ETV Bharat / state

Wall of Death Stunt Show in Asansol: মেলায় মরণ কূপ থেকে বাইক ছিটকে পড়ল বাইরে, আহত শিশু-সহ 9

author img

By

Published : Feb 13, 2023, 11:37 AM IST

Updated : Feb 13, 2023, 12:19 PM IST

মেলা দেখতে এসে আহত হলেন 9 জন ৷ খেলা মৃত্যু কূপ (Wall of Death Stunt Show) থেকে বাইক ছিটকে পড়ল দর্শকের মাঝে ৷ আর তাতেই আহত মহিলা এবং শিশু-সহ 9 ৷

Wall of Death
মৃত্যু কূপ

ক্যামেরায় ধরা পড়ল দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য়

আসানসোল, 13 ফেব্রুয়ারি: মেলায় দুর্ঘটনা ৷ মৃত্যু কূপ খেলা থেকে ছিটকে যায় বাইক ৷ তার জেরে আহত হলেন মহিলা, শিশু-সহ নয় ৷ ঘটনাটি ঘটেছে সালানপুরে ৷ জানা গিয়েছে, রবিবার ছুটির রাতে মেলা বেশ জমজমাট হয়ে উঠেছিল সালানপুরের মুক্তাইচণ্ডী মন্দির চত্বরে । সেখানে বসেছে মৃত্যু কূপ বা মৌত-কুঁয়া স্টান্ট গেম । গোলাকৃতি কুয়োর দেওয়ালে ঘোরে মোটর সাইকেল থেকে গাড়ি । উপর থেকে তা দেখে দর্শকরা । সেইভাবেই প্রচণ্ড গতিতে একটি বাইক চালাতে চালাতে চালক পড়ে যায় কুয়োর ভিতর । মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে চলে আসে দর্শকদের মাঝে । এই ঘটনায় 9 জন আহত হয়েছে । তার মধ্যে দুই শিশু এক মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে (Nine injured as bike falls from Wall of Death Stunt Show at fair) ।

প্রতিবছরই সালানপুরের মুক্তাই চণ্ডী মন্দিরে এই বার্ষিক মেলার আয়োজন করা হয় । এই মেলায় আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ এসে ভিড় জমায় । রবিবার রাতে সেই ভিড় আরও বেড়েছিল । মেলাতে নাগরদোলা, এমনি দোকানপাট ছাড়াও একটি মৃত্যু কূপ বসেছে । প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গতকাল এই খেলা দেখতে প্রচুর মানুষ উপরে উঠেছিলেন । তারা উপর থেকে দর্শকাসনে দাঁড়িয়ে আনন্দ নিচ্ছিলেন স্টান্ট গেমের ।

হঠাৎই একটি মোটরসাইকেল ঘুরতে ঘুরতে তার চালক ছিটকে পড়েন কুয়োর ভেতর । স্বভাবতই বাইকের উপর চালকের আর কোনও নিয়ন্ত্রণ ছিল না । আর তাই মোটরসাইকেলটি চলে আসে দর্শকদের মাঝে । সেই মোটরসাইকেলের ধাক্কায় নয়জন আহত হয়েছেন । তার মধ্যে তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই ঘটনার পর হুড়োহুড়ি লেগে যায় মেলার মধ্যে । মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে শুরু করে । অনেকেই মেলা ছেড়ে পালিয়ে যেতে শুরু করে । পাশাপাশি বেশ কিছু উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ওই মৃত্যু কূপের ভিতরে ।

স্টান্ট গেমের বাকি কর্মীরা ভয়ে পালিয়ে যায় । বন্ধ করে দেওয়া হয় নাগরদোলাও । মেলা কমিটির পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । ঘটনার খবর পেয়েই বারাবনি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । মেলা কমিটির সদস্য অমিয় দাস বলেন, "অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে । যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । মেলায় আর যাতে কোনও বিশৃঙ্খলা না ছড়ায়, সেদিকে সচেষ্ট আছি আমরা ।"

আরও পড়ুন: মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত 4, আহত 10

ক্যামেরায় ধরা পড়ল দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য়

আসানসোল, 13 ফেব্রুয়ারি: মেলায় দুর্ঘটনা ৷ মৃত্যু কূপ খেলা থেকে ছিটকে যায় বাইক ৷ তার জেরে আহত হলেন মহিলা, শিশু-সহ নয় ৷ ঘটনাটি ঘটেছে সালানপুরে ৷ জানা গিয়েছে, রবিবার ছুটির রাতে মেলা বেশ জমজমাট হয়ে উঠেছিল সালানপুরের মুক্তাইচণ্ডী মন্দির চত্বরে । সেখানে বসেছে মৃত্যু কূপ বা মৌত-কুঁয়া স্টান্ট গেম । গোলাকৃতি কুয়োর দেওয়ালে ঘোরে মোটর সাইকেল থেকে গাড়ি । উপর থেকে তা দেখে দর্শকরা । সেইভাবেই প্রচণ্ড গতিতে একটি বাইক চালাতে চালাতে চালক পড়ে যায় কুয়োর ভিতর । মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে চলে আসে দর্শকদের মাঝে । এই ঘটনায় 9 জন আহত হয়েছে । তার মধ্যে দুই শিশু এক মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে (Nine injured as bike falls from Wall of Death Stunt Show at fair) ।

প্রতিবছরই সালানপুরের মুক্তাই চণ্ডী মন্দিরে এই বার্ষিক মেলার আয়োজন করা হয় । এই মেলায় আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ এসে ভিড় জমায় । রবিবার রাতে সেই ভিড় আরও বেড়েছিল । মেলাতে নাগরদোলা, এমনি দোকানপাট ছাড়াও একটি মৃত্যু কূপ বসেছে । প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গতকাল এই খেলা দেখতে প্রচুর মানুষ উপরে উঠেছিলেন । তারা উপর থেকে দর্শকাসনে দাঁড়িয়ে আনন্দ নিচ্ছিলেন স্টান্ট গেমের ।

হঠাৎই একটি মোটরসাইকেল ঘুরতে ঘুরতে তার চালক ছিটকে পড়েন কুয়োর ভেতর । স্বভাবতই বাইকের উপর চালকের আর কোনও নিয়ন্ত্রণ ছিল না । আর তাই মোটরসাইকেলটি চলে আসে দর্শকদের মাঝে । সেই মোটরসাইকেলের ধাক্কায় নয়জন আহত হয়েছেন । তার মধ্যে তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই ঘটনার পর হুড়োহুড়ি লেগে যায় মেলার মধ্যে । মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে শুরু করে । অনেকেই মেলা ছেড়ে পালিয়ে যেতে শুরু করে । পাশাপাশি বেশ কিছু উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ওই মৃত্যু কূপের ভিতরে ।

স্টান্ট গেমের বাকি কর্মীরা ভয়ে পালিয়ে যায় । বন্ধ করে দেওয়া হয় নাগরদোলাও । মেলা কমিটির পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । ঘটনার খবর পেয়েই বারাবনি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । মেলা কমিটির সদস্য অমিয় দাস বলেন, "অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে । যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । মেলায় আর যাতে কোনও বিশৃঙ্খলা না ছড়ায়, সেদিকে সচেষ্ট আছি আমরা ।"

আরও পড়ুন: মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত 4, আহত 10

Last Updated : Feb 13, 2023, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.