকে আদালতে নয় আর্থিক জরিমানা দিয়ে কোনও আইনজীবীর মাধ্যমে থানা থেকে ব্যক্তিগত বন্ডে মিলছে মুক্তি ।

গত তিনদিন ধরে ধারাবাহিকভাবে দুর্গাপুর মহকুমার বিভিন্ন থানা এলাকায় লকডাউন অমান্যকারীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে । আর এমন খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে । তবুও এখনও এক শ্রেণির মানুষকে দেখা যাচ্ছে অযথা ,অকারণে রাস্তায় ঘোরাফেরা করতে । পুলিশের পক্ষ থেকে বারবার মানবিক আবেদন করার পরেও মানছে না নিয়ম ৷ এবার পুলিশ আর আবেদন -অনুরোধ করতে নারাজ । শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছে দুর্গাপুর পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.