ETV Bharat / state

Paschim Bardhaman TMC Meeting : পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভবনা মমতার, হতে পারে সাংগঠনিক রদবদল - Mamata Banerjee

দুর্গাপুর সার্কিট হাউসে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee will Hold Meeting With Paschim Bardhaman TMC Leadership) ৷ তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকে পশ্চিম বর্ধমানের সাংগঠিনক রদবদলের সম্ভাবনা রয়েছে ৷ পাশাপাশি, আসানসোল পৌরনিগমের পূর্ণাঙ্গ বোর্ড গঠন এবং আসন্ন দুর্গাপুর পৌরনিগমের ভোট নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে ৷

Durgapur News
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভবনা মমতার
author img

By

Published : May 29, 2022, 11:51 AM IST

দুর্গাপুর, 29 মে : 31 মে পুরুলিয়া ও 1 জুন বাঁকুড়া সফরে যাবেন মুখমন্ত্রী l তার আগে আজ দুর্গাপুরে আসছেন তিনি ৷ সেখানেই দুর্গাপুর সার্কিট হাউসে রাতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, সার্কিট হাউসে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি (Mamata Banerjee will Hold Meeting With Paschim Bardhaman TMC Leadership) ৷ যেখানে আসানসোল পৌরনিগমের পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠন নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ সেই সঙ্গে পশ্চিম বর্ধমানে তৃণমূলের জেলা কমিটিকে নতুন করে তৈরি পারেন বলে খবর ৷

ফেব্রুয়ারি মাসে আসানসোল পৌরনিগমের ভোট সম্পন্ন হয়ে গিয়েছে ৷ যেখানে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতায় জেতার পর বিধান উপাধ্যায় মেয়র পদে শপথও নিয়েছেন ৷ কিন্তু পূর্ণাঙ্গ বোর্ড এখনও গঠন করা হয়নি ৷ মেয়র বিধান উপাধ্যায়ের উপর এ নিয়ে লাগাতার চাপ তৈরি করছে বিরোধীদল বিজেপি ৷ এই পরিস্থিতিতে পুরুলিয়া ও বাঁকুড়ায় তিনদিনের জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী ৷ তার আগে দুর্গাপুরে আজ রাতে থাকবেন তিনি ৷ তৃণমূল সূত্রে খবর, দুর্গাপুর সার্কিট হাউসে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী ৷ সেই বৈঠকেই আসানসোল পৌরনিগমের পূর্ণাঙ্গ বোর্ড গঠন নিয়ে আলোচনা হতে পারে ৷ মেয়র পারিষদ হিসাবে কারা নির্বাচিত হবেন ? তা ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী ৷

এই মুহূর্তে পশ্চিম বর্ধমানে তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি পদে রয়েছেন বিধান উপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, তাঁকে সেই পদ থেকে সরিয়ে দিতে পারেন দলনেত্রী ৷ সেই জায়গায় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে দায়িত্ব দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি আসানসোল পৌরনিগম নির্বাচন এবং আসানসোল লোকসভা উপনির্বাচনে তাঁর সাংগঠনিক কাজে তৃণমূল সুপ্রিমো নাকি বেশ খুশি হয়েছেন ৷ তাঁর সাংগঠনিক দক্ষতার কারণেই নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পশ্চিম বর্ধমানের সভাপতি করতে পারেন মমতা ৷ নরেন্দ্রনাথ চক্রবর্তী আবার মন্ত্রী মলয় ঘটকের অত্যন্ত ঘনিষ্ঠও ৷ সেই ঘনিষ্ঠতাও এই জেলার দায়িত্ব পেতে পাণ্ডবেশ্বরের বিধায়ককে সাহায্য করেছে বলে মনে করছে রাজনৈতিকমহল ৷

আরও পড়ুন : ব্লক স্তরে তৃণমূলের রূপান্তরে শুদ্ধিকরণে জোর, অভিযোগহীন নেতাদের বাছবেন অভিষেক

অন্যদিকে, আগামী অগস্ট মাসে দুর্গাপুর পৌরনিগমের মেয়াদ শেষ হচ্ছে ৷ তার পরেই নির্বাচন (Durgapur Municipal Corporation Election) ৷ তৃণমূল সূত্রে খবর, সেই প্রস্তুতিও শুরু করে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, দুর্গাপুর পৌরনিগম ভোটের দায়িত্ব মলয় ঘটকের নেতৃত্বে নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বিধান উপাধ্যায়কে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো ৷ যাতে দুর্গাপুর ফের একবার বিপুল ভোটে জিতে তৃণমূল বোর্ড গঠন করতে পারে ৷

আরও পড়ুন : 'বিচারব্যবস্থায় দু-একজন এমন আছেন যাঁরা যোগসাজশ করে তল্পিবাহক হিসেবে কাজ করছেন', বিস্ফোরক অভিষেক

প্রার্থী বাছাই নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে জেলা তৃণমূল সূত্রে খবর ৷ আর এই প্রার্থী বাছাই নিয়ে জেলার নেতৃত্বকে বার্তাও দিতে পারেন মমতা ৷ কারণ, গত পৌরসভা নির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশের পর নিচুতলার কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছিল ৷ শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করেছিল তৃণমূলের নিচুতলার কর্মীরা ৷ প্রায় অধিকাংশ পৌরসভায় স্বজনপোষণের অভিযোগ উঠেছিল ৷ এমনকি নির্দল প্রার্থী হিসাবে মনোয়ন জমা পড়েছিল ৷ এক্ষেত্রে যাতে তা না হয়, সেটাই নিশ্চিত করতে চাইবেন তৃণমূল সুপ্রিমো ৷ তাই দুর্গাপুর সার্কিট হাইসে পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা নেতৃত্বের সঙ্গে আজকের সম্ভাব্য এই বৈঠকের দিকে নজর থাকবে রাজনৈতিকমহলের ৷

