ETV Bharat / state

মাতৃযান বিকল, সময়মতো চিকিৎসা না পেয়ে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ - সদ্যোজাতের মৃত্যু

বিদবিহার গ্রাম পঞ্চায়েতে রয়েছে 25টি গ্রাম । এই 25টি গ্রামের গর্ভবতী মহিলাদের ভরসা একটি মাতৃযান । বর্তমানে সেই মাতৃযানটি বিকল হয়ে পড়ে রয়েছে বিদবিহার পঞ্চায়েত অফিসে । 2 জানুয়ারি রাতে শিবপুরের বাসিন্দা বৈশাখি বাগদির প্রসব যন্ত্রণা ওঠে এবং বাড়িতেই তিনি সন্তানের জন্ম দেন । সদ্যোজাত অসুস্থ হয়ে পড়তেই বিদবিহার পঞ্চায়েতের মাতৃযানের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ফোন করা হয় ।

Durgapur
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jan 6, 2021, 2:15 PM IST

দুর্গাপুর, 6 জানুয়ারি : সময়মতো চিকিৎসা না পেয়ে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ উঠল কাঁকসায় । শনিবার রাতে বাড়িতেই সন্তানের জন্ম দেন বৈশাখি বাগদি । কিন্তু, জন্মের পরই ওই সদ্যোজাত অসুস্থ হয়ে পড়ে । সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মাতৃযানের কর্মীদের ফোন করা হয় । কিন্তু, কোনও কাজ হয়নি বলে অভিযোগ ।

বিদবিহার গ্রাম পঞ্চায়েতে রয়েছে 25টি গ্রাম । এই 25টি গ্রামের গর্ভবতী মহিলাদের ভরসা একটি মাতৃযান । বর্তমানে সেই মাতৃযানটি বিকল হয়ে পড়ে রয়েছে বিদবিহার পঞ্চায়েত অফিসে । 2 জানুয়ারি রাতে শিবপুরের বাসিন্দা বৈশাখি বাগদির প্রসব যন্ত্রণা ওঠে এবং বাড়িতেই তিনি সন্তানের জন্ম দেন । সদ্যোজাত অসুস্থ হয়ে পড়তেই বিদবিহার পঞ্চায়েতের মাতৃযানের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ফোন করা হয় । কিন্তু অভিযোগ, কোনও সদুত্তর না মেলায় এলাকার আশা কর্মী পুস্প রুইদাসের কাছে যাওয়া হয় । কিন্তু কোনও কাজ হয়নি বলে অভিযোগ । আর সময়মতো চিকিৎসা পরিষেবা না পেয়ে বাড়িতেই মৃত্যু হয় সদ্যোজাতের । রবিবার সকালে ওই সদ্যোজাতকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ঠিক সময়ে চিকিৎসা পেলে সে বেঁচে যেত ।

ওই এলাকার আশা কর্মী পুষ্প রুইদাস বলেন, তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন । ফোন করেছিলেন মাতৃযানে । কিন্তু কোনওভাবে যোগাযোগ করা যায়নি । বিদবিহার পঞ্চায়েতের মাতৃযানটি বিকল হয়ে পড়ে রয়েছে । এই নিয়ে পঞ্চায়েতে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না । অন্যদিকে, কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর জানান, তাঁকে বিষয়টি জানানো হয়নি । সেই সময় তাঁকে জানালে ব্যবস্থা নিতেন ।

আরও পড়ুন, রামপুরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে খুন

কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি নিখিল ডোম বলেন, এতদিন ধরে মাতৃযানটি বিকল হয়ে পড়ে আছে । তা সত্যিই নিন্দনীয় ব্যাপার । অবিলম্বে মাতৃযানটি সারাইয়ের ব্যবস্থা করবেন তিনি । অন্যদিকে, পশ্চিম বর্ধমান বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই অভিযোগ করেন, "কে মরল, কে বাঁচল সেটা দেখলে তোলাবাজি করবে কে । মাতৃযান বিকল হয়ে পড়ে আছে । কোনও সারানোর দায়বদ্ধতা নেই । "

দুর্গাপুর, 6 জানুয়ারি : সময়মতো চিকিৎসা না পেয়ে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ উঠল কাঁকসায় । শনিবার রাতে বাড়িতেই সন্তানের জন্ম দেন বৈশাখি বাগদি । কিন্তু, জন্মের পরই ওই সদ্যোজাত অসুস্থ হয়ে পড়ে । সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মাতৃযানের কর্মীদের ফোন করা হয় । কিন্তু, কোনও কাজ হয়নি বলে অভিযোগ ।

বিদবিহার গ্রাম পঞ্চায়েতে রয়েছে 25টি গ্রাম । এই 25টি গ্রামের গর্ভবতী মহিলাদের ভরসা একটি মাতৃযান । বর্তমানে সেই মাতৃযানটি বিকল হয়ে পড়ে রয়েছে বিদবিহার পঞ্চায়েত অফিসে । 2 জানুয়ারি রাতে শিবপুরের বাসিন্দা বৈশাখি বাগদির প্রসব যন্ত্রণা ওঠে এবং বাড়িতেই তিনি সন্তানের জন্ম দেন । সদ্যোজাত অসুস্থ হয়ে পড়তেই বিদবিহার পঞ্চায়েতের মাতৃযানের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ফোন করা হয় । কিন্তু অভিযোগ, কোনও সদুত্তর না মেলায় এলাকার আশা কর্মী পুস্প রুইদাসের কাছে যাওয়া হয় । কিন্তু কোনও কাজ হয়নি বলে অভিযোগ । আর সময়মতো চিকিৎসা পরিষেবা না পেয়ে বাড়িতেই মৃত্যু হয় সদ্যোজাতের । রবিবার সকালে ওই সদ্যোজাতকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ঠিক সময়ে চিকিৎসা পেলে সে বেঁচে যেত ।

ওই এলাকার আশা কর্মী পুষ্প রুইদাস বলেন, তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন । ফোন করেছিলেন মাতৃযানে । কিন্তু কোনওভাবে যোগাযোগ করা যায়নি । বিদবিহার পঞ্চায়েতের মাতৃযানটি বিকল হয়ে পড়ে রয়েছে । এই নিয়ে পঞ্চায়েতে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না । অন্যদিকে, কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর জানান, তাঁকে বিষয়টি জানানো হয়নি । সেই সময় তাঁকে জানালে ব্যবস্থা নিতেন ।

আরও পড়ুন, রামপুরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে খুন

কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি নিখিল ডোম বলেন, এতদিন ধরে মাতৃযানটি বিকল হয়ে পড়ে আছে । তা সত্যিই নিন্দনীয় ব্যাপার । অবিলম্বে মাতৃযানটি সারাইয়ের ব্যবস্থা করবেন তিনি । অন্যদিকে, পশ্চিম বর্ধমান বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই অভিযোগ করেন, "কে মরল, কে বাঁচল সেটা দেখলে তোলাবাজি করবে কে । মাতৃযান বিকল হয়ে পড়ে আছে । কোনও সারানোর দায়বদ্ধতা নেই । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.