ETV Bharat / state

লকডাউন অমান্য করায় দুর্গাপুরে গ্রেপ্তার 16 - দুর্গাপুর

সরকারের নির্দেশিকা সত্ত্বেও ঘরে থাকছে না মানুষ । লকডাউন অমান্য করেই বাইরে বেরিয়ে পড়ছে । দুর্গাপুরে এরকম 16 জন লকডাউন অমান্যকারীকে গ্রেপ্তার করল পুলিশ ।

Lockdown Violators arrested
গ্রেপ্তার লকডাউন অমান্যকারীরা
author img

By

Published : Apr 13, 2020, 1:39 PM IST

দুর্গাপুর, 13 এপ্রিল : লকডাউন অমান্য করায় বিভিন্ন এলাকা থেকে 16 জনকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ । শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যকে একটি চিঠিতে লেখা হয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় লকডাউন ও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না । এরপরই একটি বিজ্ঞপ্তি জারি করে বাইরে বেরোনোর সময় মাস্ক পরা বাধ্যতামূলক করে নবান্ন । পাশাপাশি লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার দেওয়া হয় পুলিশকে ।

নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই কড়াকড়ি শুরু করে দুর্গাপুর পুলিশ । গতকাল সিটি সেন্টার ফাঁড়ি, ফরিদপুর ফাঁড়ি ও দুর্গাপুর থানার পুলিশ আলাদাভাবে অভিযান চালিয়ে মোট 16 জন লকডাউন অমান্যকারীকে গ্রেপ্তার করে । আজ সকাল থেকেও দুর্গাপুরে পুলিশকে কড়া নজরদারি চালাতে দেখা যায় ।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP(পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, "নাক-মুখ ঢেকে রাস্তায় বেরোনোর নির্দেশিকা এসেছে । লকডাউন অমান্য করা কোনওমতেই বরদাস্ত করব না । সামাজিক দূরত্ব মেনে চলতে হবে । অপ্রয়োজনে যাঁরা বাড়ির বাইরে বের হচ্ছেন তাঁদের ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি । না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।"

দুর্গাপুর, 13 এপ্রিল : লকডাউন অমান্য করায় বিভিন্ন এলাকা থেকে 16 জনকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ । শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যকে একটি চিঠিতে লেখা হয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় লকডাউন ও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না । এরপরই একটি বিজ্ঞপ্তি জারি করে বাইরে বেরোনোর সময় মাস্ক পরা বাধ্যতামূলক করে নবান্ন । পাশাপাশি লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার দেওয়া হয় পুলিশকে ।

নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই কড়াকড়ি শুরু করে দুর্গাপুর পুলিশ । গতকাল সিটি সেন্টার ফাঁড়ি, ফরিদপুর ফাঁড়ি ও দুর্গাপুর থানার পুলিশ আলাদাভাবে অভিযান চালিয়ে মোট 16 জন লকডাউন অমান্যকারীকে গ্রেপ্তার করে । আজ সকাল থেকেও দুর্গাপুরে পুলিশকে কড়া নজরদারি চালাতে দেখা যায় ।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP(পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, "নাক-মুখ ঢেকে রাস্তায় বেরোনোর নির্দেশিকা এসেছে । লকডাউন অমান্য করা কোনওমতেই বরদাস্ত করব না । সামাজিক দূরত্ব মেনে চলতে হবে । অপ্রয়োজনে যাঁরা বাড়ির বাইরে বের হচ্ছেন তাঁদের ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি । না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.