ETV Bharat / state

অন্ডালে নব্য নেতা-কর্মীদের হাতে আক্রান্ত প্রবীণ BJP নেতারা

অন্ডালে সদ্য BJP-তে আসা সরোজ মণ্ডল ও তাঁর অনুগামীরা চান না যে এলাকায় সদস্য সংগ্রহ অনুষ্ঠান হোক । আর তাই সদ্য BJP-তে আসা কর্মীদের হাতে প্রহৃত হতে হল বলে অভিযোগ তুললেন প্রবীণ BJP নেতা প্রসূন ভট্টাচার্য ।

প্রসূন ভট্টাচার্য
author img

By

Published : Jul 19, 2019, 4:52 AM IST

অন্ডাল, 19 জুলাই : সদ্য BJP-তে আসা কর্মীদের হাতে প্রহৃত হওয়ার অভিযোগ তুললেন অন্ডালের প্রবীণ BJP নেতা প্রসূন ভট্টাচার্য । প্রসূনবাবুর দাবি, স্থানীয় BJP নেতা সরোজ মণ্ডল ও তাঁর অনুগামীরা চান না যে এলাকায় সদস্য সংগ্রহ অনুষ্ঠান হোক । আর এর জেরেই বিপত্তি ।

22 জুলাই অন্ডালে BJP-র কিষাণ মোর্চার একটি সমাবেশের জন্য সদস্য সংগ্রহ কর্মসূচি চলছিল গতকাল । অভিযোগ, সেখানে সরোজ মণ্ডল ও তাঁর অনুগামীরা এসে কর্মসূচিতে উপস্থিত কিষাণ মোর্চার জেলা সভাপতি বিমান মুখোপাধ্যায় সহ কর্মীদের গালাগালি দেন এবং মারার জন্য তেড়ে যান । আক্রান্ত হন প্রসূনবাবুও । তাঁদের আটক করে রাখা হয় । সেখান থেকে বাঁচতে বিমান মুখোপাধ্যায়, প্রসূন ভট্টাচার্য-সহ বেশ কয়েকজন অন্ডালের লোকো গ্রাউন্ডে দলীয় কার্যালয়ে আশ্রয় নেন ।

ঘটনা প্রসঙ্গে প্রসূনবাবু জানান, এলাকার পুরোনো BJP নেতা কর্মীদের হেনস্থা ও মারধরের ঘটনার বিবরণ রাজ্য নেতৃত্বকে জানানো হবে । পাশাপাশি আক্ষেপের সুরে তিনি বলেন, "রাজ্য সভাপতির কাছে গিয়ে বিচার চেয়ে বলব, BJP-তে আসা এই নতুনদের হাতে মার খাওয়ার জন্যই কি BJP-কে নিয়ে এলাম ?" এবিষয়ে মুখ খুলতে চাননি সরোজ মণ্ডল বা তাঁর অনুগামীরা ।

অন্যদিকে BJP-র অন্ডাল মণ্ডলের সভাপতি জয়ন্ত মিশ্র বলেন, "একটা ভুল বোঝাবুঝি হয়েছে । সেটা দলের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে ।"

অন্ডাল, 19 জুলাই : সদ্য BJP-তে আসা কর্মীদের হাতে প্রহৃত হওয়ার অভিযোগ তুললেন অন্ডালের প্রবীণ BJP নেতা প্রসূন ভট্টাচার্য । প্রসূনবাবুর দাবি, স্থানীয় BJP নেতা সরোজ মণ্ডল ও তাঁর অনুগামীরা চান না যে এলাকায় সদস্য সংগ্রহ অনুষ্ঠান হোক । আর এর জেরেই বিপত্তি ।

22 জুলাই অন্ডালে BJP-র কিষাণ মোর্চার একটি সমাবেশের জন্য সদস্য সংগ্রহ কর্মসূচি চলছিল গতকাল । অভিযোগ, সেখানে সরোজ মণ্ডল ও তাঁর অনুগামীরা এসে কর্মসূচিতে উপস্থিত কিষাণ মোর্চার জেলা সভাপতি বিমান মুখোপাধ্যায় সহ কর্মীদের গালাগালি দেন এবং মারার জন্য তেড়ে যান । আক্রান্ত হন প্রসূনবাবুও । তাঁদের আটক করে রাখা হয় । সেখান থেকে বাঁচতে বিমান মুখোপাধ্যায়, প্রসূন ভট্টাচার্য-সহ বেশ কয়েকজন অন্ডালের লোকো গ্রাউন্ডে দলীয় কার্যালয়ে আশ্রয় নেন ।

