ETV Bharat / state

আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত রানিগঞ্জের একাধিক কাঁচা বাড়ি

আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ কয়েকটি কাঁচা বাড়ি ভেঙে পড়ে । উড়ে যায় বাড়ির ছাদও । ফলে চরম বিপাকে পড়েছে একাধিক পরিবার ।

author img

By

Published : May 21, 2020, 6:17 PM IST

আমফানের জেরে ক্ষতিগ্রস্থ রানিগঞ্জের বহু কাঁচা বাড়ি
আমফানের জেরে ক্ষতিগ্রস্থ রানিগঞ্জের বহু কাঁচা বাড়ি

রানিগঞ্জ, 21 মে : রানিগঞ্জের বল্লভপুর পঞ্চায়েতের নুপুর গ্রামে ঘূর্ণিঝড় আমফানের জেরে ক্ষতি হয়েছে কয়েকটি কাঁচা বাড়ির । উড়ে গিয়েছে ছাদ । ভেঙে পড়েছে বাড়িও । সমস্যায় পড়েছে অনেকে । অভিযোগ, এই বিপর্যয়ের সময়েও বল্লভপুর পঞ্চায়েতের তরফে কোনও সাহায্য মেলেনি ।

স্থানীয় বাসিন্দা রমেশচন্দ্র মণ্ডল বলেন, "আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ কয়েকটি কাঁচা বাড়ি ভেঙে পড়ে । উড়ে যায় বাড়ির ছাদও । ফলে চরম বিপাকে পড়েছে ওই কাঁচা বাড়িতে থাকা পরিবারগুলি ।" বল্লভপুর পঞ্চায়েতে বিষয়টি জানানোর পরও সাহায্য মেলেনি বলে অভিযোগ ।

বল্লভপুর পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্লাস্টিকের ছাউনি ও খাবারের সামগ্রী পৌঁছে দেওয়া হয় । এছাড়াও রানিগঞ্জের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের প্রতিনিধিরা ওই গ্রামে পরিদর্শনে যাচ্ছেন ।"

রানিগঞ্জ, 21 মে : রানিগঞ্জের বল্লভপুর পঞ্চায়েতের নুপুর গ্রামে ঘূর্ণিঝড় আমফানের জেরে ক্ষতি হয়েছে কয়েকটি কাঁচা বাড়ির । উড়ে গিয়েছে ছাদ । ভেঙে পড়েছে বাড়িও । সমস্যায় পড়েছে অনেকে । অভিযোগ, এই বিপর্যয়ের সময়েও বল্লভপুর পঞ্চায়েতের তরফে কোনও সাহায্য মেলেনি ।

স্থানীয় বাসিন্দা রমেশচন্দ্র মণ্ডল বলেন, "আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ কয়েকটি কাঁচা বাড়ি ভেঙে পড়ে । উড়ে যায় বাড়ির ছাদও । ফলে চরম বিপাকে পড়েছে ওই কাঁচা বাড়িতে থাকা পরিবারগুলি ।" বল্লভপুর পঞ্চায়েতে বিষয়টি জানানোর পরও সাহায্য মেলেনি বলে অভিযোগ ।

বল্লভপুর পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্লাস্টিকের ছাউনি ও খাবারের সামগ্রী পৌঁছে দেওয়া হয় । এছাড়াও রানিগঞ্জের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের প্রতিনিধিরা ওই গ্রামে পরিদর্শনে যাচ্ছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.