আসানসোল, 29 মার্চ: কয়লা পাচার মামলায় (Coal Smuggling Scam) ইডি পুনরায় তলব করেছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে। বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু মলয় ঘটক যাননি। শোনা যাচ্ছিল, অসুস্থতার কারণেই নাকি ইডির ডাকে তিনি দিল্লি যাননি। কিন্তু বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে মলয় ঘটক খোলসা করে দিলেন শরীর খারাপের অজুহাতে তিনি হাজিরা এড়াননি, কারণ অন্যকিছু ৷ বরং শরীর খারাপের কথা শুনে খানিকটা অবাকই হলেন রাজ্যের মন্ত্রী। তবে কী কারণে তিনি ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি, সেই কারণ তিনি বলতে অস্বীকার করেছেন।
বেআইনি কয়লা পাচার মামলায় একাধিকবার নোটিশ পেয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। একবার তিনি ইডির মুখোমুখিও হয়েছিলেন। কিন্তু তারপর থেকে বারবার হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক। গত সেপ্টেম্বরে মলয় ঘটকের পৈতৃক বাড়ি এবং বর্তমান বাসস্থানেও একসঙ্গে তল্লাশি অভিযান চালায় সিবিআই। যদিও সিবিআইকে খালি হাতেই ফিরতে হয়। জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারির পরেই কাকতালীয়ভাবে ফের মলয় ঘটককে তলব করে ইডি, শুধু মলয় ঘটক নন, তাঁর আপ্তসহায়ক শঙ্কর চক্রবর্তীকেও ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন: জিতেন্দ্রর গ্রেফতারির পরেই মলয়কে ইডির তলব ! প্রতিহিংসার রাজনীতির অভিযোগ
ইডি গত 23 মার্চ শঙ্কর চক্রবর্তীকে এবং গতকাল অর্থাৎ বুধবার মলয় ঘটককে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল। 23 মার্চ শঙ্কর চক্রবর্তী শরীর খারাপের কারণ দেখিয়ে ইডির হাজিরা এড়িয়ে যান। অন্যদিকে, গতকালও মলয় ঘটক ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে দিল্লি যাননি। শোনা যাচ্ছিল মলয় ঘটকের শরীর খারাপ। বৃহস্পতিবার রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন আইন মন্ত্রী। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় আপনার শরীর খারাপ? এপ্রশ্নের উত্তরে বিস্ময় প্রকাশ করেন মলয় ঘটক। তিনি পালটা বলেন, "আমার শরীর খারাপ?" এরপর তাঁকে প্রশ্ন করা হয়, শরীর খারাপের মেল পাঠিয়ে আপনি ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি? এই প্রশ্নের উত্তরে মলয় ঘটকের উত্তর, "দেখুন আমি কী পাঠিয়েছি সেটা বলতে চাই না। কিন্তু আমি শরীর খারাপের কারণ দেখিয়ে কিছু পাঠাইনি।" মলয় ঘটকের এই উত্তর কী ইঙ্গিত বহন করছে, তা বোঝা যায়নি।