ETV Bharat / state

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু গাড়ির খালাসির ,আহত আরও দুই - আহত দুই

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু খালাসির ৷ সঙ্গে গুরুতর আহত আরও দুই ব্যাক্তি ৷ আহতদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী দুর্গাপুর বেসরকারি হাসপাতালে ৷ গাফিলতির অভিযোগ ওঠে ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 29, 2020, 5:19 PM IST

দুর্গাপুর, ২৯ ডিসেম্বর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু খালাসির ৷ ঘটনাটি রাষ্ট্রায়ত্ত ইসিএল-র মাধাইপুর কয়লাখনির ঘটনা ৷ ঘটনার জেরে একজন নিহত ছাড়াও গুরুতর আহত আরও দুই ব্যাক্তি ৷ গাফিলতির অভিযোগ ওঠে ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷

ঝাড়খন্ড থেকে দুর্গাপুরের ফরিদপুর ব্লকের মাধাইপুর কোলিয়ারিতে গাড়ি নিয়ে কয়লা নিতে আসে একটি লরি ৷ খালাসি গাড়ির ওপরে উঠতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের । মৃত যুবকের নাম বিধান ঘোষ(22) । বাড়ি ঝাড়খণ্ডের বেগেজুরি গ্রামে ৷ প্রতিদিনের মতই মাধাইপুর কলিয়ারীর সাইডিং এ কয়লার গাড়ি লোড হচ্ছিল । গাড়ি লোড করার পর গাড়িটির খালাসি গাড়ির ছাদে উঠে দেখতে গেলে, সামনে থাকা রেলের হাই ভোল্টেজ কারেন্টেই তার মৃত্যু হয় ৷ এই ঘটনায় গুরুতর আহত হয় আরও দুজন ৷ তাদের নিকটবর্তী দুর্গাপুর বেসরকারি হাসপাতালে পাঠানো হয় ৷ ঘটনার জেরে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ পরে পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ৷

স্থানীয়দের মতে, এলাকায় বর্তমানে কোনও রেল যোগাযোগ নেই ৷ নেই কোনও রেল ট্র্যাকও ৷ তা সত্ত্বেও যত্রতত্র ছড়িয়ে আছে রেলের হাই ভোল্টেজ তার ৷ ঘটনার জন্য স্থানীয়রা ইসিএল কর্তৃপক্ষকেই দায়ী করেছে ৷ ঘটনাস্থলে উপস্থিত হয় ফরিদপুর থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ৷

দুর্গাপুর, ২৯ ডিসেম্বর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু খালাসির ৷ ঘটনাটি রাষ্ট্রায়ত্ত ইসিএল-র মাধাইপুর কয়লাখনির ঘটনা ৷ ঘটনার জেরে একজন নিহত ছাড়াও গুরুতর আহত আরও দুই ব্যাক্তি ৷ গাফিলতির অভিযোগ ওঠে ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷

ঝাড়খন্ড থেকে দুর্গাপুরের ফরিদপুর ব্লকের মাধাইপুর কোলিয়ারিতে গাড়ি নিয়ে কয়লা নিতে আসে একটি লরি ৷ খালাসি গাড়ির ওপরে উঠতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের । মৃত যুবকের নাম বিধান ঘোষ(22) । বাড়ি ঝাড়খণ্ডের বেগেজুরি গ্রামে ৷ প্রতিদিনের মতই মাধাইপুর কলিয়ারীর সাইডিং এ কয়লার গাড়ি লোড হচ্ছিল । গাড়ি লোড করার পর গাড়িটির খালাসি গাড়ির ছাদে উঠে দেখতে গেলে, সামনে থাকা রেলের হাই ভোল্টেজ কারেন্টেই তার মৃত্যু হয় ৷ এই ঘটনায় গুরুতর আহত হয় আরও দুজন ৷ তাদের নিকটবর্তী দুর্গাপুর বেসরকারি হাসপাতালে পাঠানো হয় ৷ ঘটনার জেরে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ পরে পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ৷

স্থানীয়দের মতে, এলাকায় বর্তমানে কোনও রেল যোগাযোগ নেই ৷ নেই কোনও রেল ট্র্যাকও ৷ তা সত্ত্বেও যত্রতত্র ছড়িয়ে আছে রেলের হাই ভোল্টেজ তার ৷ ঘটনার জন্য স্থানীয়রা ইসিএল কর্তৃপক্ষকেই দায়ী করেছে ৷ ঘটনাস্থলে উপস্থিত হয় ফরিদপুর থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.