ETV Bharat / state

Couple Died by Suicide: পরিবারের অত্যাচারে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আত্মঘাতী যুবক ! - আত্মঘাতী অন্তঃসত্ত্বা

দুর্গাপুরের কাঁকসায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য (Man Died by Suicide with Wife in Durgapur) ৷ অভিযোগ পরিবারের তরফে স্ত্রীর উপরে অত্যাচার মেনে নিতে না পেরে, এই ঘটনা ঘটিয়েছেন যুবক ৷

man-died-by-suicide-with-wife-in-durgapur
man-died-by-suicide-with-wife-in-durgapur
author img

By

Published : Nov 30, 2022, 2:25 PM IST

Updated : Nov 30, 2022, 8:37 PM IST

দুর্গাপুর, 30 নভেম্বর: পরিবারের অত্যাচারে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আত্মঘাতী যুবক ! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দুর্গাপুরের কাঁকসার বাবনাবেড়া এলাকায় (Man Died by Suicide with Wife in Durgapur) ৷ স্থানীয় সূত্রে খবর, স্ত্রী পম্পা রুইদাসের উপরে বাবা, মা ও পরিবারের অন্যান্য সদস্যদের অত্যাচারের জেরে এই ঘটনা ঘটিয়েছেন আকাশ আকুড় নামে ওই যুবক ৷ পম্পার বাপের বাড়ির সদস্যদের দাবি, তাঁদের মেয়ে 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ৷

সূত্রের খবর, বছর 24-এর আকাশ আকুড়া, পম্পা রুইদাসকে বিয়ে করেন বছর দুয়েক আগে ৷ বিয়ের আগে থেকেই তাঁদের প্রেমের সম্পর্ক ছিল ৷ কিন্তু, ছেলের বউ হিসেবে পম্পাকে মেনে নেয়নি আকাশের পরিবার ৷ যা নিয়ে প্রায় অশান্তি হত ৷ এমনকী একই পাড়ায় বিয়ে হওয়ার কারণে পম্পাকে বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতে দিত না আকাশের পরিবার ৷ পম্পার উপর অত্যাচারও করা হত বলে অভিযোগ করেছে, পম্পাকে বাপের বাড়ির সদস্যরা ৷ আকাশ আর পম্পার সঙ্গে পরিবারের বাকিদের এ নিয়ে প্রায় অশান্তি হত বলে অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: প্রেম মেনে নেয়নি পরিবার, উত্তরপ্রদেশে একসঙ্গে আত্মহত্যা যুগলের

সম্প্রতি পম্পা অন্তঃসত্ত্বা হন ৷ সেই খবর জানার পর, অশান্তি ও অত্যাচার আরও বাড়তে থাকে বলে অভিযোগ করেছে পম্পার পরিবারের সদস্যরা ৷ তাঁদের দাবি, আকাশ তাঁর স্ত্রীর উপর এই অত্যাচার মেনে নিতে পারেননি ৷ আর সেই কারণের 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আকাশ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে পম্পার বাড়ির লোক ৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ৷ দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

দুর্গাপুর, 30 নভেম্বর: পরিবারের অত্যাচারে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আত্মঘাতী যুবক ! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দুর্গাপুরের কাঁকসার বাবনাবেড়া এলাকায় (Man Died by Suicide with Wife in Durgapur) ৷ স্থানীয় সূত্রে খবর, স্ত্রী পম্পা রুইদাসের উপরে বাবা, মা ও পরিবারের অন্যান্য সদস্যদের অত্যাচারের জেরে এই ঘটনা ঘটিয়েছেন আকাশ আকুড় নামে ওই যুবক ৷ পম্পার বাপের বাড়ির সদস্যদের দাবি, তাঁদের মেয়ে 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ৷

সূত্রের খবর, বছর 24-এর আকাশ আকুড়া, পম্পা রুইদাসকে বিয়ে করেন বছর দুয়েক আগে ৷ বিয়ের আগে থেকেই তাঁদের প্রেমের সম্পর্ক ছিল ৷ কিন্তু, ছেলের বউ হিসেবে পম্পাকে মেনে নেয়নি আকাশের পরিবার ৷ যা নিয়ে প্রায় অশান্তি হত ৷ এমনকী একই পাড়ায় বিয়ে হওয়ার কারণে পম্পাকে বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতে দিত না আকাশের পরিবার ৷ পম্পার উপর অত্যাচারও করা হত বলে অভিযোগ করেছে, পম্পাকে বাপের বাড়ির সদস্যরা ৷ আকাশ আর পম্পার সঙ্গে পরিবারের বাকিদের এ নিয়ে প্রায় অশান্তি হত বলে অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: প্রেম মেনে নেয়নি পরিবার, উত্তরপ্রদেশে একসঙ্গে আত্মহত্যা যুগলের

সম্প্রতি পম্পা অন্তঃসত্ত্বা হন ৷ সেই খবর জানার পর, অশান্তি ও অত্যাচার আরও বাড়তে থাকে বলে অভিযোগ করেছে পম্পার পরিবারের সদস্যরা ৷ তাঁদের দাবি, আকাশ তাঁর স্ত্রীর উপর এই অত্যাচার মেনে নিতে পারেননি ৷ আর সেই কারণের 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আকাশ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে পম্পার বাড়ির লোক ৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ৷ দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Last Updated : Nov 30, 2022, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.