ETV Bharat / state

ভিন রাজ্য থেকে প্রথম বাস এল পশ্চিমবঙ্গে - লকডাউন আপডেট

লকডাউনের কারণে বন্ধ ছিল আন্তঃরাজ্য যান চলাচল । বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্টে ছিল কড়া নজরদারি । একজন মানুষকেও এই রাজ্যে প্রবেশের অনুমতি দেয়নি পুলিশ । শেষ পর্যন্ত রাজ্য সরকার নমনীয় হয় । অন্য রাজ্যে আটকে পড়া মানুষদের ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে ।

bus
ভিন রাজ্য থেকে প্রথম বাস
author img

By

Published : May 1, 2020, 11:30 AM IST

আসানসোল, 1 মে : ভিন রাজ্য থেকে প্রথম বাস পৌঁছাল রাজ্যে । আজ সকালে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্টে প্রথম বাসটি এসে পৌঁছায় । রাজস্থানের কোটা থেকে এই বাসটি আসে । লকডাউনের কারণে অনেক মানুষ ভিনরাজ্যে আটকে পড়েছিলেন । তাঁদেরই ফেরাচ্ছে রাজ্য সরকার ।

লকডাউনের কারণে বন্ধ ছিল আন্তঃরাজ্য যান চলাচল । বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্টে ছিল কড়া নজরদারি । একজন মানুষকেও এই রাজ্যে প্রবেশের অনুমতি দেয়নি পুলিশ । শেষ পর্যন্ত রাজ্য সরকার নমনীয় হয় । অন্য রাজ্যে আটকে পড়া মানুষদের ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে ।

আজ সকালে রাজস্থানের কোটা থেকে প্রথম বাস আসে ডুবুরডি চেকপোস্টে । দীর্ঘ পথ যাত্রা করার পর প্রত্যেকেই ক্লান্ত । তবু রাজ্যে ফেরার আনন্দে সবাই খুশি । এই বাসে পশ্চিম বর্ধমান, বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং নদিয়ার বাসিন্দারা ছিলেন । এঁরা অনেকেই কর্মসূত্রে বা অনান্য কারণে রাজস্থানে আটকে পড়েছিলেন ।

রাজস্থানের কোটা থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আর একটি বাসও আজই আসানসোলে আসবে । সেই বাসে আসানসোল সহ অন্যান্য জেলার ছাত্রছাত্রীরা রয়েছেন । আটকে পড়া মানুষরা রাজ্যে ফিরে জানালেন, এই উদ্যোগ আগেই নেওয়া উচিত ছিল । তবে শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পারছেন ভেবেই আনন্দ লাগছে ।

আসানসোল, 1 মে : ভিন রাজ্য থেকে প্রথম বাস পৌঁছাল রাজ্যে । আজ সকালে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্টে প্রথম বাসটি এসে পৌঁছায় । রাজস্থানের কোটা থেকে এই বাসটি আসে । লকডাউনের কারণে অনেক মানুষ ভিনরাজ্যে আটকে পড়েছিলেন । তাঁদেরই ফেরাচ্ছে রাজ্য সরকার ।

লকডাউনের কারণে বন্ধ ছিল আন্তঃরাজ্য যান চলাচল । বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্টে ছিল কড়া নজরদারি । একজন মানুষকেও এই রাজ্যে প্রবেশের অনুমতি দেয়নি পুলিশ । শেষ পর্যন্ত রাজ্য সরকার নমনীয় হয় । অন্য রাজ্যে আটকে পড়া মানুষদের ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে ।

আজ সকালে রাজস্থানের কোটা থেকে প্রথম বাস আসে ডুবুরডি চেকপোস্টে । দীর্ঘ পথ যাত্রা করার পর প্রত্যেকেই ক্লান্ত । তবু রাজ্যে ফেরার আনন্দে সবাই খুশি । এই বাসে পশ্চিম বর্ধমান, বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং নদিয়ার বাসিন্দারা ছিলেন । এঁরা অনেকেই কর্মসূত্রে বা অনান্য কারণে রাজস্থানে আটকে পড়েছিলেন ।

রাজস্থানের কোটা থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আর একটি বাসও আজই আসানসোলে আসবে । সেই বাসে আসানসোল সহ অন্যান্য জেলার ছাত্রছাত্রীরা রয়েছেন । আটকে পড়া মানুষরা রাজ্যে ফিরে জানালেন, এই উদ্যোগ আগেই নেওয়া উচিত ছিল । তবে শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পারছেন ভেবেই আনন্দ লাগছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.