দুর্গাপুর, 26 অগস্ট: পুকুর থেকে উদ্ধার হল ষষ্ঠ শ্রেণির ছাত্রের দেহ ৷ জানা গিয়েছে শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল পীযূষ রাউত নামে ওই পড়ুয়া ৷ আজ সকালে অণ্ডালের শংকরপুরের মাঝিপাড়া এলাকায় তার দেহ একটি পুকুরে ভেসে থাকতে দেখা যায় ৷ একটি সিসিটিভি ক্যামেরায় এক বন্ধুর সঙ্গে গতকাল দেখা গিয়েছিল পীযূষ রাউতকে ৷ তার সেই বন্ধুর খোঁজ করছে পুলিশ ৷ পীযূষের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে স্কুলের পোশাকে বাড়ি থেকে বেরিয়েছিল আদর্শ হিন্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্র 12 বছরের পীযূষ রাউত ৷ বিকেলে স্কুলের সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি সে ৷ সন্ধ্যা পর্যন্ত অভিভাবকরা খোঁজ চালালেও, তাকে খুঁজে পায়নি ৷ এই পরিস্থিতিতে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা ৷ পুলিশ তদন্তে নেমে সবার আগে স্কুলে যায় তদন্ত করতে ৷ সেখানে নিরাপত্তারক্ষী এবং অন্যান্য শিক্ষকদের থেকে তদন্তকারীরা জানতে পারেন, গতকাল সে স্কুলেই যায়নি ৷ অথচ বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করেই বেরিয়েছিল পীযূষ ৷
পীযূষ মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে যেত ৷ তার সেই সব বন্ধুদের গতকাল জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ কিন্তু, তারা জানায় সেদিন পীযূষ সাঁতার কাটতে যায়নি ৷ এর পরেই বিভিন্ন এলাকায় ষষ্ঠ শ্রেণির ছাত্রের খোঁজ শুরু করে পুলিশ ৷ কিন্তু, তার কোনও হদিশ পাওয়া যায়নি ৷ আজ সকালে স্থানীয় একটি পুকুরে একটি ছেলের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ তদন্তকারীরা দেহ উদ্ধার করে ৷ এর পর পীযূষের বাড়ির লোক তার দেহ শনাক্ত করে ৷
আরও পড়ুন: দুর্গাপুর ব্যারেজে জলে ডুবে মৃত্যু এনআইটি'র ছাত্রের
ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার এই রহস্যজনক মৃত্যুর তদন্তে নেমে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে ৷ সেখানেই একটি ফুটেজে পীযূষ রাউতকে দেখা যায় ৷ সঙ্গে তার একটি বন্ধুকেও দেখা গিয়েছে ৷ সেই দ্বিতীয় ছেলেটির খোঁজ শুরু করেছে পুলিশ ৷ তবে, ঠিক কী কারণে ওই কিশোরের মৃত্যু হয়েছে ? তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ ৷ এর জন্য ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিক ৷ পীযূষের দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