ETV Bharat / state

Dengue in Durgapur: দুর্গাপুরে রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত - ডেঙ্গি

দুর্গাপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন (Dengue in Durgapur) ৷ এলাকায় এলাকায় চালু হয়েছে মেডিক্যাল ক্যাম্প (Medical Camp) ৷

Dengue in Durgapur
Dengue in Durgapur
author img

By

Published : Nov 9, 2022, 10:16 PM IST

দুর্গাপুর, 9 নভেম্বর: এর আগে দুর্গাপুরে এত সংখ্যক মানুষ কখনও ডেঙ্গিতে আক্রান্ত হননি । দুর্গাপুর পৌরনিগম (Durgapur Municipal Corporation) ও মহকুমা হাসপাতালের যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্প চালু হয়েছে । এখন দুর্গাপুরে ডেঙ্গিতে আক্রান্ত সংখ্যা পঞ্চাশের বেশি (More than fifty people affected in Dengue) ।

শিলিগুড়ি ও কলকাতাতে ইতিমধ্যেই ব্যাপক আকার ধারণ করেছে ডেঙ্গি । পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গায়ও মাথা চাড়া দিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । পশ্চিম বর্ধমান জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । দুর্গাপুরের চার নম্বর ওয়ার্ডের বিদ্যাপতি এলাকায় চার জনের ডেঙ্গি ধরা পড়তেই দুর্গাপুর পৌরনিগমের তৎপরতা চোখে পড়ল । জানা গিয়েছে, দুর্গাপুর পৌর এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 52 (Dengue in Durgapur) ।

স্থানীয় বাসিন্দা বন্দনা সাহা বলেন, "আমার এনেকদিন ধরে ঠান্ডা লেগেছে ৷ স্বাস্থ্যকেন্দ্র থেকে সার্ভে করাতে গিয়েছিল ৷ তাই বিনামূল্যে টেস্ট হচ্ছে জেনে এলাম ৷ বুঝতে পারছি না তো, ভেতরে ভেতরে জ্বর হয়েছে কি না ৷ রক্ত পরীক্ষা করালাম ৷"

অন্যদিকে দুর্গাপুর পৌরনিগমের পৌর-প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি বলেন, "দুর্গাপুরের অধিকাংশ জায়গাই পরিষ্কার-পরিচ্ছন্ন । নিয়মিত সাফাই অভিযান করা হয় । একসঙ্গে দুটো তিনটে ডেঙ্গি ধরা পড়েছে ৷ তাই হেলথ ক্যাম্প করা হয়েছে ৷ সবার রক্ত পরীক্ষা করা হয়েছে ৷"

দুর্গাপুরে ডেঙ্গিতে আক্রান্ত সংখ্যা পঞ্চাশের বেশি

আরও পড়ুন: ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জেলায় জেলায় যাবে বিশেষজ্ঞ দল

শহরজুড়ে দুর্গাপুর পৌরনিগমের পক্ষ থেকে প্রচার চালানো হলেও ডেঙ্গিতে আক্রান্ত বহু মানুষ । দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গি প্রতিরোধের কারণে গাপ্পি মাছ ছাড়া থেকে মশার লার্ভা মারার জন্য রাসায়নিক তেল স্প্রে করার কাজ করা হয়েছে। কিন্তু তারপরেও ডেঙ্গি আটকানো যাচ্ছে না । সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অভাব রয়েছে বলেই মনে করছে অনেকেই । সাধারণত জমা জল থেকেই ডেঙ্গি মশার উপদ্রব শুরু হয় । তাই পৌরনিগমের পক্ষ থেকে বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখার আবেদন জানানো হচ্ছে ।

দুর্গাপুর, 9 নভেম্বর: এর আগে দুর্গাপুরে এত সংখ্যক মানুষ কখনও ডেঙ্গিতে আক্রান্ত হননি । দুর্গাপুর পৌরনিগম (Durgapur Municipal Corporation) ও মহকুমা হাসপাতালের যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্প চালু হয়েছে । এখন দুর্গাপুরে ডেঙ্গিতে আক্রান্ত সংখ্যা পঞ্চাশের বেশি (More than fifty people affected in Dengue) ।

শিলিগুড়ি ও কলকাতাতে ইতিমধ্যেই ব্যাপক আকার ধারণ করেছে ডেঙ্গি । পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গায়ও মাথা চাড়া দিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । পশ্চিম বর্ধমান জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । দুর্গাপুরের চার নম্বর ওয়ার্ডের বিদ্যাপতি এলাকায় চার জনের ডেঙ্গি ধরা পড়তেই দুর্গাপুর পৌরনিগমের তৎপরতা চোখে পড়ল । জানা গিয়েছে, দুর্গাপুর পৌর এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 52 (Dengue in Durgapur) ।

স্থানীয় বাসিন্দা বন্দনা সাহা বলেন, "আমার এনেকদিন ধরে ঠান্ডা লেগেছে ৷ স্বাস্থ্যকেন্দ্র থেকে সার্ভে করাতে গিয়েছিল ৷ তাই বিনামূল্যে টেস্ট হচ্ছে জেনে এলাম ৷ বুঝতে পারছি না তো, ভেতরে ভেতরে জ্বর হয়েছে কি না ৷ রক্ত পরীক্ষা করালাম ৷"

অন্যদিকে দুর্গাপুর পৌরনিগমের পৌর-প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি বলেন, "দুর্গাপুরের অধিকাংশ জায়গাই পরিষ্কার-পরিচ্ছন্ন । নিয়মিত সাফাই অভিযান করা হয় । একসঙ্গে দুটো তিনটে ডেঙ্গি ধরা পড়েছে ৷ তাই হেলথ ক্যাম্প করা হয়েছে ৷ সবার রক্ত পরীক্ষা করা হয়েছে ৷"

দুর্গাপুরে ডেঙ্গিতে আক্রান্ত সংখ্যা পঞ্চাশের বেশি

আরও পড়ুন: ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জেলায় জেলায় যাবে বিশেষজ্ঞ দল

শহরজুড়ে দুর্গাপুর পৌরনিগমের পক্ষ থেকে প্রচার চালানো হলেও ডেঙ্গিতে আক্রান্ত বহু মানুষ । দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গি প্রতিরোধের কারণে গাপ্পি মাছ ছাড়া থেকে মশার লার্ভা মারার জন্য রাসায়নিক তেল স্প্রে করার কাজ করা হয়েছে। কিন্তু তারপরেও ডেঙ্গি আটকানো যাচ্ছে না । সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অভাব রয়েছে বলেই মনে করছে অনেকেই । সাধারণত জমা জল থেকেই ডেঙ্গি মশার উপদ্রব শুরু হয় । তাই পৌরনিগমের পক্ষ থেকে বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখার আবেদন জানানো হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.