ETV Bharat / state

দুর্গাপুরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরীর - দুর্গাপুর

ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু রাজ্যে । মৃতের নাম নীলাঞ্জনা গায়েন । গতকাল সন্ধ্যায় দুর্গাপুরের বিজড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার ।

death
author img

By

Published : Sep 9, 2019, 7:24 PM IST

Updated : Sep 9, 2019, 7:36 PM IST

দুর্গাপুর, 9 সেপ্টেম্বর : রাজ্যে ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল । মৃতের নাম নীলাঞ্জনা গায়েন । 1 সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিল সে । আর গতকাল সন্ধ্যায় দুর্গাপুরের বিজড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার ।

দুর্গাপুরের কোকওভেন থানার DTPS কলোনির বাসিন্দা নীলাঞ্জনা গায়েন 1 সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিল । পরিবারের সদস্যরা তাকে প্রথমে DVC হাসপাতালে ভরতি করেন । তারপর তাকে দুর্গাপুরের ESI হাসপাতালে ভরতি করা হয় । কিন্তু, নীলাঞ্জনার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় তাকে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তবুও অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায় তাকে ফের দুর্গাপুরের বিজড়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এরপর গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় তার ।

শুনুন বক্তব্য

নীলাঞ্জনার পরিবারের বক্তব্য, ডেঙ্গিতেই মৃত্যু হয়েছে তাদের মেয়ের । জানায়, রাজবাঁধের বেসরকারি হাসপাতালে নীলাঞ্জনার রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গির কথাই উল্লেখ ছিল । একই কথা বলছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার দেবব্রত দাস । বলেন, ডেঙ্গিতেই মৃত্যু হয়েছে নীলাঞ্জনার ৷ এছাড়াও এক শিশুসহ মোট 3 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানিয়েছেন তিনি ।

তবে দুর্গাপুর পৌরসভার তরফে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যার কোনও হিসাব এখনও দেওয়া হয়নি । ডেঙ্গি দমনে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে । ডেঙ্গির মশার লার্ভা নষ্ট করতে দুর্গাপুর পৌরসভার ৪৩টি ওয়ার্ডে ছাড়া হয়েছে গাপ্পি মাছ ।

দুর্গাপুর, 9 সেপ্টেম্বর : রাজ্যে ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল । মৃতের নাম নীলাঞ্জনা গায়েন । 1 সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিল সে । আর গতকাল সন্ধ্যায় দুর্গাপুরের বিজড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার ।

দুর্গাপুরের কোকওভেন থানার DTPS কলোনির বাসিন্দা নীলাঞ্জনা গায়েন 1 সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিল । পরিবারের সদস্যরা তাকে প্রথমে DVC হাসপাতালে ভরতি করেন । তারপর তাকে দুর্গাপুরের ESI হাসপাতালে ভরতি করা হয় । কিন্তু, নীলাঞ্জনার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় তাকে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তবুও অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায় তাকে ফের দুর্গাপুরের বিজড়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এরপর গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় তার ।

শুনুন বক্তব্য

নীলাঞ্জনার পরিবারের বক্তব্য, ডেঙ্গিতেই মৃত্যু হয়েছে তাদের মেয়ের । জানায়, রাজবাঁধের বেসরকারি হাসপাতালে নীলাঞ্জনার রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গির কথাই উল্লেখ ছিল । একই কথা বলছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার দেবব্রত দাস । বলেন, ডেঙ্গিতেই মৃত্যু হয়েছে নীলাঞ্জনার ৷ এছাড়াও এক শিশুসহ মোট 3 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানিয়েছেন তিনি ।

তবে দুর্গাপুর পৌরসভার তরফে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যার কোনও হিসাব এখনও দেওয়া হয়নি । ডেঙ্গি দমনে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে । ডেঙ্গির মশার লার্ভা নষ্ট করতে দুর্গাপুর পৌরসভার ৪৩টি ওয়ার্ডে ছাড়া হয়েছে গাপ্পি মাছ ।

Intro:দুর্গাপুরঃ চলতি মাসের এক তারিখ থেকে জ্বরে আক্রান্ত ছিল দুর্গাপুরের কোকওভেন থানার ডি.টি.পি.এস কলোনীর বাসিন্দা নীলাঞ্জনা গায়েন(১৪ বছর)।তার পরিবারের লোকেরা দ্রুত প্রথমে ডিভিসি হাসপাতাল পরে দুর্গাপুরের ই.এস.আই হাসপাতালে ভর্তি করে।
ক্রমশ নীলাঞ্জনার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তার পরিবারের লোকেরা তাকে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারী হাসপাতালে তার পরে শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকলে তাকে দুর্গাপুরের বিজড়াতে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।রবিবার সন্ধ্যায় মৃত্যু হয় নীলাঞ্জনা গায়েনের(১৪ বছর)।পরিবারের দাবী তাদের মেয়ের মৃত্যু হয়েছে ডেঙ্গি জ্বরের কারনে।রাজবাঁধের বেসরকারী হাসপাতাল থেকে যে রক্ত পরীক্ষা করা হয়েছিল সেই রিপোর্টেও নীলাঞ্জনার রক্তে ডেঙ্গির জীবাণু রয়েছে বলে লেখাও ছিল।নীলাঞ্জনার বাবা জীবন গায়েনের এই দাবীর সাথে সহমত পোষণ করেছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর দেবব্রত দাস।নীলাঞ্জনার রক্তের রিপোর্ট দেখে তিনি বলেন,ওই নাবালিকার মৃত্যুর কারণ যা কিছুই থাক তবে মৃত্যুর অন্যতম কারণ ডেঙ্গু সে ব্যাপারে নিশ্চিত।
মহকুমা হাসপাতালের সুপার ডক্টর দেবব্রত দাস জানান, ডেঙ্গুর থাবা দুর্গাপুরেও বসেছে, এক শিশু সহ মোট তিন জন এই রোগে আক্রান্ত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান হাসপাতাল সুপার।তবে দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে এখনও পর্যন্ত নীলাঞ্জনার মৃত্যু বা ডেঙ্গিতে আক্রান্ত বিভিন্ন ওয়ার্ডে কেও আছেন কিনা তা নিয়ে এখনও কিছুই বলা হয়নি।মশার উপদ্রবে অতিষ্ঠ শিল্পশহরবাসী। ডেঙ্গির বাহক মশার লার্ভা নাশ করতে দুর্গাপুর পুরসভার ৪৩ টি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হলেও দুর্গাপুর পুরসভা এলাকায় ডেঙ্গির কারনে মৃত্যুর ঘটনাকে আটকানো গেল না।Body:গConclusion:গ
Last Updated : Sep 9, 2019, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.