আসানসোল , 12 মে : লকডাউনের 49 দিনের মাথায় চালু হল হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ৷ আসানসোল স্টেশনে সেই ট্রেন দাঁড়াবে । যাত্রীদের সুরক্ষা এবং নিরাপদ ভ্রমণের জন্য আসানসোল স্টেশনে নানারকম ব্যবস্থা নেওয়া হয়েছে । যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে স্টেশনে যাতে কোনওভাবেই জমায়েত বা সামাজিক দূরত্ব লঙ্ঘিত না হয় সেই বিষয়ে একগুচ্ছ পরিকল্পনা আজ বাস্তবায়িত করা হয়েছে ।
আজ হাওড়া-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হল । আসানসোল স্টেশন থেকে মোট 49 জন যাত্রী এই ট্রেনে যাত্রা করবেন । আর সেই কারণে যাত্রীদের সুরক্ষার জন্য আসানসোল স্টেশনে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছিল । যাত্রীদের জানানো হয়েছিল , নির্দিষ্ট সময়ের 90 মিনিট আগে স্টেশনে আসতে হবে । স্টেশনে যাত্রীদের আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয় । থার্মাল গান দিয়ে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি যাত্রীরা স্টেশনে ঢোকার সময় তাঁদের হাতে স্যানিটাইজ়ার দেওয়া হয় ।
সুরক্ষা বলয় আগেই আঁকা হয়েছিল । সেই সুরক্ষা বলয়ে নির্দিষ্ট দূরত্ব মেনে যাত্রীরা স্টেশনে প্রবেশ করে । স্টেশনে এবং প্ল্যাটফর্মে যাত্রীরা যেখানে অপেক্ষা করছিলেন সেখানে যাত্রীদের একের সঙ্গে অন্যের কমপক্ষে দুই গজ করে দূরত্ব ছিল ।
রেল সূত্রে জানা গিয়েছে , আসানসোল স্টেশনে ঢোকার সময় যাত্রীরা চলমান সিড়ি এবং মসৃণ সিঁড়ি ব্যবহার করবে । যাত্রীরা বের হওয়ার জন্য প্ল্যাটফর্মের মূল গেটকে ব্যবহার করবেন ৷ অন্যদিকে , সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে ঢোকার এবং বেরোনোর ফটক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে । সেদিক দিয়ে ঢোকা ও বের হওয়া যাবে না । কারণ সেখানে দুটি আলাদা পথ নেই ।