ETV Bharat / state

মাস্ক ব্যবহারে হতে পারে অন্য রোগ বলছেন চিকিৎসক - মুখে অযথা মাস্ক লাগালে হতে পারে অন্য রোগ

মুখে অযথা মাস্ক লাগালে হতে পারে অন্য রোগ, বলছেন চিকিৎসক।

CoronaVirus
কোরোনা আতঙ্কে মাস্ক ব্যবহার
author img

By

Published : Mar 16, 2020, 9:07 PM IST

Updated : Mar 16, 2020, 10:06 PM IST

রানিগঞ্জ, 16 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আপনি কি মাস্ক ব্যবহার করছেন ? মুখে মাস্ক লাগালে হতে পারে অন্য রোগ, বলছেন চিকিৎসক। সর্দি অথবা কাশি না হলে অযথা মুখে মাস্ক ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন রানিগঞ্জের চিকিৎসক। এছাড়াও রানিগঞ্জের খোলা বাজারে বিক্রি হওয়া মাস্ক খুব একটা নিরাপদ নয় বলেই দাবি চিকিৎসকেরা। কোরোনা ভাইরাসের আতঙ্কে রানিগঞ্জের বাজার এলাকায় অবাধে চড়া দামে বিক্রি হচ্ছে মাস্ক। দোকানদার নিজেই মেনে নিচ্ছেন বিক্রি হওয়া মাস্ক নিরাপদ নয়।

চিকিৎসক অনির্বাণ ঘোষ বলেন, ''কোরোনা ভাইরাস বায়ুবাহিত রোগ নয়। বাতাসে ঘুরে বেড়াচ্ছে না এই রোগ। একমাত্র যে ব্যক্তির কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে , সেই ব্যক্তির হাঁচি-কাশি ও থুতু থেকে সংক্রমণ ছড়াতে পারে। মাস্ক ব্যবহার দরকার নেই যদি না আপনার নিজের সর্দি অথবা কাশি হয়ে থাকে। যদি আপনি মুখে মাস্ক পরে থাকেন তাহলে শ্বাস ও মুখের লালাতে ভিজে থাকবে মাস্ক। মাস্ক থেকে ছড়াতে পারে অন্যান্য রোগ। যাদের সর্দি -কাশি হচ্ছে তবেই মাস্ক ব্যবহার করুন ।''

মুখে অযথা মাস্ক লাগালে হতে পারে অন্য রোগ, বলছেন চিকিৎসক

বাজারে বিক্রি হওয়া মাস্ক খুব একটা নিরাপদ নয় । মাস্ক বিক্রেতা বলেন, "কোরোনা ভাইরাস আতঙ্কের জেরে মাস্ক দেদার বিক্রি হচ্ছে। বাজারে এখন মাস্কের সবচেয়ে বেশি চাহিদা। সাধারণ মানুষ কিনতে আসছে বলেই বিক্রি করছি। সর্দি অথবা কাশি হলেই মাস্ক ব্যবহার করুন এমনই পরামর্শ চিকিৎসকের।''

রানিগঞ্জ, 16 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আপনি কি মাস্ক ব্যবহার করছেন ? মুখে মাস্ক লাগালে হতে পারে অন্য রোগ, বলছেন চিকিৎসক। সর্দি অথবা কাশি না হলে অযথা মুখে মাস্ক ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন রানিগঞ্জের চিকিৎসক। এছাড়াও রানিগঞ্জের খোলা বাজারে বিক্রি হওয়া মাস্ক খুব একটা নিরাপদ নয় বলেই দাবি চিকিৎসকেরা। কোরোনা ভাইরাসের আতঙ্কে রানিগঞ্জের বাজার এলাকায় অবাধে চড়া দামে বিক্রি হচ্ছে মাস্ক। দোকানদার নিজেই মেনে নিচ্ছেন বিক্রি হওয়া মাস্ক নিরাপদ নয়।

চিকিৎসক অনির্বাণ ঘোষ বলেন, ''কোরোনা ভাইরাস বায়ুবাহিত রোগ নয়। বাতাসে ঘুরে বেড়াচ্ছে না এই রোগ। একমাত্র যে ব্যক্তির কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে , সেই ব্যক্তির হাঁচি-কাশি ও থুতু থেকে সংক্রমণ ছড়াতে পারে। মাস্ক ব্যবহার দরকার নেই যদি না আপনার নিজের সর্দি অথবা কাশি হয়ে থাকে। যদি আপনি মুখে মাস্ক পরে থাকেন তাহলে শ্বাস ও মুখের লালাতে ভিজে থাকবে মাস্ক। মাস্ক থেকে ছড়াতে পারে অন্যান্য রোগ। যাদের সর্দি -কাশি হচ্ছে তবেই মাস্ক ব্যবহার করুন ।''

মুখে অযথা মাস্ক লাগালে হতে পারে অন্য রোগ, বলছেন চিকিৎসক

বাজারে বিক্রি হওয়া মাস্ক খুব একটা নিরাপদ নয় । মাস্ক বিক্রেতা বলেন, "কোরোনা ভাইরাস আতঙ্কের জেরে মাস্ক দেদার বিক্রি হচ্ছে। বাজারে এখন মাস্কের সবচেয়ে বেশি চাহিদা। সাধারণ মানুষ কিনতে আসছে বলেই বিক্রি করছি। সর্দি অথবা কাশি হলেই মাস্ক ব্যবহার করুন এমনই পরামর্শ চিকিৎসকের।''

Last Updated : Mar 16, 2020, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.