পাণ্ডবেশ্বর, 13 এপ্রিল : পাড়ার একজন মারা গেছে । তাই দাহ করতে যেতে হবে শ্মশানে । কিন্তু, তার জন্য নাকি মদ লাগবেই । তাই লকডাউন উপেক্ষা করেই এলাকার বন্ধ মদের দোকানের সামনে লাইন দিল স্থানীয় বাসিন্দাদের একাংশ । মদ না পেলে ঝামেলাও শুরু করে দেয় । দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের ঘটনা । ইতিমধ্যেই দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
লকডাউনের আর পাঁচটা দিনের মতো সকাল থেকে ফাঁকাই ছিল পাণ্ডবেশ্বর বাজার এলাকা । হঠাৎই ভিড় জমে প্রবীর মণ্ডল নামে এক মদ বিক্রেতার দোকানের সামনে । জানা যায়, এলাকার বাউড়ি পাড়ায় কেউ মারা গিয়েছে । তাই দাহ করতে যাওয়ার আগে মদ লাগবে । কিন্তু দোকান তো বন্ধ । তাই ঝামেলাও শুরু হয়ে যায় । তড়িঘড়ি থানায় খবর দেন এলাকার লোকজন বাসিন্দা। পুলিশ দেখেই ভিড় ছত্রভঙ্গ হয়ে যায় । সবাই এদিক ওদিক পালাতে শুরু করে । এর মাঝেই দুজনকে পাকড়াও করে পুলিশ ।
ঘটনায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, "ওই এলাকায় বাউড়ি পাড়ার কারও মৃত্যু হয়েছে। সেজন্যই ওরা মদ কিনতে এসেছিল । দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।"