দুর্গাপুর, 23 জুলাই: কেন্দ্রীয় সরকারের নতুন নীতির ফলে অসংখ্য মানুষ কর্মহীন হবে ৷ মনে করছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রাষ্ট্রীয় জ্বালানি তেল সংস্থার তেল বহনকারী গাড়ির চালক, খালাসি ও গাড়ির মালিকরা । শনিবার ওই সংস্থার জ্বালানি তেল বহনকারী গাড়ির মালিক, চালক, খালাসিদের অ্যাসোসিয়েশন জানতে পারে, কেন্দ্রীয় সরকার নতুন দুটি জ্বালানী তেল বহনকারী ট্যাঙ্কার পাঠিয়েছে ৷ যেটি ভ্রাম্যমান পেট্রল পাম্পের কাজ করবে ৷ ওই ট্যাঙ্কারগুলি জ্বালানি বহন করার পাশাপাশি গাড়ি থেকেই জ্বালানি তেল বিক্রি করতে পারবে । এর পরই ওই ট্যাঙ্কার দুটিকে কাঁকসার ডিপো থেকে জ্বালানি ভরতে বাধা দেয় সাধারণ তেলের গাড়ির চালক, খালাসি ও গাড়ির মালিকরা ৷
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের রাজবাঁধ এলাকায় রয়েছে একাধিক রাষ্ট্রায়ত্ত্ব জ্বালানি তেল সংস্থার ডিপো । এই ডিপো থেকে প্রতিদিন কয়েক শো তেল বহনকারী গাড়ি যায় রাজ্যের বিভিন্ন জেলায়, এমনকি ভিন রাজ্যেও । যা কয়েক হাজার মানুষের রুটিরুজি ৷ এদিন ভ্রাম্যমান পেট্রল পাম্পের সুবিধা যুক্ত দুটি সরকারি ট্যাঙ্কার ডিপোতে তেলে নিতে এলে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ৷
আরও পড়ুন: জ্বালানির অগ্নিমূল্যে হাত পুড়ছে মৎস্যজীবীদের
ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের সদস্য চিন্ময় মণ্ডল বলেন, "এতদিন জ্বালানি তেল বহনকারী গাড়িগুলি বিভিন্ন পেট্রল পাম্পে জ্বালানি তেল পৌঁছে দিত ৷ আর এই নতুন গাড়ি জ্বালানি ভর্তি করে ইচ্ছে মতো বিক্রি করতে পারবে । পেট্রল পাম্পে যাওয়ার দরকার পড়বে না । এর ফলে বহু মানুষের রুজিরুটি বন্ধ হবে । সেই কারণেই রাজবাঁধ ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন প্রতিবাদ জানাচ্ছে ৷"