ETV Bharat / state

কুলটিতে অবৈধ কয়লা খনি থেকে তিনজনের দেহ উদ্ধার

শনিবার খননকার্য চলাকালীন হঠাৎ ধস নামে কুলটির আলডিতে বেআইনি কয়লা খাদানে । তখনই তিনজন আটকে পড়েন । আজ তিনজনেরই মৃতদেহ উদ্ধার করল NDRF ।

মৃতদেহ উদ্ধার
author img

By

Published : Oct 17, 2019, 10:45 PM IST

Updated : Oct 18, 2019, 1:59 AM IST

কুলটি, 17 অক্টোবর : কুলটির আলডিতে বেআইনি কয়লা খাদানে আটকে পড়া তিনজনেরই মৃতদেহ উদ্ধার করল NDRF (ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স) । শনিবার খননকার্য চলাকালীন হঠাৎ ধস নামে এই খাদানে । তখনই তিনজন আটকে পড়েন ।

ঘটনার দিনই আটকে পড়া তিনজনকে উদ্ধারে যায় ECL-এর মাইন রেসকিউ টিম । কিন্তু উদ্ধারকারী দল নিচে নামতে গেলে বন্ধ হয়ে যায় সেফটি ল্যাম্প ৷ অর্থাৎ, খনিতে অক্সিজেনের পরিমাণ কম রয়েছে সেটা স্পষ্ট ৷ সে কারণে রাতে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি ৷ সকাল থেকে ফের ভিতরে প্রবেশের চেষ্টা করা হয় ৷

আজ খাদান থেকে ওই তিনজনকে উদ্ধারের জন্য দিল্লি থেকে আসে NDRF (ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স)-এর বিশেষ দল । সকাল সাড়ে 8 টা নাগাদ উদ্ধারকাজ শুরু হয় । দুটি পোকল্যান্ড মেশিন দিয়ে খাদানের একটি অংশ কেটে সুড়ঙ্গ তৈরি করা হয় । তারপর সুড়ঙ্গ দিয়ে খাদানে ঢোকে উদ্ধারকারী দল । প্রায় 14 ঘণ্টার পর একজনের মৃতদেহ উদ্ধার করেন তারা । পরে রাতের দিকে আরও দুইজনের দেহ উদ্ধার করা হয় ।

কুলটি, 17 অক্টোবর : কুলটির আলডিতে বেআইনি কয়লা খাদানে আটকে পড়া তিনজনেরই মৃতদেহ উদ্ধার করল NDRF (ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স) । শনিবার খননকার্য চলাকালীন হঠাৎ ধস নামে এই খাদানে । তখনই তিনজন আটকে পড়েন ।

ঘটনার দিনই আটকে পড়া তিনজনকে উদ্ধারে যায় ECL-এর মাইন রেসকিউ টিম । কিন্তু উদ্ধারকারী দল নিচে নামতে গেলে বন্ধ হয়ে যায় সেফটি ল্যাম্প ৷ অর্থাৎ, খনিতে অক্সিজেনের পরিমাণ কম রয়েছে সেটা স্পষ্ট ৷ সে কারণে রাতে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি ৷ সকাল থেকে ফের ভিতরে প্রবেশের চেষ্টা করা হয় ৷

আজ খাদান থেকে ওই তিনজনকে উদ্ধারের জন্য দিল্লি থেকে আসে NDRF (ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স)-এর বিশেষ দল । সকাল সাড়ে 8 টা নাগাদ উদ্ধারকাজ শুরু হয় । দুটি পোকল্যান্ড মেশিন দিয়ে খাদানের একটি অংশ কেটে সুড়ঙ্গ তৈরি করা হয় । তারপর সুড়ঙ্গ দিয়ে খাদানে ঢোকে উদ্ধারকারী দল । প্রায় 14 ঘণ্টার পর একজনের মৃতদেহ উদ্ধার করেন তারা । পরে রাতের দিকে আরও দুইজনের দেহ উদ্ধার করা হয় ।

Intro:কুলটির আলডিতে বেআইনি কয়লা খাদানে প্রথমজনের মৃতদেহ উদ্ধার হল। প্রথম মৃতদেহ বেরিয়ে এল রাত ৯ টা ৫০ মিনিটে। সকাল সাড়ে ৮ টা নাগাদ এনডিআরএফ এর টিম উদ্ধার কাজ শুরু করে। দুটি পোকল্যান্ড মেশিন খাদানের অংশ কেটে পুরো এলাকা পরিষ্কার করে। এরপর সুড়ঙ্গে ঢুকে প্রথম মৃতদেহ বের করা হয়। সারাদিন ধরে যুদ্ধকালীন তৎপরতায় NDRF টিম মৃতদেহ তুলতে সফল হল।


Body:..


Conclusion:
Last Updated : Oct 18, 2019, 1:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.