ETV Bharat / state

বিজ্ঞাপন দিয়ে কাটমানি ফেরত দিক মমতা : মুকুল - tmc

গতকাল চন্দ্রকোনা রোডে রথের দড়ি টানতে এসে BJP নেতা মুকুল রায় কাটমানি নিয়ে ফএর কাটক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ।

মুকুল
author img

By

Published : Jul 5, 2019, 8:32 AM IST

মেদিনীপুর, 5 জুলাই : বিজ্ঞাপন দিয়ে কাটমানি ফেরত দিক মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল চন্দ্রকোনা রোডে রথের দড়ি টানতে এসে এই দাবি করেন BJP নেতা মুকুল রায় । তিনি আরও বলেন, "লালু প্রসাদ, অখিলেশের দলকে তুলে দিয়েছে। প্রশান্ত কিশোরের হাত ধরে তৃণমূল দলটাও উঠে যাবে ।"

কাটমানি প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন ৭৫ শতাংশ টাকা দলকে দিন । তার মানে ৭৫ শতাংশ টাকা দলের কাছে আছে । দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উনি একটা বিজ্ঞাপন দিয়ে বলুন যাদের যাদের টাকা দলের কাছে আছে উনি এক জায়গায় বসে সেই টাকাগুলো ফেরত দিয়ে দেবেন । তাহলেই তো ঝামেলা মিটে যায় ।

কাটমানি নিয়ে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "আন্দোলন তো করছে সাধারণ মানুষ । আমরা তো টাকা ফেরত চাইনি, জনগণ চেয়েছে । কাটমানির টাকা নিয়ে আন্দোলন জনগণ করছে । এটা জনগণ বনাম মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে । এখানে BJP-র যোগ কোথায় ?"

মেদিনীপুর, 5 জুলাই : বিজ্ঞাপন দিয়ে কাটমানি ফেরত দিক মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল চন্দ্রকোনা রোডে রথের দড়ি টানতে এসে এই দাবি করেন BJP নেতা মুকুল রায় । তিনি আরও বলেন, "লালু প্রসাদ, অখিলেশের দলকে তুলে দিয়েছে। প্রশান্ত কিশোরের হাত ধরে তৃণমূল দলটাও উঠে যাবে ।"

কাটমানি প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন ৭৫ শতাংশ টাকা দলকে দিন । তার মানে ৭৫ শতাংশ টাকা দলের কাছে আছে । দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উনি একটা বিজ্ঞাপন দিয়ে বলুন যাদের যাদের টাকা দলের কাছে আছে উনি এক জায়গায় বসে সেই টাকাগুলো ফেরত দিয়ে দেবেন । তাহলেই তো ঝামেলা মিটে যায় ।

কাটমানি নিয়ে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "আন্দোলন তো করছে সাধারণ মানুষ । আমরা তো টাকা ফেরত চাইনি, জনগণ চেয়েছে । কাটমানির টাকা নিয়ে আন্দোলন জনগণ করছে । এটা জনগণ বনাম মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে । এখানে BJP-র যোগ কোথায় ?"

চন্দ্রকোনা রোডে রথের দড়িতে টান দিতে এসে মমতা কে খোঁচা মুকুলের,বিজ্ঞাপন দিয়ে কাটমানি ফেরতের দাবি পাশাপাশি তিনি বলেন লালু প্রাসাদ, অখিলেশের দলকে তুলে দিয়েছে ,প্রশান্ত কিশোরের হাত ধরে তৃণমূল দলটাও উঠে যাবে l বৃহস্পতিবার ছিল রথ যাত্রা ,পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে বৃহস্পতিবার জগন্নাথের রথের দড়িতে টান দিতে আসেন বিজেপি নেতা মুকুল রায় l বলা যায় যে এই চন্দ্রকোনা রোডে দীর্ঘদিন ধরে ধর্মীয় রথযাত্রা উৎসব পালন করে আসছেন এলাকাবাসী l এই বিশেষ দিনে রথ যাত্রা কে কেন্দ্র করে বেশ ধুমধামের সঙ্গে পালন করেন তারা l 2019 এর লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল ভালো হয় l সেই উৎসব মহা ধুমধামের সঙ্গে পালন করার সিদ্ধান্ত নেন চন্দ্রকোনা রোড বাসি আর সেই প্রেক্ষিতেই এবারের রথযাত্রা বিশেষভাবে উৎসাহ উদ্দীপনা যোগায় l উৎসাহ-উদ্দীপনায় ঘাটতি না রাখতেই আমন্ত্রণ জানানো হয় বিজেপি নেতা মুকুল রায় কে ,আর এদিন মুকুলবাবু রথ টানতে বিকেল বেলায় চলে এলেন চন্দ্রকোনা রোডে l রথের মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রথ যাত্রার সূচনা করে দিয়ে সাংবাদিকদের মুখমুখী হন তিনি l কাটমানি প্রশ্নের উত্তরে তিনি বলেন মুখমন্ত্রী বলেছেন পঁচাত্তর শতাংশ টাকা দল কে দিন, পঁচাত্তর শতাংশ টাকা দলের কাছে আছে l দলের নেত্রী মমতা ব্যানার্জি, উনি একটা বিজ্ঞাপন দিয়ে বলুন যাদের যাদের টাকা দলের কাছে আছে উনি এক জায়গায় বসে সেই টাকাগুলো ফেরত দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায় , আমরা তো টাকা ফেরত চাই নি , জনগণ চেয়েছি l কাটমানির টাকা নিয়ে আন্দোলন জনগন করছে l তৃণমূলের নির্বাচনী পরামর্স দাতা প্রশান্ত কিশোর সম্বন্ধে জানতে চাওয়া হলে তিনি বলেন লালু প্রাসাদ, অখিলেশের দলকে তুলে দিয়েছে প্রশান্ত কিশোরের হাত ধরে তৃণমূল দলটাও উঠে যাবে l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.