দুর্গাপুর, 11 অগস্ট: বেহালায় স্কুলের সামনে বেপরোয়া গাড়ির ধাক্কায় ছাত্রের মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল বেহালা । সেই রেশ এখনও কাটেনি ৷ এ বার দুর্গাপুরে একটি স্কুলের সামনে পথদুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটল ৷ খনি অঞ্চল অন্ডাল থানা এলাকায় উখরা রথতলা মোড়ে গার্লস হাইস্কুলের সামনে শুক্রবার ঘটল এক মর্মান্তিক পথদুর্ঘটনা ৷ বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে বৃদ্ধ এক পথচারীর । ঘাতক বাইকটির আরোহীও রাস্তার উপর ছিটকে পড়ে যান ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে ।
অন্ডাল থানার উখরা গার্লস স্কুলের সামনে এই পথ দুর্ঘটনার পর উত্তেজিত হয়ে ওঠে জনতা ৷ তাঁদের অভিযোগ, স্কুলের সামনে এ ভাবেই বেপরোয়া যান চলাচলের জন্য দুর্ঘটনা ঘটছে ৷ আর তাতে মৃত্যু হল সাধারণ মানুষের । পড়ুয়ারাও সুরক্ষিত নয় বলে অভিযোগ করেন তাঁরা ৷
শুক্রবার প্রচণ্ড গতিতে থাকা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে 62 বছরের সাধন ভাণ্ডারীকে ধাক্কা মারে । তিনি উখরা সুকোপাড়ার বাসিন্দা ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ এই দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় । বেশ কিছুক্ষণ ধরে ব্যাহত হয় যান চলাচল ।
মাত্র কয়েকদিন আগে কলকাতার বেহালাতে স্কুলের সামনে এক পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্র হয়ে উঠেছিল । উখড়া রথতলা মোড়ে গার্লস হাইস্কুলের সামনেও এ দিন দুর্ঘটনা ঘটায় ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় মানুষ ৷ উত্তেজিত জনতা স্কুলের সামনে সিভিক ভলান্টিয়ার মোতায়েনের দাবি জানিয়েছেন ৷
শেখ নুরুল নামে এক পথচারী বলেন, "কয়েকদিন আগেই বেহালার ঘটনা আমরা দেখেছি । আমরা চাইছি যে স্কুলের সামনে যাতে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয় । যেভাবে স্কুলগুলির সামনে বেপরোয়া যানবাহন চলাচল করছে, তাতে এ রকম দুর্ঘটনা ঘটতেই থাকবে ।"