ETV Bharat / state

অজয় নদ থেকে উদ্ধার কিশোরের দেহ - অজয় নদ থেকে নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার

ছয় মাস আগে বিহার থেকে অনিল মণ্ডল নামের এক শ্রমিক গৌরবাজার গ্রামে ইটভাটার কর্মী হিসেবে কাজে যোগ দেন । তাঁর 12 বছরের ছেলে কিশোর মণ্ডল গতকাল দুপুর থেকে নিখোঁজ হয়ে যায় । আজ সকালে অজয় নদে কিশোরের মৃতদেহ ভাসতে দেখা যায় ।

Missing boy found dead
নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার
author img

By

Published : Apr 26, 2020, 2:30 PM IST

দুর্গাপুর, 26 এপ্রিল : অজয় নদ থেকে উদ্ধার হল এক কিশোরের দেহ । গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল কিশোর মণ্ডল (12) । দুর্গাপুরের ফরিদপুর থানার পুলিশ আজ সকালে কিশোরের মৃতদেহ উদ্ধার করে । ঘটনাটি ঘটেছে ফরিদপুর থানা এলাকার গৌরবাজার গ্রামে ।

ছয় মাস আগে বিহার থেকে অনিল মণ্ডল নামের এক শ্রমিক গৌরবাজার গ্রামে ইটভাটার কর্মী হিসেবে কাজে যোগ দেন । পরিবার নিয়ে এখানেই থাকেন তিনি । লকডাউনের কারণে এখন কাজ বন্ধ । তাঁর 12 বছরের ছেলে কিশোর মণ্ডল গতকাল দুপুর থেকে নিখোঁজ হয়ে যায় । ফরিদপুর থানায় বিষয়টি জানান তিনি ।

আজ সকালে অজয় নদে কিশোরের মৃতদেহ ভাসতে দেখা যায় । খবর যায় ফরিদপুর থানায় । পুলিশ ঘটনাস্থানে এসে মৃতদেহ উদ্ধার করে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নদীর জলে স্নান করতে নেমে তলিয়ে গেছিল কিশোর । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

কান্নায় ভেঙে পড়েন বাবা অনিল মণ্ডল । চোখের জল মুছতে মুছতে তিনি জানান, একদিকে কাজ নেই । অভাবের সাথে যুদ্ধ করছেন । তার উপর সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার ।

দুর্গাপুর, 26 এপ্রিল : অজয় নদ থেকে উদ্ধার হল এক কিশোরের দেহ । গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল কিশোর মণ্ডল (12) । দুর্গাপুরের ফরিদপুর থানার পুলিশ আজ সকালে কিশোরের মৃতদেহ উদ্ধার করে । ঘটনাটি ঘটেছে ফরিদপুর থানা এলাকার গৌরবাজার গ্রামে ।

ছয় মাস আগে বিহার থেকে অনিল মণ্ডল নামের এক শ্রমিক গৌরবাজার গ্রামে ইটভাটার কর্মী হিসেবে কাজে যোগ দেন । পরিবার নিয়ে এখানেই থাকেন তিনি । লকডাউনের কারণে এখন কাজ বন্ধ । তাঁর 12 বছরের ছেলে কিশোর মণ্ডল গতকাল দুপুর থেকে নিখোঁজ হয়ে যায় । ফরিদপুর থানায় বিষয়টি জানান তিনি ।

আজ সকালে অজয় নদে কিশোরের মৃতদেহ ভাসতে দেখা যায় । খবর যায় ফরিদপুর থানায় । পুলিশ ঘটনাস্থানে এসে মৃতদেহ উদ্ধার করে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নদীর জলে স্নান করতে নেমে তলিয়ে গেছিল কিশোর । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

কান্নায় ভেঙে পড়েন বাবা অনিল মণ্ডল । চোখের জল মুছতে মুছতে তিনি জানান, একদিকে কাজ নেই । অভাবের সাথে যুদ্ধ করছেন । তার উপর সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.