ETV Bharat / state

দুর্গাপুরে এলাকা দখলকে কেন্দ্র করে গ্যাংওয়্যার, চলল গুলি - durgapur

দুর্গাপুরে এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চলল। এই ঘটনায় রাহুল সিং নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। রাহুলকে গান্ধিমোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে।

হাসপাতালে আহত যুবক রাহুল সিং
author img

By

Published : Mar 10, 2019, 10:45 AM IST

দুর্গাপুর, ১০ মার্চ : এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চলল দুর্গাপুরে। এই ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়। তার নাম রাহুল সিং। রাহুলের পেটে গুলি লেগেছে। ঘটনাটি দুর্গাপুরের লালময়দান এলাকার। এই ঘটনায় রকি রায় এবং দীপক রায় ওরফে কাঞ্চা বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রাহুলকে গান্ধিমোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে।

অভিযুক্ত রকি দুর্গাপুরের আকবর রোডের বাসিন্দা। সে তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। অভিযোগ, রকি, কাঞ্চা সহ কয়েকজন যুবক শাসকদলের প্রশ্রয়ে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় তোলাবাজি চালায়। অন্যদিকে রাহুল ওরফে আপ্পু শাসকদলের এক নেতার ঘনিষ্ট। তার বিরুদ্ধেও দুর্গাপুর থানায় বহু অভিযোগ রয়েছে। গতকাল রাত ১১টা নাগাদ আপ্পু এ-জোনে ডিভিসি মোড়ে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিল। অভিযোগ, সেখানে রকি, কাঞ্চা সহ কয়েকজন এসে আচমকা আপ্পুকে গুলি করে। সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অভিযুক্তরা শূন্যে গুলি ছুড়তে ছুড়তে বাইক নিয়ে পালিয়ে যায়। অভিযোগ এলাকা দখলকে কেন্দ্র করে গোলমালের জেরে গুলি চালানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় দুর্গাপুর থানার পুলিশ। আপ্পুকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতাল ও পরে সিটি সেন্টারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আপ্পুকে হাসপাতালে দেখতে যান TMC কাউন্সিলর রাজীব ঘোষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপ্পুর শরীর থেকে গুলি বের করা হয়েছে। তার চিকিৎসা চলছে। এখন সে ভালো আছে। তবে শরীরের কতটা ক্ষতি হয়েছে তা স্ক্যান করে দেখা হবে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখার্জ্জি বলেন, "অভিযুক্তরা কেউ দলের সঙ্গে যুক্ত নয়। তারা দুষ্কৃতী। পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।"

দুর্গাপুর, ১০ মার্চ : এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চলল দুর্গাপুরে। এই ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়। তার নাম রাহুল সিং। রাহুলের পেটে গুলি লেগেছে। ঘটনাটি দুর্গাপুরের লালময়দান এলাকার। এই ঘটনায় রকি রায় এবং দীপক রায় ওরফে কাঞ্চা বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রাহুলকে গান্ধিমোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে।

অভিযুক্ত রকি দুর্গাপুরের আকবর রোডের বাসিন্দা। সে তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। অভিযোগ, রকি, কাঞ্চা সহ কয়েকজন যুবক শাসকদলের প্রশ্রয়ে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় তোলাবাজি চালায়। অন্যদিকে রাহুল ওরফে আপ্পু শাসকদলের এক নেতার ঘনিষ্ট। তার বিরুদ্ধেও দুর্গাপুর থানায় বহু অভিযোগ রয়েছে। গতকাল রাত ১১টা নাগাদ আপ্পু এ-জোনে ডিভিসি মোড়ে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিল। অভিযোগ, সেখানে রকি, কাঞ্চা সহ কয়েকজন এসে আচমকা আপ্পুকে গুলি করে। সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অভিযুক্তরা শূন্যে গুলি ছুড়তে ছুড়তে বাইক নিয়ে পালিয়ে যায়। অভিযোগ এলাকা দখলকে কেন্দ্র করে গোলমালের জেরে গুলি চালানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় দুর্গাপুর থানার পুলিশ। আপ্পুকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতাল ও পরে সিটি সেন্টারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আপ্পুকে হাসপাতালে দেখতে যান TMC কাউন্সিলর রাজীব ঘোষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপ্পুর শরীর থেকে গুলি বের করা হয়েছে। তার চিকিৎসা চলছে। এখন সে ভালো আছে। তবে শরীরের কতটা ক্ষতি হয়েছে তা স্ক্যান করে দেখা হবে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখার্জ্জি বলেন, "অভিযুক্তরা কেউ দলের সঙ্গে যুক্ত নয়। তারা দুষ্কৃতী। পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।"

