ETV Bharat / state

দুর্গাপুরে ফি কমানোর দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ

author img

By

Published : Jun 22, 2020, 7:31 PM IST

লকডাউনের জেরে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ৷ তাই সেশন চার্জ নেওয়াটা অযৌক্তিক বলে মনে করছেন অভিভাবকরা ৷ বরং, তাঁদের দাবি অনলাইন ক্লাসের জেরে নেটের খরচ বেড়েছে ৷ সেশন চার্জ বাদ দেওয়ার দাবি নিয়ে আজ দুর্গাপুরের বেসরকারি একটি স্কুলের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকরা ৷

Parents protest
স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের

দুর্গাপুর, 22 জুন : এই বছরের জন্য সেশন চার্জ বাদ দেওয়া হোক ৷ এই দাবিতে দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে বিক্ষোভ দেখাল অভিভাবকরা । যদিও বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, যারা প্রকৃত অর্থেই আর্থিক অসুবিধায় পড়েছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন ।

দুর্গাপুরের বেসরকারি হেমশিলা মডেল স্কুল একটি বিখ্যাত ইংরেজি মাধ্যম বিদ্যালয় । এই বিদ্যালয়ের সামনে আজ অভিভাবকদের একাংশ বিক্ষোভ দেখায় । তারা দাবি করে, এই বছরের জন্য সেশন ফি বাবদ 5150 নেওয়া হচ্ছে তা বাদ দিয়ে দেওয়া হোক । কারণ, এই বছর ইতিমধ্যেই চার মাস স্কুল বন্ধ আছে । আরও কত দিন স্কুল বন্ধ থাকবে তা অজানা। সব মিলিয়ে তাই এক অস্থির পরিস্থিতি এই বছর । অভিভাবকদের অভিযোগ, অনলাইন ক্লাস চলার কারণে অতিরিক্ত নেট খরচ হচ্ছে । স্কুলের টিউশন ফি দিতেও তারা রাজি ৷ কিন্তু অতিরিক্ত অর্থ যেসব ক্ষেত্রে নেওয়া হচ্ছে সেগুলি এবারের জন্য না নিলে ভালো হয় ৷

স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের

এবিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষা অরুন্ধতী হোম চৌধুরি বলেন, "আমি বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বাকিদের সাথে আলোচনা করব । তবে ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, যারা প্রকৃত অর্থে অসুবিধায় পড়েছে তাদের ব্যক্তিগতভাবে এসে সমস্যার কথা জানানোর কথা বলা হয়েছে । এছাড়াও আমাদের স্কুল থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে স্কলারশিপ দেওয়া হয় । এবার অনেককেই সেই আবেদন করার কথা বলা হয়েছে । বহু আবেদনও জমা পড়েছে ।''

দুর্গাপুর, 22 জুন : এই বছরের জন্য সেশন চার্জ বাদ দেওয়া হোক ৷ এই দাবিতে দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে বিক্ষোভ দেখাল অভিভাবকরা । যদিও বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, যারা প্রকৃত অর্থেই আর্থিক অসুবিধায় পড়েছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন ।

দুর্গাপুরের বেসরকারি হেমশিলা মডেল স্কুল একটি বিখ্যাত ইংরেজি মাধ্যম বিদ্যালয় । এই বিদ্যালয়ের সামনে আজ অভিভাবকদের একাংশ বিক্ষোভ দেখায় । তারা দাবি করে, এই বছরের জন্য সেশন ফি বাবদ 5150 নেওয়া হচ্ছে তা বাদ দিয়ে দেওয়া হোক । কারণ, এই বছর ইতিমধ্যেই চার মাস স্কুল বন্ধ আছে । আরও কত দিন স্কুল বন্ধ থাকবে তা অজানা। সব মিলিয়ে তাই এক অস্থির পরিস্থিতি এই বছর । অভিভাবকদের অভিযোগ, অনলাইন ক্লাস চলার কারণে অতিরিক্ত নেট খরচ হচ্ছে । স্কুলের টিউশন ফি দিতেও তারা রাজি ৷ কিন্তু অতিরিক্ত অর্থ যেসব ক্ষেত্রে নেওয়া হচ্ছে সেগুলি এবারের জন্য না নিলে ভালো হয় ৷

স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের

এবিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষা অরুন্ধতী হোম চৌধুরি বলেন, "আমি বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বাকিদের সাথে আলোচনা করব । তবে ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, যারা প্রকৃত অর্থে অসুবিধায় পড়েছে তাদের ব্যক্তিগতভাবে এসে সমস্যার কথা জানানোর কথা বলা হয়েছে । এছাড়াও আমাদের স্কুল থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে স্কলারশিপ দেওয়া হয় । এবার অনেককেই সেই আবেদন করার কথা বলা হয়েছে । বহু আবেদনও জমা পড়েছে ।''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.