ETV Bharat / state

মহকুমাশাসকের সামনেই ভাঙল চোরাই বালিবোঝাই লরির ডালা - durgapur

দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলের গাড়ির সমানে ভেঙে পড়ল চোরাই বালিবোঝাই লরির দু'পাশের ডালা । লরির ড্রাইভার ও খালাসি পলাতক।

অনির্বাণ কোলে
author img

By

Published : Jun 24, 2019, 3:32 PM IST

দুর্গাপুর, 24 জুন : চুরি করা বালিবোঝাই লরি আটক করলেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে। দুর্গাপুরের DVC মোড়ের ঘটনা। বালিবোঝাই একটি লরি দামোদরের নডিহার ঘাটের দিক থেকে আসছিল। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলের গাড়ির সমানে লরিটি দাঁড়িয়ে পড়ে । লরিটি দু'পাশের ডালা ভেঙে বালি ঝরতে শুরু করে । চালক ও খালাসি লরি ছেড়ে পালিয়ে যায় । সেই সময় দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন অনির্বাণ কোলে ।

এদিকে মহকুমাশাসককে দেখেই ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা দুই সিভিক ভলান্টিয়ারও পালিয়ে যায়। মহকুমাশাসক গাড়ি থেকে নেমে কোকওভেন থানা, পরিবহন দপ্তর এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের খবর দেন । পরে BLLRO ও পরিবহন দপ্তরের আধিকারিকদের আলাদা করে এই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি ।

দুর্গাপুর মহকুমায় অবৈধ বালি খাদানের অভিযোগ দীর্ঘ দিনের। প্রশাসনিক বৈঠক থেকে অবৈধ বালি খাদানের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । তাঁর হুঙ্কারে যে কোনও কাজ হয়নি তা দিনের আলোর মত পরিষ্কার ।

দিনের আলোতে রমরমিয়ে অবৈধ বালির ব্যবসা চলছে । এবার মহাকুমাশাসকের চোখে পড়তেই টনক নড়েছে মহকুমা প্রশাসনের। অবিলম্বে বেআইনি বালি কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা বাড়ানো হচ্ছে ।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজ মহকুমাশাসকের চোখে পড়ায় প্রশাসন তৎপরতা দেখাচ্ছে । তারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েছে দামোদরের নডিহার ঘাট থেকে দীর্ঘ দিন ধরে অবৈধ বাবে বালি তোলা হচ্ছে । কিন্তু প্রভাবশালীদের হস্তক্ষেপে প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি ।

দুর্গাপুর, 24 জুন : চুরি করা বালিবোঝাই লরি আটক করলেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে। দুর্গাপুরের DVC মোড়ের ঘটনা। বালিবোঝাই একটি লরি দামোদরের নডিহার ঘাটের দিক থেকে আসছিল। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলের গাড়ির সমানে লরিটি দাঁড়িয়ে পড়ে । লরিটি দু'পাশের ডালা ভেঙে বালি ঝরতে শুরু করে । চালক ও খালাসি লরি ছেড়ে পালিয়ে যায় । সেই সময় দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন অনির্বাণ কোলে ।

এদিকে মহকুমাশাসককে দেখেই ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা দুই সিভিক ভলান্টিয়ারও পালিয়ে যায়। মহকুমাশাসক গাড়ি থেকে নেমে কোকওভেন থানা, পরিবহন দপ্তর এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের খবর দেন । পরে BLLRO ও পরিবহন দপ্তরের আধিকারিকদের আলাদা করে এই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি ।

দুর্গাপুর মহকুমায় অবৈধ বালি খাদানের অভিযোগ দীর্ঘ দিনের। প্রশাসনিক বৈঠক থেকে অবৈধ বালি খাদানের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । তাঁর হুঙ্কারে যে কোনও কাজ হয়নি তা দিনের আলোর মত পরিষ্কার ।

দিনের আলোতে রমরমিয়ে অবৈধ বালির ব্যবসা চলছে । এবার মহাকুমাশাসকের চোখে পড়তেই টনক নড়েছে মহকুমা প্রশাসনের। অবিলম্বে বেআইনি বালি কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা বাড়ানো হচ্ছে ।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজ মহকুমাশাসকের চোখে পড়ায় প্রশাসন তৎপরতা দেখাচ্ছে । তারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েছে দামোদরের নডিহার ঘাট থেকে দীর্ঘ দিন ধরে অবৈধ বাবে বালি তোলা হচ্ছে । কিন্তু প্রভাবশালীদের হস্তক্ষেপে প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি ।

Intro:খোদ মহকুমাশাসক এর গাড়ির সামনেই অতিরিক্ত বালিবোঝাই লরি ভেঙে পড়ল।মহকুমাশাসক পুলিশকে এবং পরিবহন আধিকারিক কে ডেকে এই অতিরিক্ত বালিবোঝাই লরি কে আটক করলেন।দুর্গাপুরের ডিভিসি মোড়ের ঘটনা।

অতিরিক্ত বালিবোঝাই একটি লরি দামোদরের নডিহার ঘাট থেকে আসছিল।এই অবৈধ ঘাট থেকে প্রতিদিন প্রচুর বালি চুরির অভিযোগ উঠেছে।আজ দুর্গাপুরের একটি বেসরকারি কারখানায় একটি অনুষ্ঠান শেষে ফেরার সময় দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলের গাড়ির সামনে একটি অতিরিক্ত বালিবোঝাই লরি হুড়মুড় করে ভেঙে পড়ে।চালক ও খালসি দ্রুত পালায়।মহকুমা শাসক কে দেখেই এখানে ট্রাফিক নিয়ন্ত্রন এর দায়ীত্মে থাকা দুই সিভিক ভলেন্টিয়ার ও পালিয়ে যায়।মহকুমাশাসক গাড়ি থেকে নেমে কোকোওভেন থানা,পরিবহন দপ্তর এবং ভুমি ও ভুমি রাজস্ব দপ্তরের আধিকারিক দের ডাকেন।পুলিশ দেরীতে আসে।মহকুমা শাসক অনির্বাণ কোলে রাস্তায় দাঁড়িয়ে নির্দেশ দেন বি এল এল আর ও ও পরিবহন দপ্তর আলাদা করে এই গাড়ির বিরুদ্ধে ব্যাবস্থা নেবে।মহকুমা শাসকের চোখের সামনে এই ঘটনা ঘটার কারনে না হয় এই গাড়ির মালিকের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়া হবে তা না হলে পথচারীদের বিপদ হতে পারে জেনেও এরকম অতিরিক্ত মালবোঝাই গাড়ির বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়না এমন অভিযোগ।Body:কপিConclusion:কপি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.