দুর্গাপুর, 24 জুন : চুরি করা বালিবোঝাই লরি আটক করলেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে। দুর্গাপুরের DVC মোড়ের ঘটনা। বালিবোঝাই একটি লরি দামোদরের নডিহার ঘাটের দিক থেকে আসছিল। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলের গাড়ির সমানে লরিটি দাঁড়িয়ে পড়ে । লরিটি দু'পাশের ডালা ভেঙে বালি ঝরতে শুরু করে । চালক ও খালাসি লরি ছেড়ে পালিয়ে যায় । সেই সময় দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন অনির্বাণ কোলে ।
এদিকে মহকুমাশাসককে দেখেই ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা দুই সিভিক ভলান্টিয়ারও পালিয়ে যায়। মহকুমাশাসক গাড়ি থেকে নেমে কোকওভেন থানা, পরিবহন দপ্তর এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের খবর দেন । পরে BLLRO ও পরিবহন দপ্তরের আধিকারিকদের আলাদা করে এই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি ।
দুর্গাপুর মহকুমায় অবৈধ বালি খাদানের অভিযোগ দীর্ঘ দিনের। প্রশাসনিক বৈঠক থেকে অবৈধ বালি খাদানের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । তাঁর হুঙ্কারে যে কোনও কাজ হয়নি তা দিনের আলোর মত পরিষ্কার ।
দিনের আলোতে রমরমিয়ে অবৈধ বালির ব্যবসা চলছে । এবার মহাকুমাশাসকের চোখে পড়তেই টনক নড়েছে মহকুমা প্রশাসনের। অবিলম্বে বেআইনি বালি কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা বাড়ানো হচ্ছে ।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজ মহকুমাশাসকের চোখে পড়ায় প্রশাসন তৎপরতা দেখাচ্ছে । তারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েছে দামোদরের নডিহার ঘাট থেকে দীর্ঘ দিন ধরে অবৈধ বাবে বালি তোলা হচ্ছে । কিন্তু প্রভাবশালীদের হস্তক্ষেপে প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি ।