ETV Bharat / state

Jamuria Road Accident: জামুড়িয়ার দু'নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত যুবক - Road Accident

ভোরে জামুড়িয়া দু'নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা (Road Accident) ৷ ঘটনায় মারা গিয়েছেন এক যুবক ৷ 5 ঘণ্টার চেষ্টায় উদ্ধার দেহ ।

Road Accident
Road Accident
author img

By

Published : Nov 26, 2022, 1:12 PM IST

জামুড়িয়া, 26 নভেম্বর: ভোরে জামুড়িয়ার বোগড়া মোড়ে দু'নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ৷ উলটে গিয়েছে মাল বোঝাই ট্রাক ৷ ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের (One dies in Road Accident) । মৃতের নাম ধর্মেন্দ্র নুনিয়া (34)। জামুড়িয়া থানার নিঘা এলাকার বাসিন্দা তিনি । দুটি ক্রেন ও তিনটি জেসিপির সাহায্যে পাঁচ ঘণ্টা পর তাঁর দেহ উদ্ধার করা হয় । এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় (Road Accident at Jamuria) ।

জানা গিয়েছে, ভোর 5টা নাগাদ জামুড়িয়া দু'নম্বর জাতীয় সড়কের বোগড়া মোড়ে অতিমাত্রায় মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের ওপর উলটে যায় । এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ৷ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । শুরু হয় উদ্ধারের কাজ । প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে সেই কাজ । অবশেষে দুটি ক্রেন ও তিনটি জেসিপির সাহায্যে মৃত ব্যক্তির দেহ উদ্ধার হয় ।

আরও পড়ুন: দুর্গাপুরে কন্টেনারের পিছনে ধাক্কা বাইকের, মৃত 2

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মোটরসাইকেল । অন্যদিকে ঘটনার পর ঘাতক ট্রাক চালক ও খালাসি পলাতক । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে জামুড়িয়া থানার পুলিশ ।

জামুড়িয়া, 26 নভেম্বর: ভোরে জামুড়িয়ার বোগড়া মোড়ে দু'নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ৷ উলটে গিয়েছে মাল বোঝাই ট্রাক ৷ ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের (One dies in Road Accident) । মৃতের নাম ধর্মেন্দ্র নুনিয়া (34)। জামুড়িয়া থানার নিঘা এলাকার বাসিন্দা তিনি । দুটি ক্রেন ও তিনটি জেসিপির সাহায্যে পাঁচ ঘণ্টা পর তাঁর দেহ উদ্ধার করা হয় । এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় (Road Accident at Jamuria) ।

জানা গিয়েছে, ভোর 5টা নাগাদ জামুড়িয়া দু'নম্বর জাতীয় সড়কের বোগড়া মোড়ে অতিমাত্রায় মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের ওপর উলটে যায় । এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ৷ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । শুরু হয় উদ্ধারের কাজ । প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে সেই কাজ । অবশেষে দুটি ক্রেন ও তিনটি জেসিপির সাহায্যে মৃত ব্যক্তির দেহ উদ্ধার হয় ।

আরও পড়ুন: দুর্গাপুরে কন্টেনারের পিছনে ধাক্কা বাইকের, মৃত 2

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মোটরসাইকেল । অন্যদিকে ঘটনার পর ঘাতক ট্রাক চালক ও খালাসি পলাতক । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে জামুড়িয়া থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.