দুর্গাপুর, ১০ মার্চ : এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চলল দুর্গাপুরে। এই ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়। তার নাম রাহুল সিং। রাহুলের পেটে গুলি লেগেছে। ঘটনাটি দুর্গাপুরের লালময়দান এলাকার। এই ঘটনায় রকি রায় এবং দীপক রায় ওরফে কাঞ্চা বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রাহুলকে গান্ধিমোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে।
অভিযুক্ত রকি দুর্গাপুরের আকবর রোডের বাসিন্দা। সে তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। অভিযোগ, রকি, কাঞ্চা সহ কয়েকজন যুবক শাসকদলের প্রশ্রয়ে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় তোলাবাজি চালায়। অন্যদিকে রাহুল ওরফে আপ্পু শাসকদলের এক নেতার ঘনিষ্ট। তার বিরুদ্ধেও দুর্গাপুর থানায় বহু অভিযোগ রয়েছে। গতকাল রাত ১১টা নাগাদ আপ্পু এ-জোনে ডিভিসি মোড়ে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিল। অভিযোগ, সেখানে রকি, কাঞ্চা সহ কয়েকজন এসে আচমকা আপ্পুকে গুলি করে। সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অভিযুক্তরা শূন্যে গুলি ছুড়তে ছুড়তে বাইক নিয়ে পালিয়ে যায়। অভিযোগ এলাকা দখলকে কেন্দ্র করে গোলমালের জেরে গুলি চালানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় দুর্গাপুর থানার পুলিশ। আপ্পুকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতাল ও পরে সিটি সেন্টারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আপ্পুকে হাসপাতালে দেখতে যান TMC কাউন্সিলর রাজীব ঘোষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপ্পুর শরীর থেকে গুলি বের করা হয়েছে। তার চিকিৎসা চলছে। এখন সে ভালো আছে। তবে শরীরের কতটা ক্ষতি হয়েছে তা স্ক্যান করে দেখা হবে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখার্জ্জি বলেন, "অভিযুক্তরা কেউ দলের সঙ্গে যুক্ত নয়। তারা দুষ্কৃতী। পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।"