ETV Bharat / state

Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উলটে গেল ট্যাঙ্কার, পেট্রল লুঠ স্থানীয়দের

দুর্গাপুরের কাছে জাতীয় সড়কে ট্যাঙ্কার উলটে রাস্তায় ছড়িয়ে গেল পেট্রল ৷ দমকল এসে ফোম দিয়ে নষ্ট করল পেট্রলের দাহ্য ক্ষমতা ৷

oil tanker accident
পেট্রল ট্যাঙ্কার
author img

By

Published : Jun 19, 2023, 9:06 PM IST

নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল ট্যাঙ্কার

দুর্গাপুর, 19 জুন: জাতীয় সড়কে পেট্রল বোঝাই ট্যাঙ্কার উলটে দুর্ঘটনা ৷ যার জেরে রাস্তায় ছড়িয়ে পড়ে পেট্রল ৷ রাস্তা থেকে সেই পেট্রল লুঠ করতে বালতি গামলা নিয়ে হাজির হয় স্থানীয় বাসিন্দারা ৷ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে দুর্গাপুরের ভিড়িঙ্গি থেকে গোপালমাঠ যাওয়ার পথে 19 নম্বর জাতীয় সড়কে ৷

জানা গিয়েছে, প্রচণ্ড গতিতে আসছিল পেট্রল বোঝাই ট্যাঙ্কারটি ৷ যার ফলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট চার চাকার গাড়িতে ধাক্কা মারে । ছোট চার চাকার গাড়িটি দুমড়ে মুছরে যায় এবং ঘটনায় উলটে যায় পেট্রল বোঝাই ট্যাঙ্কারটি । মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়ে 19 নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার রাস্তা । ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ বাহিনী এবং দমকলের আধিকারিকরা । ক্রেনের সাহায্যে দু'ঘণ্টা পর ওই ওই ট্যাঙ্কারটিকে সরানো সম্ভব হয় ৷ ততক্ষণে ট্যাঙ্কারে থাকা প্রায় সমস্ত তেলই রাস্তায় পড়ে যা য়। সেই তেল কার্যত লুঠপাঠ চলে । আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ট্রাফিক তৌহিদ আনোয়ার জানান, হতাহতের কোন খবর নেই ।

আরও পড়ুন: দুর্ঘটনার পর দাউ-দাউ করে জ্বলল তেলের ট্যাঙ্কার, মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে চারজনের মৃত্যু

স্থানীয় বাসিন্দা সুজিত দাস জানান, পেট্রল বোঝায় ট্যাঙ্কারটি বেপরোয়া গতিতে ছিল । এর জেরে সামনে থাকা একটি চারচাকা গাড়ির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে ট্যাঙ্কারকাটি । তারপরেই উলটে যায় জাতীয় সড়কে তেল বোঝাই ওই গাড়ি । সমস্ত পেট্রল রাস্তার উপর পড়ে যায় । বিপদজ্জনক এক পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে । দমকলের আধিকারিক গৌতম চন্দ্র দাস বলেন, "আমরা দ্রুত ঘটনাস্থলে এসে ফোম দিয়ে পেট্রলের দাহ্য ক্ষমতা নষ্ট করে দিই । এখন আর ভয়ের কোন ব্যাপার নেই । ঘটনাস্থলে দ্রুত দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল না দিলে বড়সড় বিপদের সম্ভাবনা দেখা দিয়েছিল ।"

নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল ট্যাঙ্কার

দুর্গাপুর, 19 জুন: জাতীয় সড়কে পেট্রল বোঝাই ট্যাঙ্কার উলটে দুর্ঘটনা ৷ যার জেরে রাস্তায় ছড়িয়ে পড়ে পেট্রল ৷ রাস্তা থেকে সেই পেট্রল লুঠ করতে বালতি গামলা নিয়ে হাজির হয় স্থানীয় বাসিন্দারা ৷ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে দুর্গাপুরের ভিড়িঙ্গি থেকে গোপালমাঠ যাওয়ার পথে 19 নম্বর জাতীয় সড়কে ৷

জানা গিয়েছে, প্রচণ্ড গতিতে আসছিল পেট্রল বোঝাই ট্যাঙ্কারটি ৷ যার ফলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট চার চাকার গাড়িতে ধাক্কা মারে । ছোট চার চাকার গাড়িটি দুমড়ে মুছরে যায় এবং ঘটনায় উলটে যায় পেট্রল বোঝাই ট্যাঙ্কারটি । মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়ে 19 নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার রাস্তা । ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ বাহিনী এবং দমকলের আধিকারিকরা । ক্রেনের সাহায্যে দু'ঘণ্টা পর ওই ওই ট্যাঙ্কারটিকে সরানো সম্ভব হয় ৷ ততক্ষণে ট্যাঙ্কারে থাকা প্রায় সমস্ত তেলই রাস্তায় পড়ে যা য়। সেই তেল কার্যত লুঠপাঠ চলে । আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ট্রাফিক তৌহিদ আনোয়ার জানান, হতাহতের কোন খবর নেই ।

আরও পড়ুন: দুর্ঘটনার পর দাউ-দাউ করে জ্বলল তেলের ট্যাঙ্কার, মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে চারজনের মৃত্যু

স্থানীয় বাসিন্দা সুজিত দাস জানান, পেট্রল বোঝায় ট্যাঙ্কারটি বেপরোয়া গতিতে ছিল । এর জেরে সামনে থাকা একটি চারচাকা গাড়ির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে ট্যাঙ্কারকাটি । তারপরেই উলটে যায় জাতীয় সড়কে তেল বোঝাই ওই গাড়ি । সমস্ত পেট্রল রাস্তার উপর পড়ে যায় । বিপদজ্জনক এক পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে । দমকলের আধিকারিক গৌতম চন্দ্র দাস বলেন, "আমরা দ্রুত ঘটনাস্থলে এসে ফোম দিয়ে পেট্রলের দাহ্য ক্ষমতা নষ্ট করে দিই । এখন আর ভয়ের কোন ব্যাপার নেই । ঘটনাস্থলে দ্রুত দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল না দিলে বড়সড় বিপদের সম্ভাবনা দেখা দিয়েছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.