ETV Bharat / state

Raju Jha Murder Case: দুর্গাপুরে রাজু ঝা-এর হোটেলে রবিবার দু’দফায় তল্লাশি বিশেষ তদন্তকারী দলের

author img

By

Published : Apr 3, 2023, 11:05 AM IST

Updated : Apr 3, 2023, 11:46 AM IST

দুর্গাপুরে রাজু ঝা এর হোটেলে তল্লাশি সিটের তদন্তকারী আধিকারিকদের ৷ রবিবার সন্ধ্যা থেকে দু’দফায় রাজু ঝা এর হোটেলে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা ৷

Raju Jha Murder Case ETV BHARAT
Raju Jha Murder Case

রাজু ঝা-এর দুর্গাপুরের হোটেলে তল্লাশি তদন্তকারী আধিকারিকদের

দুর্গাপুর, 3 এপ্রিল: রাজু ঝা'র মৃত্যুর তদন্তে এবার তাঁর থ্রি স্টার হোটেলে হানা দিল পূর্ব বর্ধমান জেলা পুলিশের ওসি স্পেশাল অপারেশন গ্রুপ ৷ রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারে মৃত রাজু ঝা এর হোটেলে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালায় পূর্ব বর্ধমান পুলিশ ৷ সেই সঙ্গে হোটেলের কর্মীদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয় ৷ হোটেলের সিসিটিভ ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা ৷ পরে রাতে ফের হোটেলে হানা দেয় পুলিশ ৷ গভীর রাত পর্যন্ত দ্বিতীয় দফায় তল্লাশি পর্ব চলে ৷ হোটেল থেকে বেরনোর সময় এ নিয়ে প্রশ্ন করা হলে তদন্তকারী আধিকারিকরা জানান, এখনও বলার মতো কিছু পাননি তাঁরা ৷

শনিবার সন্ধ্যায় শক্তিগড়ে গাড়িতে বসে থাকার সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কয়লা মাফিয়া হিসেবে পরিচিত বিজেপি নেতা রাজু ঝা-কে গুলি করে হত্যা করা হয় ৷ এই ঘটনায় তাঁর সঙ্গে থাকা ব্রতীন মুখোপাধ্যায়ের হাতেও গুলি লেগেছে ৷ রাজু ঝা এর হত্যা মামলায় পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফে একটি সিট গঠন করা হয়েছে ৷ তদন্তে নেমে স্পেশাল অপারেশন গ্রুপের ওসি-র নেতৃত্বে একটি দল দুর্গাপুরের সিটি সেন্টারে আসে ৷ সেখানে রাজুর একটি থ্রি স্টার হোটেল আছে ৷ পুলিশ সূত্রে খবর, সেই হোটেলে রাজুর সঙ্গে ছিলেন গরুপাচার মামলায় পলাতকের তালিকায় থাকা আব্দুল লতিফ ৷

তবে, এ নিয়ে তদন্তকারীদের প্রশ্ন করা হলে, তাঁরা কোনও জবাব দিতে চাননি ৷ জানতে চাওয়া হয়, রাজু ঝা এবং আব্দুল লতিফ শনিবার কলকাতার উদ্দেশ্য রওনা দেওয়ার আগে কি এই হোটেলে ছিলেন ? এই প্রশ্নের উত্তরে কেবল, না বলে সেখান থেকে বেরিয়ে যান তদন্তাকারীরা ৷ শুধু জানানো হয়, ঘটনার তদন্তে বিভিন্ন জায়গার সিসিটিভ ফুটেজ সংগ্রহ করছেন তাঁরা ৷ রবিবার সন্ধ্যায় একঘণ্টার মতো তদন্ত করে চলে যায় পুলিশ ৷ কিন্তু, রাতের দিকে ফের রাজু ঝা এর ওই হোটেলে হানা দেন সিটের আধিকারিকরা ৷ এবার গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর্ব ৷

ইতিমধ্যে, রাজু ঝা-এর সঙ্গে গরুপাচাল মামলায় সিবিআই এর খাতায় পলাতক আব্দুল লতিফের থাকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কেন সেদিন আব্দুল লতিফের গাড়িতে রাজু ঝা ছিলেন ? সেই প্রশ্নের জবাব খুঁজছেন তদন্তকারীরা ৷ উল্লেখ্য, সম্প্রতি শোনা গিয়েছিল, রাজু ঝা কয়লার কালোবাজারির বেআইনি ওই ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন ৷ তিনি কেবল তাঁর অন্যান্য বৈধ ব্যবসা নিয়েই থাকছিলেন ৷ তবে, কী এমন হল ? যে রাজুকে আব্দুল লতিফের সঙ্গে দেখা করতে হল ? এখানেই একাধিক প্রশ্ন মাথাচারা দিচ্ছে ৷

আরও পড়ুন: গরুপাচারে ফেরার আব্দুল লতিফের সঙ্গে এক গাড়িতে কী করছিলেন রাজু ? উঠছে প্রশ্ন

এ নিয়ে নানান তত্ত্বও উঠে আসছে ৷ বলা হচ্ছে, কয়লাপাচার মামলায় সিবিআই-এর কাছে রাজু ‘রাজসাক্ষী’ হতে পারেন ৷ তাই তাঁকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, এমনটাও মনে করা হচ্ছে যে, নতুন করে কয়লাপাচারের সিন্ডিকেট তৈরি হচ্ছিল ৷ কিন্তু, সেই সিন্ডিকেটে রাজুর একসময়ের সঙ্গীকে বাদ দেওয়া হয়েছিল বলেই খুন হতে হল তাঁকে ৷ আপাতত সেই সবদিক মাথায় রেখেই তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান পুলিশের বিশেষ তদন্তকারী দল ৷ এ নিয়ে জেলার পুলিশ সুপার জানিয়েছেন, কারা কারা এই ঘটনায় জড়িত, তা খুব শীঘ্রই সামনে আসবে ৷

রাজু ঝা-এর দুর্গাপুরের হোটেলে তল্লাশি তদন্তকারী আধিকারিকদের

দুর্গাপুর, 3 এপ্রিল: রাজু ঝা'র মৃত্যুর তদন্তে এবার তাঁর থ্রি স্টার হোটেলে হানা দিল পূর্ব বর্ধমান জেলা পুলিশের ওসি স্পেশাল অপারেশন গ্রুপ ৷ রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারে মৃত রাজু ঝা এর হোটেলে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালায় পূর্ব বর্ধমান পুলিশ ৷ সেই সঙ্গে হোটেলের কর্মীদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয় ৷ হোটেলের সিসিটিভ ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা ৷ পরে রাতে ফের হোটেলে হানা দেয় পুলিশ ৷ গভীর রাত পর্যন্ত দ্বিতীয় দফায় তল্লাশি পর্ব চলে ৷ হোটেল থেকে বেরনোর সময় এ নিয়ে প্রশ্ন করা হলে তদন্তকারী আধিকারিকরা জানান, এখনও বলার মতো কিছু পাননি তাঁরা ৷

শনিবার সন্ধ্যায় শক্তিগড়ে গাড়িতে বসে থাকার সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কয়লা মাফিয়া হিসেবে পরিচিত বিজেপি নেতা রাজু ঝা-কে গুলি করে হত্যা করা হয় ৷ এই ঘটনায় তাঁর সঙ্গে থাকা ব্রতীন মুখোপাধ্যায়ের হাতেও গুলি লেগেছে ৷ রাজু ঝা এর হত্যা মামলায় পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফে একটি সিট গঠন করা হয়েছে ৷ তদন্তে নেমে স্পেশাল অপারেশন গ্রুপের ওসি-র নেতৃত্বে একটি দল দুর্গাপুরের সিটি সেন্টারে আসে ৷ সেখানে রাজুর একটি থ্রি স্টার হোটেল আছে ৷ পুলিশ সূত্রে খবর, সেই হোটেলে রাজুর সঙ্গে ছিলেন গরুপাচার মামলায় পলাতকের তালিকায় থাকা আব্দুল লতিফ ৷

তবে, এ নিয়ে তদন্তকারীদের প্রশ্ন করা হলে, তাঁরা কোনও জবাব দিতে চাননি ৷ জানতে চাওয়া হয়, রাজু ঝা এবং আব্দুল লতিফ শনিবার কলকাতার উদ্দেশ্য রওনা দেওয়ার আগে কি এই হোটেলে ছিলেন ? এই প্রশ্নের উত্তরে কেবল, না বলে সেখান থেকে বেরিয়ে যান তদন্তাকারীরা ৷ শুধু জানানো হয়, ঘটনার তদন্তে বিভিন্ন জায়গার সিসিটিভ ফুটেজ সংগ্রহ করছেন তাঁরা ৷ রবিবার সন্ধ্যায় একঘণ্টার মতো তদন্ত করে চলে যায় পুলিশ ৷ কিন্তু, রাতের দিকে ফের রাজু ঝা এর ওই হোটেলে হানা দেন সিটের আধিকারিকরা ৷ এবার গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর্ব ৷

ইতিমধ্যে, রাজু ঝা-এর সঙ্গে গরুপাচাল মামলায় সিবিআই এর খাতায় পলাতক আব্দুল লতিফের থাকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কেন সেদিন আব্দুল লতিফের গাড়িতে রাজু ঝা ছিলেন ? সেই প্রশ্নের জবাব খুঁজছেন তদন্তকারীরা ৷ উল্লেখ্য, সম্প্রতি শোনা গিয়েছিল, রাজু ঝা কয়লার কালোবাজারির বেআইনি ওই ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন ৷ তিনি কেবল তাঁর অন্যান্য বৈধ ব্যবসা নিয়েই থাকছিলেন ৷ তবে, কী এমন হল ? যে রাজুকে আব্দুল লতিফের সঙ্গে দেখা করতে হল ? এখানেই একাধিক প্রশ্ন মাথাচারা দিচ্ছে ৷

আরও পড়ুন: গরুপাচারে ফেরার আব্দুল লতিফের সঙ্গে এক গাড়িতে কী করছিলেন রাজু ? উঠছে প্রশ্ন

এ নিয়ে নানান তত্ত্বও উঠে আসছে ৷ বলা হচ্ছে, কয়লাপাচার মামলায় সিবিআই-এর কাছে রাজু ‘রাজসাক্ষী’ হতে পারেন ৷ তাই তাঁকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, এমনটাও মনে করা হচ্ছে যে, নতুন করে কয়লাপাচারের সিন্ডিকেট তৈরি হচ্ছিল ৷ কিন্তু, সেই সিন্ডিকেটে রাজুর একসময়ের সঙ্গীকে বাদ দেওয়া হয়েছিল বলেই খুন হতে হল তাঁকে ৷ আপাতত সেই সবদিক মাথায় রেখেই তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান পুলিশের বিশেষ তদন্তকারী দল ৷ এ নিয়ে জেলার পুলিশ সুপার জানিয়েছেন, কারা কারা এই ঘটনায় জড়িত, তা খুব শীঘ্রই সামনে আসবে ৷

Last Updated : Apr 3, 2023, 11:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.