Intro:""বাম জমানায় শিল্পবান্ধব পরিবেশ না থাকায় বহু কল কারখানা বন্ধ হয়ে গেছে। বর্তমান সময় কালে বনধ, ধর্মঘট হতে দিইনি। তাই শিল্পের পরিবেশ ফিরে এসেছে। ""-দুর্গাপুরে বণিক সভা পক্ষ থেকে একটি আলোচনা সভায় উপস্থিত হয়ে এমন কথাই জানালেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে বণিকসভার পক্ষ থেকে ক্ষুদ্র ও কুটির শিল্প বিনিয়োগ তার সম্ভাবনা এবং সমস্যা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ,আসানসোল -দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সহ বণিক সভার বহু পদাধিকারীরা।এই আলোচনা পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী স্বপন দেবনাথ জানান ""আজকের আলোচনা সভায় বেশ কিছু সমস্যার কথা উঠে এসেছে। কিন্তু আমরা যেটা বলছি যে বিগত বাম জমানায় বহু কর্মদিবস নষ্ট হওয়ার কারণে শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের সরকার ক্ষমতায় আসার পর আর ধর্মঘট হতে দেয়নি। তাই বলা যায় শিল্পবান্ধব পরিবেশ ফিরে এসেছে।""এরপরেই মন্ত্রী স্বপন দেবনাথ আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে বলেন ""কয়েকদিন আগে আমি কর্মীদের বলেছি যেভাবেই হোক ভোটে জিততে হবে। এ কথা বলার অর্থ হলো কর্মীদেরকে উজ্জীবিত করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমস্ত দপ্তরের উন্নয়নমূলক কাজ কর্মকে মানুষের সামনে তুলে ধরে যারা নির্বাচনে জেতাতে পারবেন তারা 'হিরো', আর না হলে তারা 'জিরো'। মানুষের উপর আস্থা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে সমস্ত সুবিধা মানুষের জন্য তিনি করার চেষ্টা করেছেন এবং করছেন।""Body:""বাম জমানায় শিল্পবান্ধব পরিবেশ না থাকায় বহু কল কারখানা বন্ধ হয়ে গেছে। বর্তমান সময় কালে বনধ, ধর্মঘট হতে দিইনি। তাই শিল্পের পরিবেশ ফিরে এসেছে। ""-দুর্গাপুরে বণিক সভা পক্ষ থেকে একটি আলোচনা সভায় উপস্থিত হয়ে এমন কথাই জানালেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে বণিকসভার পক্ষ থেকে ক্ষুদ্র ও কুটির শিল্প বিনিয়োগ তার সম্ভাবনা এবং সমস্যা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ,আসানসোল -দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সহ বণিক সভার বহু পদাধিকারীরা।এই আলোচনা পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী স্বপন দেবনাথ জানান ""আজকের আলোচনা সভায় বেশ কিছু সমস্যার কথা উঠে এসেছে। কিন্তু আমরা যেটা বলছি যে বিগত বাম জমানায় বহু কর্মদিবস নষ্ট হওয়ার কারণে শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের সরকার ক্ষমতায় আসার পর আর ধর্মঘট হতে দেয়নি। তাই বলা যায় শিল্পবান্ধব পরিবেশ ফিরে এসেছে।""এরপরেই মন্ত্রী স্বপন দেবনাথ আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে বলেন ""কয়েকদিন আগে আমি কর্মীদের বলেছি যেভাবেই হোক ভোটে জিততে হবে। এ কথা বলার অর্থ হলো কর্মীদেরকে উজ্জীবিত করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমস্ত দপ্তরের উন্নয়নমূলক কাজ কর্মকে মানুষের সামনে তুলে ধরে যারা নির্বাচনে জেতাতে পারবেন তারা 'হিরো', আর না হলে তারা 'জিরো'। মানুষের উপর আস্থা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে সমস্ত সুবিধা মানুষের জন্য তিনি করার চেষ্টা করেছেন এবং করছেন।""Conclusion:""বাম জমানায় শিল্পবান্ধব পরিবেশ না থাকায় বহু কল কারখানা বন্ধ হয়ে গেছে। বর্তমান সময় কালে বনধ, ধর্মঘট হতে দিইনি। তাই শিল্পের পরিবেশ ফিরে এসেছে। ""-দুর্গাপুরে বণিক সভা পক্ষ থেকে একটি আলোচনা সভায় উপস্থিত হয়ে এমন কথাই জানালেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে বণিকসভার পক্ষ থেকে ক্ষুদ্র ও কুটির শিল্প বিনিয়োগ তার সম্ভাবনা এবং সমস্যা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ,আসানসোল -দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সহ বণিক সভার বহু পদাধিকারীরা।এই আলোচনা পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী স্বপন দেবনাথ জানান ""আজকের আলোচনা সভায় বেশ কিছু সমস্যার কথা উঠে এসেছে। কিন্তু আমরা যেটা বলছি যে বিগত বাম জমানায় বহু কর্মদিবস নষ্ট হওয়ার কারণে শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের সরকার ক্ষমতায় আসার পর আর ধর্মঘট হতে দেয়নি। তাই বলা যায় শিল্পবান্ধব পরিবেশ ফিরে এসেছে।""এরপরেই মন্ত্রী স্বপন দেবনাথ আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে বলেন ""কয়েকদিন আগে আমি কর্মীদের বলেছি যেভাবেই হোক ভোটে জিততে হবে। এ কথা বলার অর্থ হলো কর্মীদেরকে উজ্জীবিত করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমস্ত দপ্তরের উন্নয়নমূলক কাজ কর্মকে মানুষের সামনে তুলে ধরে যারা নির্বাচনে জেতাতে পারবেন তারা 'হিরো', আর না হলে তারা 'জিরো'। মানুষের উপর আস্থা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে সমস্ত সুবিধা মানুষের জন্য তিনি করার চেষ্টা করেছেন এবং করছেন।""

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.