কুলটি, 17 অক্টোবর : কুলটির আলডিতে বেআইনি কয়লা খাদানে আটকে পড়া তিনজনেরই মৃতদেহ উদ্ধার করল NDRF (ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স) । শনিবার খননকার্য চলাকালীন হঠাৎ ধস নামে এই খাদানে । তখনই তিনজন আটকে পড়েন ।
ঘটনার দিনই আটকে পড়া তিনজনকে উদ্ধারে যায় ECL-এর মাইন রেসকিউ টিম । কিন্তু উদ্ধারকারী দল নিচে নামতে গেলে বন্ধ হয়ে যায় সেফটি ল্যাম্প ৷ অর্থাৎ, খনিতে অক্সিজেনের পরিমাণ কম রয়েছে সেটা স্পষ্ট ৷ সে কারণে রাতে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি ৷ সকাল থেকে ফের ভিতরে প্রবেশের চেষ্টা করা হয় ৷
আজ খাদান থেকে ওই তিনজনকে উদ্ধারের জন্য দিল্লি থেকে আসে NDRF (ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স)-এর বিশেষ দল । সকাল সাড়ে 8 টা নাগাদ উদ্ধারকাজ শুরু হয় । দুটি পোকল্যান্ড মেশিন দিয়ে খাদানের একটি অংশ কেটে সুড়ঙ্গ তৈরি করা হয় । তারপর সুড়ঙ্গ দিয়ে খাদানে ঢোকে উদ্ধারকারী দল । প্রায় 14 ঘণ্টার পর একজনের মৃতদেহ উদ্ধার করেন তারা । পরে রাতের দিকে আরও দুইজনের দেহ উদ্ধার করা হয় ।