ঘটনা প্রসঙ্গে প্রসূনবাবু জানান, এলাকার পুরোনো BJP নেতা কর্মীদের হেনস্থা ও মারধরের ঘটনার বিবরণ রাজ্য নেতৃত্বকে জানানো হবে । পাশাপাশি আক্ষেপের সুরে তিনি বলেন, "রাজ্য সভাপতির কাছে গিয়ে বিচার চেয়ে বলব, BJP-তে আসা এই নতুনদের হাতে মার খাওয়ার জন্যই কি BJP-কে নিয়ে এলাম ?" এবিষয়ে মুখ খুলতে চাননি সরোজ মণ্ডল বা তাঁর অনুগামীরা ।

অন্যদিকে BJP-র অন্ডাল মণ্ডলের সভাপতি জয়ন্ত মিশ্র বলেন, "একটা ভুল বোঝাবুঝি হয়েছে । সেটা দলের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে ।"

Intro:নতুন ও পুরানো বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে।উত্তেজনা অন্ডালে।


অন্ডাল-  বিজেপি র রাজ্যসভাপতি র কাছে গিয়ে বিচার চেয়ে বলব এই নতুন বিজেপি দের হাতে মার খাওয়ার জন্যই কি বিজেপি কে নিয়ে এলাম?""-অন্ডালের প্রবীন বিজেপি নেতা প্রসূন ভট্টাচার্য নতুন কিছু বিজেপি কর্মীদের হাতে মার খাওয়ার এবং অকথ্য গালিগালাজ সহ্য করার পরে এমন কথায় বললেন আক্ষেপের সাথে। রাজ্যে ক্ষমতায় না আসতেই নতুন ও পুরানো বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে ও উত্তেজনা ছড়াল অন্ডালে। চলতি মাসের ২২ তারিখ অন্ডাল গ্রামে বিজেপির কিষান মোর্চার একটা সমাবেশ হবে । তারই প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার বিকালে কিষান মোর্চার তরফে এলাকায় সদস্য সংগ্রহ কর্মসূচি চলছিল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিষান মোর্চার জেলা সভাপতি বিমান মুখোপাধ্যায়,ছিলেন স্থানীয় বিজেপি নেতা প্রসূন ভট্টাচার্য্যসহ প্রমুখ নেতারা।

বিজেপি নেতা প্রসূন ভট্টাচর্য্যের অভিযোগ যে,বর্তমানে প্রচুর সংখ্যক লোক অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। তাদের অনেকের আচরণে পুরনো বিজেপি কর্মীরা এখন দল থেকে দূরে সরে গেছেন । যাতে তাদের আবার দলে ফিরিয়ে এনে দলকে আরও শক্তিশালী করা যায় তারা সেই চেষ্টায় করছেন । কিন্তু এলাকার বিজেপি নেতা সরোজ মণ্ডল ও তার অনুগামীরা চান না যে তাদের এলাকায় কোনও সদস্য সংগ্রহ অনুষ্ঠান হোক। আর এর থেকেই বিপত্তি । প্রসূন বাবুদের অভিযোগ সরোজ মণ্ডল ও তার অনুগামীরা তাদের অকথ্য ভাষায় গালাগালি করে, এমনকি তাদের মারধর করতেও যায় এবং  কিষান মোর্চার জেলা সভাপতি বিমান মুখোপাধ্যায়, প্রসূন ভট্টাচার্য সহ বেশ কিছু কর্মীকে আটক করে রাখে বলেও অভিযোগ । কোনও ক্রমে বিজেপি কিষান মোর্চার নেতা কর্মীরা অন্ডালে র লোকো গ্রাউন্ডে তাদের দলীয় কার্যালয়ে আশ্রয় নেন।
প্রসূন বাবুরা জানান যে,এইভাবে এলাকার পুরোনো বিজেপি নেতা কর্মীদের হেনস্থা ও মারধরের ঘটনার পুরো বিবরণ রাজ্য নেতৃত্বকে জানানো হবে ।
অন্যদিকে বিজেপির অন্ডাল মণ্ডলের সভাপতি জয়ন্ত মিশ্র পুরো ঘটনাকে ধামাচাপা দেবার চেষ্টা করে বললেন ,এটা দলের মধ্যে একটা ভুলবোঝাবুঝি হয়েছে,সেটা দলের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে।

অন্ডাল মণ্ডলের সভাপতি পুরো ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করলেও  এই ঘটনা অন্ডালে নতুন বিজেপি ও পুরানো বিজেপির সংঘাত সামনে এলো।গতকাল বুদবুদ থানার কসবা তেও নব্য বিজেপি র কর্মীদের দ্বারা আক্রান্ত হন পুরানো নেতা কর্মীরা।আজ অন্ডালে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।Body:গConclusion:দ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.