দুর্গাপুর, 29 মে : 31 মে পুরুলিয়া ও 1 জুন বাঁকুড়া সফরে যাবেন মুখমন্ত্রী l তার আগে আজ দুর্গাপুরে আসছেন তিনি ৷ সেখানেই দুর্গাপুর সার্কিট হাউসে রাতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, সার্কিট হাউসে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি (Mamata Banerjee will Hold Meeting With Paschim Bardhaman TMC Leadership) ৷ যেখানে আসানসোল পৌরনিগমের পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠন নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ সেই সঙ্গে পশ্চিম বর্ধমানে তৃণমূলের জেলা কমিটিকে নতুন করে তৈরি পারেন বলে খবর ৷

ফেব্রুয়ারি মাসে আসানসোল পৌরনিগমের ভোট সম্পন্ন হয়ে গিয়েছে ৷ যেখানে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতায় জেতার পর বিধান উপাধ্যায় মেয়র পদে শপথও নিয়েছেন ৷ কিন্তু পূর্ণাঙ্গ বোর্ড এখনও গঠন করা হয়নি ৷ মেয়র বিধান উপাধ্যায়ের উপর এ নিয়ে লাগাতার চাপ তৈরি করছে বিরোধীদল বিজেপি ৷ এই পরিস্থিতিতে পুরুলিয়া ও বাঁকুড়ায় তিনদিনের জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী ৷ তার আগে দুর্গাপুরে আজ রাতে থাকবেন তিনি ৷ তৃণমূল সূত্রে খবর, দুর্গাপুর সার্কিট হাউসে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী ৷ সেই বৈঠকেই আসানসোল পৌরনিগমের পূর্ণাঙ্গ বোর্ড গঠন নিয়ে আলোচনা হতে পারে ৷ মেয়র পারিষদ হিসাবে কারা নির্বাচিত হবেন ? তা ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী ৷

এই মুহূর্তে পশ্চিম বর্ধমানে তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি পদে রয়েছেন বিধান উপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, তাঁকে সেই পদ থেকে সরিয়ে দিতে পারেন দলনেত্রী ৷ সেই জায়গায় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে দায়িত্ব দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি আসানসোল পৌরনিগম নির্বাচন এবং আসানসোল লোকসভা উপনির্বাচনে তাঁর সাংগঠনিক কাজে তৃণমূল সুপ্রিমো নাকি বেশ খুশি হয়েছেন ৷ তাঁর সাংগঠনিক দক্ষতার কারণেই নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পশ্চিম বর্ধমানের সভাপতি করতে পারেন মমতা ৷ নরেন্দ্রনাথ চক্রবর্তী আবার মন্ত্রী মলয় ঘটকের অত্যন্ত ঘনিষ্ঠও ৷ সেই ঘনিষ্ঠতাও এই জেলার দায়িত্ব পেতে পাণ্ডবেশ্বরের বিধায়ককে সাহায্য করেছে বলে মনে করছে রাজনৈতিকমহল ৷

আরও পড়ুন : ব্লক স্তরে তৃণমূলের রূপান্তরে শুদ্ধিকরণে জোর, অভিযোগহীন নেতাদের বাছবেন অভিষেক

অন্যদিকে, আগামী অগস্ট মাসে দুর্গাপুর পৌরনিগমের মেয়াদ শেষ হচ্ছে ৷ তার পরেই নির্বাচন (Durgapur Municipal Corporation Election) ৷ তৃণমূল সূত্রে খবর, সেই প্রস্তুতিও শুরু করে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, দুর্গাপুর পৌরনিগম ভোটের দায়িত্ব মলয় ঘটকের নেতৃত্বে নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বিধান উপাধ্যায়কে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো ৷ যাতে দুর্গাপুর ফের একবার বিপুল ভোটে জিতে তৃণমূল বোর্ড গঠন করতে পারে ৷

আরও পড়ুন : 'বিচারব্যবস্থায় দু-একজন এমন আছেন যাঁরা যোগসাজশ করে তল্পিবাহক হিসেবে কাজ করছেন', বিস্ফোরক অভিষেক

প্রার্থী বাছাই নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে জেলা তৃণমূল সূত্রে খবর ৷ আর এই প্রার্থী বাছাই নিয়ে জেলার নেতৃত্বকে বার্তাও দিতে পারেন মমতা ৷ কারণ, গত পৌরসভা নির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশের পর নিচুতলার কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছিল ৷ শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করেছিল তৃণমূলের নিচুতলার কর্মীরা ৷ প্রায় অধিকাংশ পৌরসভায় স্বজনপোষণের অভিযোগ উঠেছিল ৷ এমনকি নির্দল প্রার্থী হিসাবে মনোয়ন জমা পড়েছিল ৷ এক্ষেত্রে যাতে তা না হয়, সেটাই নিশ্চিত করতে চাইবেন তৃণমূল সুপ্রিমো ৷ তাই দুর্গাপুর সার্কিট হাইসে পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা নেতৃত্বের সঙ্গে আজকের সম্ভাব্য এই বৈঠকের দিকে নজর থাকবে রাজনৈতিকমহলের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.