ETV Bharat / state

বন্ধ খনিতে দুষ্কৃতীদের বোমাবাজি, আতঙ্কে স্থানীয়রা

অন্ডালের বন্ধ কয়লা খনিতে দুষ্কৃতীদের বোমাবাজির অভিযোগ

অন্ডালের বন্ধ কয়লা খনিতে দুষ্কৃতীদের বোমাবাজির অভিযোগ
author img

By

Published : Aug 28, 2019, 3:15 AM IST

অন্ডাল, 28 অগাস্ট : বন্ধ কয়লা খনিতে দুষ্কৃতীদের বোমাবাজির অভিযোগ উঠল ৷ ECL-এর খনিতে ঘটনাটি ঘটেছে ৷ বোমাবাজির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকায় । অভিযোগ, ECL-এর বন্ধ কয়লাখনিতে লোহা চুরিতে করতে এসেছিল দুষ্কৃতীরা । নিরাপত্তারক্ষীরা বাধা দিলে দুষ্কৃতীরা বোমাবাজি করে পালিয়ে যায় । অন্ডাল থানার অন্তর্গত ECL-এর কুনুস্তোরিয়া এলাকায় পড়াশিয়ায় বোমবাজির ফলে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে ৷

ECL-এর এক খনি শ্রমিক বলেন, " আচমকাই রাতে ECL-এর বন্ধ কয়লাখনিতে বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায় দুষ্কৃতীরা । ECL-এর নিরাপত্তারক্ষীরা লোহা চুরিতে বাধা দেওয়ায় এমনই ঘটনা ঘটে । এর আগেও বহুবার এই বন্ধ থাকা ECL-র ৬-৭ ইনক্লাইনে মূল্যবান লোহা, কেবলের তার চুরি হয়েছে ৷''

খনিতে বোমাবাজির খবর পেয়ে ECL-এর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ও অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি ৷ বোমার আঘাতে ইনক্লাইনের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে । খনি কর্তৃপক্ষ ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে ৷

অন্ডাল, 28 অগাস্ট : বন্ধ কয়লা খনিতে দুষ্কৃতীদের বোমাবাজির অভিযোগ উঠল ৷ ECL-এর খনিতে ঘটনাটি ঘটেছে ৷ বোমাবাজির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকায় । অভিযোগ, ECL-এর বন্ধ কয়লাখনিতে লোহা চুরিতে করতে এসেছিল দুষ্কৃতীরা । নিরাপত্তারক্ষীরা বাধা দিলে দুষ্কৃতীরা বোমাবাজি করে পালিয়ে যায় । অন্ডাল থানার অন্তর্গত ECL-এর কুনুস্তোরিয়া এলাকায় পড়াশিয়ায় বোমবাজির ফলে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে ৷

ECL-এর এক খনি শ্রমিক বলেন, " আচমকাই রাতে ECL-এর বন্ধ কয়লাখনিতে বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায় দুষ্কৃতীরা । ECL-এর নিরাপত্তারক্ষীরা লোহা চুরিতে বাধা দেওয়ায় এমনই ঘটনা ঘটে । এর আগেও বহুবার এই বন্ধ থাকা ECL-র ৬-৭ ইনক্লাইনে মূল্যবান লোহা, কেবলের তার চুরি হয়েছে ৷''

খনিতে বোমাবাজির খবর পেয়ে ECL-এর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ও অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি ৷ বোমার আঘাতে ইনক্লাইনের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে । খনি কর্তৃপক্ষ ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Intro:ECL-র বন্ধ কয়লা খনিতে দুষ্কৃতীদের বোমাবাজি ! বোমাবাজির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ECL-কয়লাখনি এলাকায় ।


ইসিএলের বন্ধ কয়লাখনিতে লোহা চুরিতে করতে আসে দুষ্কৃতীরা । ইসিএলের নিরাপত্তারক্ষীর বাধার মুখে পড়লে দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ । ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত ইসিএলের কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়ার ৬-৭ নম্বর ইনক্লাইনে ।


ইসিএলের খনি শ্রমিক জানান " হঠাৎ করে রাতে ইসিএলের বন্ধ কয়লা খনিতে বোমাবাজি করতে করতে পালিয়ে যায় দুষ্কৃতীরা । তাঁরা লোহা চুরি করতে এসেছিল এই খনিতে । ইসিএলের নিরাপত্তারক্ষীরা যখন রুখে দাঁড়ায় । তখনই এমনই ঘটনা ঘটে ।
এর আগেও বহুবার এই বন্ধ থাকা ECL-র ৬-৭ ইনক্লাইনে লোহা চোরেরা চুরি করে নিয়ে পালিয়েছে বহু মুল্যবান লোহা, কেবেল ।


ECL-র কয়লা খনিতে দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনার খবর পেয়ে ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্র বাহিনী ও অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে । যদিও এই ঘটনায় কেউ আহত না হলেও বোমাবাজিতে ইনক্লাইনের দরজা ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে ।


ইসিএলের কর্তৃপক্ষ ইতিমধ্যেই অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্ডাল থানার পুলিশ ঘটনার তদন্ত নেমেছে ।Body:.Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.