ETV Bharat / state

বেলেঘাটা আই ডি-তে ভরতি অন্ডালের প্রবীণ, কোরোনা সংক্রমণের আশঙ্কায় গ্রামবাসী

author img

By

Published : Apr 10, 2020, 3:47 PM IST

প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি হলেও গতকাল বেলেঘাটা হাসপাতালে স্থানান্তরিত করা হয় অন্ডালের ওই প্রবীণকে । তাই এলাকায় সংক্রমণের আশঙ্কায় রয়েছে এলাকাবাসী ।

Beleghata ID Hospital
বেলেঘাটা আই ডি হাসপাতাল

অন্ডাল, 10 এপ্রিল : কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভরতি হয়েছিলেন এলাকার এক প্রবীণ । পরে সেখান থেকে গতকাল বেলেঘাটা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পাশাপাশি আজ সকালে তাঁর পরিবারের সদস্যদের বাড়ির ভিতরেই থাকার নির্দেশ দিয়ে যায় । আর এতেই অন্ডালের কুলডাঙা গ্রামে আতঙ্ক ছড়িয়েছে । সবার মনে একটাই প্রশ্ন । তবে, কি কোরোনায় আক্রান্ত এলাকার ওই বৃদ্ধ ।

দুর্গাপুরের অন্ডালের কুলডাঙার ওই প্রবীণের বয়স 61 বছর । 6 এপ্রিল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন । কিন্তু গতকাল তাঁকে বেলেঘাটা আই ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ওই প্রবীণের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্যই তাঁকে স্থানান্তর করা হয়েছে বলে জানা যায় । পাশাপাশি আজ সকালে পুলিশ এসে তাঁর পরিবারের সদস্যদের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দিয়ে যায় ।

এই খবর জানার পর থেকেই আতঙ্কে রয়েছে কুলডাঙার মানুষ । তাদের বক্তব্য, যদি কোরনায় আক্রান্ত হয়ে থাকে ওই প্রবীণ । তাহলে এলাকায় সংক্রমণের আশঙ্কা রয়েছে । কারণ হাসপাতালে ভরতির আগে স্থানীয় চিকিৎসকের কাছে গিয়েছিলেন ওই প্রবীণ । তাঁর পরিবারের সদস্যরাও এলাকায় ঘুরে বেড়িয়েছে অবাধে । যদিও জেলা প্রশাসনের তরফে ওই প্রবীণের কোরোনায় আক্রান্ত হওয়ার কোনও তথ্য দেওয়া হয়নি ।

অন্ডাল, 10 এপ্রিল : কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভরতি হয়েছিলেন এলাকার এক প্রবীণ । পরে সেখান থেকে গতকাল বেলেঘাটা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পাশাপাশি আজ সকালে তাঁর পরিবারের সদস্যদের বাড়ির ভিতরেই থাকার নির্দেশ দিয়ে যায় । আর এতেই অন্ডালের কুলডাঙা গ্রামে আতঙ্ক ছড়িয়েছে । সবার মনে একটাই প্রশ্ন । তবে, কি কোরোনায় আক্রান্ত এলাকার ওই বৃদ্ধ ।

দুর্গাপুরের অন্ডালের কুলডাঙার ওই প্রবীণের বয়স 61 বছর । 6 এপ্রিল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন । কিন্তু গতকাল তাঁকে বেলেঘাটা আই ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ওই প্রবীণের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্যই তাঁকে স্থানান্তর করা হয়েছে বলে জানা যায় । পাশাপাশি আজ সকালে পুলিশ এসে তাঁর পরিবারের সদস্যদের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দিয়ে যায় ।

এই খবর জানার পর থেকেই আতঙ্কে রয়েছে কুলডাঙার মানুষ । তাদের বক্তব্য, যদি কোরনায় আক্রান্ত হয়ে থাকে ওই প্রবীণ । তাহলে এলাকায় সংক্রমণের আশঙ্কা রয়েছে । কারণ হাসপাতালে ভরতির আগে স্থানীয় চিকিৎসকের কাছে গিয়েছিলেন ওই প্রবীণ । তাঁর পরিবারের সদস্যরাও এলাকায় ঘুরে বেড়িয়েছে অবাধে । যদিও জেলা প্রশাসনের তরফে ওই প্রবীণের কোরোনায় আক্রান্ত হওয়ার কোনও তথ্য দেওয়া হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.